কলকাতা : দীর্ঘদিন ধরেই বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মচারীদের একাংশ। তাদের স্পষ্ট দাবি, কেন্দ্রের সঙ্গে সমাহারে দিতে হবে ডিএ। এই দাবিতে চলতি মাসের ২০ এবং ২১ তারিখ পূর্ণ দিবস কর্ম বিরতির ডাক দিয়েছে সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন।
এবার এই বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। সাফ জানিয়ে দেওয়া হল সোম এবং মঙ্গলবার আসতেই হবে অফিস। কোনভাবে নেওয়া যাবে না ক্যাজুয়াল লিভ। এমনকি যদি কেউ অফিস না আসেন তাহলে সার্ভিস ব্রেক হিসেবে গণ্য করা হবে।
তবে যারা চলতি মাসের ১৭ তারিখের আগে থেকে ছুটিতে আছেন তাদের ক্ষেত্রে শিথিল করা হয়েছে নিয়ম। যদি কোন সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন থাকেন অথবা পরিবারের কারোর মৃত্যু হয় সে ক্ষেত্রেও দেওয়া হয়েছে ছাড়।
বিজ্ঞপ্তি দিয়ে আরও জানানো হয়েছে, যদি এমনি কোন কর্মচারী ছুটি করেন সেক্ষেত্রে তার হাতে ধরানো হবে শোকজ নোটিস। তবে যদি জবাব সন্তোষজনক হয় সেক্ষেত্রে ভেবে দেখা হবে।
উল্লেখ্য, বকেয়া ডিএ – র দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলনে নেমেছেন সরকারি কর্মচারীরা। রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের ৩ শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা করা হয়েছে। কিন্তু তাতে সন্তুষ্ট নন সরকারি কর্মীরা। এবার পূর্ণদিবস কর্মবিরতির ডাক দিলেন সরকারি কর্মচারীরা।