Homeখবরকলকাতাকলকাতায় দাম বেড়েছে ফ্ল্যাটের, তবু আবাসনের বাজার চাঙ্গা

কলকাতায় দাম বেড়েছে ফ্ল্যাটের, তবু আবাসনের বাজার চাঙ্গা

প্রকাশিত

কলকাতায় ফ্ল্যাটের দাম বেড়েছে, এমনটাই জানিয়েছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। আরবিআই প্রতি তিন মাস অন্তর দেশের বড় শহরগুলির আবাসনের দাম সূচক প্রকাশ করে। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে দেখা যাচ্ছে, ২০২৩-২৪ অর্থবছরের শেষ ত্রৈমাসিক, অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে কলকাতায় ফ্ল্যাটের দাম উর্ধ্বমুখী ছিল। আরবিআই-এর রিপোর্টে উল্লেখ করা হয়েছে, সার্বিকভাবে দেশের বিভিন্ন শহরে আবাসনের দামে উত্থান-পতন লক্ষ্য করা গেছে। কোনও শহরে দাম বেড়েছে, আবার কোথাও কমেছে।

দেশের অর্থনৈতিক অবস্থার মূল্যায়নে আবাসন প্রকল্পের দামের ওঠানামা একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়। আরবিআই এই দামের তুলনা করার জন্য একটি সূচক ব্যবহার করে, যেখানে ২০১০-১১ অর্থবছরকে বেস ইয়ার হিসেবে ধরা হয়। ওই বছরের সূচককে ১০০ ধরে বর্তমান সময়ের দামের ওঠানামা বিচার করা হয়। সেই অনুযায়ী, গত অর্থবছরের চতুর্থ ত্রৈমাসিকে কলকাতার সূচক ছিল ৩২৬.২৬, যা ২০১০-১১ সালের তুলনায় তিন গুণেরও বেশি বৃদ্ধি নির্দেশ করে। এর আগের ত্রৈমাসিকে, অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত, এই সূচক ছিল ৩১৯.০৯। তার আগের তিন মাসে সূচক ছিল ৩২০.৬৫। অর্থাৎ, তখন দাম সামান্য বেশি ছিল।

দেশের অন্যান্য বড় শহরের মধ্যে মুম্বাই ও জয়পুরে গত অর্থবছরের শেষ ত্রৈমাসিকে ফ্ল্যাটের দাম কিছুটা কমেছে। অন্যদিকে, আমদাবাদ, লক্ষ্ণৌ, চেন্নাই, কানপুর, বেঙ্গালুরু, দিল্লি, কোচির মতো শহরগুলিতে কলকাতার মতোই ফ্ল্যাটের দাম বেড়েছে।

আবাসন নির্মাতা সংস্থাগুলির মতে, ব্যাঙ্কের সুদের হার বেড়েছে, তবে ফ্ল্যাট বিক্রি থেমে যায়নি। বিশেষত, মধ্যবিত্তের আবাসনের বিক্রি ভালো হচ্ছে। কলকাতা ও শহরতলিতে আবাসনের বাজার চাঙ্গা রয়েছে। তবে সুদের হার বৃদ্ধি পাওয়ায় আবাসনের দামেও প্রভাব পড়েছে। কাঁচামালের দাম বৃদ্ধিও আবাসন সংস্থাগুলিকে প্রভাবিত করেছে, বলছেন বিশেষজ্ঞরা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এইচ-১বি ভিসার ১ লক্ষ ডলারের ফি থেকে ছাড়, ভারতীয়দের বড়ো স্বস্তি

ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসার জন্য আবেদন করার সময় ১ লক্ষ ডলার ফি দেওয়ার...

‘জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই স্বাক্ষর করবে এনসিপি’, জানালেন আহ্বায়ক নাহিদ ইসলাম

জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা পাওয়ার পরই স্বাক্ষর করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে জানালেন আহ্বায়ক নাহিদ ইসলাম।

রাতে ঘুমোতে যাওয়ার আগে জিরে ভেজানো জল খাবেন কেন? জানুন আশ্চর্য উপকারিতা

জিরে ভেজানো জল শুধু হজম নয়, ওজন নিয়ন্ত্রণ, ঘুমের সমস্যা ও অ্যাসিডিটিও দূর করে। রাতে ঘুমোতে যাওয়ার আগে জিরে জল খাওয়ার উপকারিতা জেনে নিন বিস্তারিতভাবে।

মেহুল চোকসির ভারতে প্রত্যর্পণে সায় দিল বেলজিয়ামের আদালতের

নয়াদিল্লি: বেলজিয়ামের আদালতে বড়োসড়ো ধাক্কা খেলেন পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসি। আদালত জানিয়েছে, চোকসিকে...

আরও পড়ুন

সাইবার জালিয়াতিতে কোটি টাকার ক্ষতি! দেশে শীর্ষে কলকাতা, এক বছরে রেকর্ড ৫৬৪ মামলা

এনসিআরবি-র রিপোর্টে চমক! ২০২৩ সালে কলকাতায় ১ কোটি টাকার বেশি ক্ষতির ৫৬৪টি আর্থিক জালিয়াতির মামলা। দেশের অন্য সব শহরকে পিছনে ফেলেছে লালবাজার।

সাবর্ণ সংগ্রহশালা পরিদর্শনে মাইক্রোসফ্‌ট ইউরোপের এমডি সস্ত্রীক এবং মরিসাসের কনসুলার জেনারেল  

খবর অনলাইন ডেস্ক: কলকাতার সঙ্গে জড়িয়ে কয়েক শতকের ইতিহাস। এই দীর্ঘ সময়ে শহরের রূপ...

দেদার শব্দবাজিতে আতঙ্ক কলকাতায়! দূষণ কম দাবি পুলিশের, কিন্তু তথ্য বলছে অন্য কথা

দীপাবলির রাতে গভীর রাত পর্যন্ত দেদার শব্দবাজি ফাটানোয় নাকাল কলকাতা। পুলিশ কমিশনার দাবি করলেন, দূষণ কমেছে আগের বছরের তুলনায়, কিন্তু রাতের রিপোর্টে চিত্র একেবারে উল্টো।