Homeখবরকলকাতাইডেন গার্ডেনে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ, বন্ধ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা

ইডেন গার্ডেনে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ, বন্ধ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা

প্রকাশিত

কলকাতা : প্রায় নয় বছর পর ফের কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে চলেছে দুই প্রতিবেশী দেশ ভারত ও শ্রীলঙ্কা ক্রিকেট দল। যার ফলে এক উৎসবের আবহ কলকাতা শহর জুড়ে। তবে কলকাতা শহর জুড়ে উৎসবের আবহাওয়া থাকলেও বেশ কিছু নির্দেশিকা জারি করা হচ্ছে কলকাতা পুলিশ এবং কলকাতার ট্রাফিক পুলিশের তরফে। বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত শ্রীলঙ্কার তিনটি ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ ঘিরে চরম উন্মাদনা। হাজার হাজার ক্রিড়া প্রেমী দর্শকেরা ভিড় জমাবেন ইডেনে। খেলোয়াড়দের বাউন্ডারি আর দর্শকদের উন্মাদনায় গমগম করে উঠবে ইডেন গার্ডেন্স।


তবে ইডেনে দুই প্রতিবেশী দেশের দ্বিতীয় দিনের ওডিআই ম্যাচ ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে কলকাতা পুলিশ এবং কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে এই ম্যাচের কারণে শুধু যান চলাচল নয় একাধিক নির্দেশিকা থাকছে গাড়ি পার্কিং এর ক্ষেত্রে। মূলত নিরাপত্তার কথা ভেবেই এই নির্দেশিকা জারি করেছে কলকাতা ট্রাফিক পুলিশ।


ভারত শ্রীলঙ্কার ম্যাচের কারণেই বন্ধ থাকবে ইডেন গার্ডেন্স সংলগ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ সবকটি রাস্তা। নিরাপত্তার খাতিরে সকাল দশটা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত এই নির্দেশিকা জারি করেছে কলকাতার ট্রাফিক পুলিশ। কলকাতা ট্রাফিক পুলিশের নির্দেশিকায় বলা হয়েছে, ভারত শ্রীলঙ্কার ম্যাচ চলাকালীন ইডেন সংলগ্ন রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। বন্ধ রাখা হবে যান চলাচল। ইডেন সংলগ্ন রাস্তা গুলিতে পণ্যবাহী গাড়ি চলাচলের নিষেধাজ্ঞা রয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশ থেকে অর্থাৎ এজেসি বোস রোডের একটি বড় অংশ যার মধ্যে ডিএল খান রোড থেকে ক্যাথিড্রাল রোড, হসপিটাল রোড, কুইন ওয়ে, লাভারস লেনে যান চলাচল বন্ধ রাখা হবে। পণ্যবাহী কোন গাড়িই এই রাস্তায় যাতায়াত করতে পারবে না। অন্যদিকে ক্ষুদিরাম বসুর রোড থেকে নর্থ ব্রুক এভিনিউ ও গোষ্ঠ গোপাল স্মরণীতেও সকাল ১০ টা থেকে রাত্রি সাড়ে এগারোটা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। হাইকোর্টের যে গাড়িগুলি আসবে সেগুলি অকল্যান্ড রোডের বদলে এসপ্ল্যানেড রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।


কলকাতা ট্রাফিক পুলিশের এই নির্দেশিকা শুধু যান চলাচলই নয়, গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রেও একাধিক নির্দেশিকা রয়েছে। নির্দেশিকা জানানো হয়েছে গোষ্ঠ গোপাল সরণি, ক্ষুদিরাম বসু রোড, রানী রাসমণি এভিনিউ, ওল্ড কোট হাউস স্ট্রিট, ইন্দিরা গান্ধী সরণি (রেড রোড) গুরু নানক সরণী (মেয়ো রোড) ও ডাফরিন রোডে গাড়ি পার্কিং এর উপরে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ।

সাম্প্রতিকতম

বাম হাতে ভাই ফোঁটা দিয়ে ডান হাতে মুছে দিতেন, ছোটবেলার সেই প্রেমের গল্প বললেন ইন্দ্রানী হালদার

অভিনেত্রী একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। পেতেন প্রচুর প্রেমপত্রও। ছোটবেলায় বন্ধু-বান্ধবীদের দাদা-ভাইদের থেকেও নাকি প্রচুর প্রেমপত্র পেয়েছিলেন অভিনেত্রী।

অক্ষয় তৃতীয়ার আগে ১০ দিনে সোনার দাম কমল প্রায় ৩ হাজার টাকা

শেষ ১০ দিনে প্রতি ১০ গ্রাম সোনার দাম কমেছে ২,৯০০ টাকা। বর্তমানে সোনার দাম...

চাঁদিফাটা রোদে ত্বকের জেল্লা গায়েব, নিমেষে ফিরবে জেল্লা যদি করেন এই ৪ কাজ

এই দাবদহে বাড়ি থেকে বেরোতে হচ্ছে অনেককেই। আর তাতেই চেহারার হাল হচ্ছে যাতা। ঝলসে যাচ্ছে ত্বক।

সি বিচে প্লাষ্টিক কুড়াচ্ছেন মিমি চক্রবর্তী, দেখে হতবাক নেটবাসি, হঠাৎ কী হল অভিনেত্রীর?

এভাবেই একের পর এক আবর্জনা তুলে যাচ্ছেন সমুদ্রতট থেকে। এরপর জমা করছেন একটি বাস্কেটে। কিন্তু কেন এমন হাল অভিনেত্রীর? হঠাৎ আবর্জনা তুলছেন কেন?

আরও পড়ুন

হাইকোর্টে নিয়োগ দুর্নীতি মামলার রায়, কে কী বললেন?

সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় রায় প্রকাশের পর মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, তিনি চাকরিহারাদের পাশে আছেন। আদালের এই রায়ের নেপথ্যে তিনি বিজেপির হাত দেখছেন।

আদালতের অনুমতি পেয়ে গড়িয়ার ৫ নম্বর বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত হবে রাম নবমীর শোভাযাত্রা

বাধ সেধেছিল পুলিশ। অবশেষে আদালতের নির্দেশে বিশ্ব হিন্দু পরিষদ সহ বেশ কয়েকটি সংগঠনের রাম...

‘কালিন্দী নাট্যসৃজন’-এর ২৪তম জন্মদিন উপলক্ষ্যে মঞ্চস্থ হল যুগোপযোগী নাটক ‘বহমান’

অজন্তা চৌধুরী ২৩ বছর পেরিয়ে ২৪-এ পা দিল কালিন্দী নাট্যসৃজন। নাট্যসংস্থার ২৪তম জন্মদিন উপলক্ষ্যে সম্প্রতি...