Homeখবরকলকাতা৪২ দিনের কর্মবিরতি তুলে নিলেন জুনিয়র ডাক্তারেরা, তবে আন্দোলন চলবে

৪২ দিনের কর্মবিরতি তুলে নিলেন জুনিয়র ডাক্তারেরা, তবে আন্দোলন চলবে

প্রকাশিত

৪২ দিন পর অবশেষে কর্মবিরতি তুলে নিলেন রাজ্যের জুনিয়র ডাক্তারেরা। বৃহস্পতিবার অনুষ্ঠিত জেনারেল বডির বৈঠকের পরে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে আন্দোলনরত চিকিৎসকদের পক্ষ থেকে।

গত ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজের মহিলা চিকিৎসকের রহস্যজনক মৃত্যুর পরই তাঁরা কর্মবিরতি পালন শুরু করেন। এর পর থেকে হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়। ন’দিন ধরে সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারেরা তাঁদের দাবিতে ধর্না দিয়ে আসছিলেন। সেই ধর্নাও শুক্রবার থেকে উঠে যাবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বিকেল ৩টে নাগাদ ধর্নামঞ্চ থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত জুনিয়র ডাক্তারদের একটি মিছিল হবে। তার মাধ্যমেই অবস্থান তুলে নেওয়া হবে। শনিবার থেকে বিভিন্ন হাসপাতালে জরুরি পরিষেবায় যোগ দেবেন আন্দোলনকারীরা।

কর্মবিরতি উঠলেও আংশিক ভাবে তা জারি থাকবে বলে জানিয়েছেন, জুনিয়র ডাক্তাররা। অতিপ্রয়োজনীয় জায়গাগুলিতেই কাজে যোগ দেবেন বলে জিবি মিটিং-এর পর জানিয়েছেন তাঁরা।

গত কয়েক সপ্তাহ ধরে রাজ্য সরকার ও জুনিয়র চিকিৎসকদের মধ্যে আলোচনার বিভিন্ন পর্যায় চলেছে। প্রথমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁদের বৈঠক হয়, যেখানে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দাবি পূরণের কোনো সুস্পষ্ট অগ্রগতি হয়নি। এরপর, বুধবার মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে নবান্নে বৈঠক করেন আন্দোলনরত চিকিৎসকেরা। যদিও সেই বৈঠক থেকে বেরিয়ে তাঁরা প্রকাশ্যে জানান যে, বৈঠকের ফলাফল তাঁদের কাছে হতাশাজনক। মুখ্যসচিবের সঙ্গে আলোচনার পরও তাঁরা দাবি করেছিলেন যে বৈঠকের কার্যবিবরণীতে কোনো স্বাক্ষর করেননি তিনি।

কিন্তু এরপর বৃহস্পতিবার একটি নতুন মোড় নেয় পরিস্থিতি। স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগমকে চিঠি পাঠান মুখ্যসচিব মনোজ পন্থ। চিঠিতে রাজ্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, হাসপাতালগুলির পরিকাঠামোগত উন্নয়ন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা বৃদ্ধির ব্যবস্থা, এবং চিকিৎসা পরিষেবায় আধুনিক প্রযুক্তির প্রবর্তন। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে, রাজ্য সরকার দ্রুত এই পদক্ষেপগুলিকে বাস্তবায়িত করবে।

চিকিৎসকেরা জানিয়েছেন যে, তাঁদের প্রধান পাঁচটি দাবি ছিল— হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, চিকিৎসাকর্মীদের ওপর আক্রমণ প্রতিরোধ করা, কর্মপরিসরের পরিবেশ উন্নত করা, মহিলা চিকিৎসকদের জন্য আরও সুরক্ষা প্রদান করা, এবং আরজি করের মহিলা চিকিৎসকের ধর্ষণ ও হত্যার দ্রুত ও সুষ্ঠু তদন্তের দাবি।

তাঁরা আরও জানান, মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবের আশ্বাসের ভিত্তিতে আপাতত কর্মবিরতি প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু আন্দোলন এখানেই থেমে যাবে না। তাঁদের দাবি পূরণ না হলে তাঁরা আবারও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

এই কর্মবিরতির ফলে রাজ্যের বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠানে পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছিল। রোগীদের অসুবিধার কথা মাথায় রেখে সরকার ও চিকিৎসকদের মধ্যে বারবার আলোচনা হলেও, সমাধান মিলছিল না। তবে রাজ্য সরকারের সাম্প্রতিক পদক্ষেপগুলি কিছুটা হলেও চিকিৎসকদের মনোবল ফিরিয়েছে। তাঁরা জানিয়েছেন, আপাতত রোগীদের কথা বিবেচনা করেই তাঁরা কাজে ফিরছেন।

অন্যদিকে, রাজ্য সরকারও জানিয়েছে যে, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা এবং চিকিৎসাকর্মীদের সুরক্ষা বৃদ্ধির জন্য একটি নতুন নীতি প্রণয়ন করা হচ্ছে। এই নীতি কার্যকর হলে ভবিষ্যতে চিকিৎসাকর্মীদের উপর হামলা বা হুমকির ঘটনা রোধ করা সম্ভব হবে বলে আশাবাদী রাজ্য প্রশাসন।

এদিকে সাধারণ মানুষও চাইছে, হাসপাতালগুলিতে পরিষেবা দ্রুত স্বাভাবিক হোক। গত ৪২ দিনে অনেক জরুরি পরিষেবা বন্ধ থাকার কারণে অসংখ্য রোগী সমস্যায় পড়েছেন। জুনিয়র ডাক্তারেরা কাজে ফিরলেও, তাঁদের চলমান আন্দোলনের কারণে পরিস্থিতি আবারও উত্তপ্ত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ,ডাক্তাররা জানিয়ে দিয়েছেন, দাবি সম্পূর্ণ ভাবে না মিটলে তাঁরা আবার কর্মবিরতিতে যাবেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

আরও পড়ুন

পুর নিয়োগ দুর্নীতিতে তল্লাশি অভিযান, মন্ত্রী সুজিতের দফতর-সহ কলকাতায় ১৩ জায়গা থেকে ৪৫ লক্ষ টাকা উদ্ধার, দাবি ইডির

পুরসভা নিয়োগ দুর্নীতির তদন্তে কলকাতা ও আশপাশে ১৩ জায়গায় তল্লাশি চালালো ইডি। বাজেয়াপ্ত নগদ ৪৫ লক্ষ টাকা ও নথিপত্র, যার ব্যাখ্যা পাওয়া যায়নি। দমকলমন্ত্রী সুজিত বসুর দফতর ও সংস্থাতেও তল্লাশি চালানো হয়েছে।

কলকাতা দুর্গাপূজা কার্নিভাল ২০২৫: নৃত্য-সংগীত সহযোগে প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলল বর্ণাঢ্য শোভাযাত্রা

কলকাতা: শুরু হয়েছিল ২০১৬-তে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। মাঝে এক বছর বাদ ছিল...

অপরাধপ্রবণতা বাড়ছে নাবালকদের মধ্যে! এক বছরে ৯ থেকে ১১৫ — চমকে দিল কলকাতার পরিসংখ্যান

এনসিআরবি ২০২৩ রিপোর্টে উদ্বেগজনক চিত্র— শিশুদের বিরুদ্ধে অপরাধ কমলেও, অপরাধে যুক্ত হচ্ছে আরও বেশি নাবালক। এক বছরে ৯ থেকে বেড়ে ১১৫ জন নাবালক অভিযুক্ত হয়েছেন কলকাতায়।