আবারও কলকাতায় বহুতলে অগ্নিকাণ্ড, তৎপর দমকলবাহিনী
শুক্রবার দুপুরে কলকাতার হাঙ্গারফোর্ড স্ট্রিটের একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মিন্টো পার্কের কাছে গুরুত্বপূর্ণ এলাকায় আগুন লাগার খবরে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার পর বাসিন্দাদের দ্রুত বহুতল থেকে বার করে আনা হয়।
ঘটনার খবর পেয়েই দ্রুত ছ’টি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলবাহিনী। শুরু হয় উদ্ধারকাজ। এখনও পর্যন্ত কারও হতাহতের খবর নেই। বাসিন্দাদের নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়েছে। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন দমকল কর্মীরা। তবে বহুতলে কেউ আটকে রয়েছেন কি না, তা নিশ্চিত করতে চূড়ান্ত তল্লাশি চালানো হচ্ছে।

উদ্ধার করা হয় বাসিন্দাদের। ছবি: রাজীব বসু।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, শর্টসার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে। স্থানীয় বাসিন্দারা জানান, বিদ্যুৎবাহী তার পুড়ে যাওয়ার গন্ধ পেয়ে তারা বাইরে বেরিয়ে আসেন। কিছুক্ষণের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় বহুতলটির ছাদ। দ্রুত দমকলে খবর দেওয়া হয়।
অগ্নিকাণ্ডে আর্থিক ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তবে দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। সংশ্লিষ্ট বহুতলের আশপাশে রয়েছে স্কুল ও হাসপাতাল। সেই কারণে দমকলবাহিনী আরও বেশি সতর্ক ছিল।
হাঙ্গারফোর্ড স্ট্রিটের বাসিন্দারা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। শর্টসার্কিটের ঘটনা রোধে আরও তৎপর হওয়ার আর্জি জানিয়েছেন তারা।