কলকাতা: বৃহস্পতিবার ইডেনে গার্ডেন্সে দ্বিতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা। তার আগে সেজে উঠেছে ক্রিকেটের নন্দন কানন।

গত ১০ জানুয়ারি গুয়াহাটিতে প্রথম ম্যাচে জিতেছিল ভারত। আর পরের দুটো ম্যাচ কলকাতা এবং তিরুবনন্তপুরমে যথাক্রমে ১২ এবং ১৫ জানুয়ারি। ছবি: রাজীব বসু

রবিবার থেকেই শুরু হয়ে গিয়েছে টিকিট বিক্রি। এই টিকিট মূল্যে মোট তিনটে ভাগ রয়েছে। ১,৫০০ টাকা, ১,০০০ টাকা এবং ৬৫০ টাকা। ছবি: রাজীব বসু

অনলাইনেও বুক মাই শো- থেকে পাওয়া যাচ্ছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচের টিকিট। তবে সে ক্ষেত্রে ইডেনে গিয়ে এই টিকিট রিডিম করতে হবে। ছবি: রাজীব বসু

অফলাইনে বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ইডেন গার্ডেন্স স্টেডিয়ামের ৪ নম্বর গেট থেকে জনসাধারণের জন্য টিকিট বিক্রি হচ্ছে। ম্যাচের আগের দিন, বুধবার পর্যন্ত এখানে টিকিট পাওয়া যাবে। ছবি: রাজীব বসু
