Homeখবরকলকাতাদুর্গোৎসব ২০২৪: পুজোর দুদিন কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে মেট্রো চলবে সারারাত, অন্য রুটে...

দুর্গোৎসব ২০২৪: পুজোর দুদিন কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে মেট্রো চলবে সারারাত, অন্য রুটে সময় দেখে নিন    

প্রকাশিত

কলকাতা: এবারে মহাষ্টমী ও মহানবমী একদিনে পড়ায় পুজো কার্যত তিনদিনের। এর মধ্যে দুদিন অর্থাৎ ১০ অক্টোবর বৃহস্পতিবার (সপ্তমী) এবং ১১ অক্টোবর শুক্রবার (মহাষ্টমী-মহানবমী) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর মেট্রো চলবে ভোর ৪টে পর্যন্ত। ওই দুদিন এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান রুটে মেট্রো চলবে রাত্রি পৌনে ২টো পর্যন্ত। মেট্রো রেল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি প্রকাশ করে এই সময়সূচি জানিয়েছে।

মহানগরীর ৫টি রুটে ৭ অক্টোবর সোমবার (চতুর্থী) থেকে মেট্রো চলাচলের বিস্তারিত সময়সূচি জেনে নিন —

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর (ব্লু লাইন)

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে ৯ অক্টোবর বুধবার ষষ্ঠীর দিন দুপ্রান্ত থেকেই শেষ মেট্রো ছাড়বে রাত্রি ১২টায়। ওইদিন মেট্রো চলা শুরু হবে অন্যান্য দিনের মতো সকাল ৬টা ৫০ মিনিটেই।

১০ অক্টোবর বৃহস্পতিবার (সপ্তমী) এবং ১১ অক্টোবর শুক্রবার (মহাষ্টমী-মহানবমী) দুদিনই মেট্রো চলাচল শুরু হবে দুপুর ১টায়। কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১টায় এবং শেষ মেট্রো ছাড়বে ভোর ৪টেয়। উল্লেখ্য, এবার পঞ্জিকা অনুযায়ী মহাষ্টমী ও মহানবমী একই দিনে পড়েছে।

১২ অক্টোবর শনিবার দশমীর দিন কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১টায় এবং শেষ মেট্রো ছাড়বে রাত্রি ১২টায়। ১৩ অক্টোবর রবিবার একাদশীর দিন কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টায় এবং শেষ মেট্রো ছাড়বে রাত্রি ৯টা ৪০ মিনিটে।

আগামী সোমবার ৭ অক্টোবর (চতুর্থী) এবং ৮ অক্টোবর (পঞ্চমী) দুদিনই কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে মেট্রো যথারীতি যাত্রা শুরু করবে সকাল ৬টা ৫০ মিনিটে এবং শেষ মেট্রো ছাড়বে রাত্রি ১০টা ৪০ মিনিটে।

সেক্টর ৫ থেকে শিয়ালদা (গ্রিন ১)

সল্ট লেক সেক্টর ৫ থেকে শিয়ালদা স্টেশন রুটে সোমবার ৭ অক্টোবর (চতুর্থী) থেকে ৯ অক্টোবর বুধবার পর্যন্ত দুপ্রান্ত থেকেই প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে এবং শেষ মেট্রো ছাড়বে রাত্রি ৯টা ৪০ মিনিটে।

পরের দুদিন অর্থাৎ ১০ অক্টোবর বৃহস্পতিবার (সপ্তমী) এবং ১১ অক্টোবর শুক্রবার (মহাষ্টমী-মহানবমী) দুপ্রান্ত থেকেই প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১টায় এবং শেষ মেট্রো ছাড়বে রাত্রি সাড়ে ১১টায়। ওই দুদিন ২০ মিনিট অন্তর মেট্রো চলবে।

১২ অক্টোবর শনিবার দশমীর দিন সেক্টর ৫ এবং শিয়ালদা স্টেশন থেকে প্রথম মেট্রো ছাড়বে দুপুর ২টোয় এবং শেষ মেট্রো ছাড়বে রাত্রি ৯টা ৪৫ মিনিটে। ওইদিনও ২০ মিনিট অন্তর মেট্রো চলবে। ১৩ অক্টোবর রবিবার একাদশীর দিন ওই রুটে মেট্রো বন্ধ থাকবে।

এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান (গ্রিন ২)

এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান রুটে সোমবার ৭ অক্টোবর (চতুর্থী) থেকে ৯ অক্টোবর বুধবার পর্যন্ত দুপ্রান্ত থেকেই প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায় এবং শেষ মেট্রো ছাড়বে রাত্রি ৯টা ৫৪ মিনিটে।

পরের দুদিন অর্থাৎ ১০ অক্টোবর বৃহস্পতিবার (সপ্তমী) এবং ১১ অক্টোবর শুক্রবার (মহাষ্টমী-মহানবমী) দুপ্রান্ত থেকেই প্রথম মেট্রো ছাড়বে দুপুর দেড়টায় এবং শেষ মেট্রো ছাড়বে রাত্রি ১টা ৪৫ মিনিটে।

১২ অক্টোবর শনিবার দশমীর দিন দুপ্রান্ত থেকেই প্রথম মেট্রো ছাড়বে দুপুর ২টোয় এবং শেষ মেট্রো ছাড়বে রাত্রি ১১টা ৪৫ মিনিটে। ১৩ অক্টোবর রবিবার একাদশীর দিন দুপ্রান্ত থেকেই প্রথম মেট্রো ছাড়বে দুপুর ২টো ১৫ মিনিটে এবং শেষ মেট্রো ছাড়বে রাত্রি ৯টা ৫০ মিনিটে।

জোকা-তারাতলা (পার্পল), কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি, অরেঞ্জ)

মেট্রো রেলের এই দুটি রুটেই ১০ অক্টোবর বৃহস্পতিবার থেকে ১৩ অক্টোবর রবিবার পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকবে।

জোকা-তারাতলা রুটে ৭ অক্টোবর সোমবার থেকে ৯ অক্টোবর বুধবার পর্যন্ত ৫০ মিনিট অন্তর মেট্রো চলবে। দুপ্রান্ত থেকেই প্রথম মেট্রো ছাড়বে সকাল সাড়ে ৮টায় এবং শেষ মেট্রো ছাড়বে বিকেল ৩টে ৩৫ মিনিটে।

ওই তিনদিন কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় রুটে ৭ অক্টোবর সোমবার থেকে ৯ অক্টোবর বুধবার পর্যন্ত ২০ মিনিট অন্তর মেট্রো চলবে। দুপ্রান্ত থেকেই প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায় এবং শেষ মেট্রো ছাড়বে রাত্রি ৮টায়।

আরও পড়ুন

আট বছর পর আবার বন্‌ধ পাহাড়ে, মুখ্যমন্ত্রীর সফরের মাঝেই

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এশিয়া কাপ: পাকিস্তান ধরাশায়ী, গ্রুপের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতল ভারত  

পাকিস্তান: ১২৭-৯ (শাহিবজাদা ফারহান ৪০, শাহিন শাহ আফ্রিদি ৩৩ নট আউট, কুলদীপ যাদব ৩-১৮,...

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় নেমে এলেন মানুষ, হৃদরোগে আক্রান্ত হয়ে ১ মহিলার মৃত্যু

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে রাস্তায় ছুটে বেরোলেন মানুষ। ক্ষয়ক্ষতির মাত্রা এখনও স্পষ্ট নয়।

দক্ষিণদাড়ি ইয়ুথস, অ্যাসিড আক্রান্তদের লড়াইয়ে আলো ফেলছেন শিল্পী অনির্বাণ

২৫ বছরে দক্ষিণদাড়ি ইয়ুথসের দুর্গাপুজোর থিম ‘দহন’। শিল্পী অনির্বাণ দাস অ্যাসিড আক্রান্তদের যন্ত্রণা ও প্রতিবাদকে মণ্ডপসজ্জায় ফুটিয়ে তুলেছেন।

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

আরও পড়ুন

দক্ষিণদাড়ি ইয়ুথস, অ্যাসিড আক্রান্তদের লড়াইয়ে আলো ফেলছেন শিল্পী অনির্বাণ

২৫ বছরে দক্ষিণদাড়ি ইয়ুথসের দুর্গাপুজোর থিম ‘দহন’। শিল্পী অনির্বাণ দাস অ্যাসিড আক্রান্তদের যন্ত্রণা ও প্রতিবাদকে মণ্ডপসজ্জায় ফুটিয়ে তুলেছেন।

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।