Homeখবরকলকাতা‘কালিন্দী নাট্যসৃজন’-এর ২৪তম জন্মদিন উপলক্ষ্যে মঞ্চস্থ হল যুগোপযোগী নাটক ‘বহমান’

‘কালিন্দী নাট্যসৃজন’-এর ২৪তম জন্মদিন উপলক্ষ্যে মঞ্চস্থ হল যুগোপযোগী নাটক ‘বহমান’

প্রকাশিত

অজন্তা চৌধুরী

২৩ বছর পেরিয়ে ২৪-এ পা দিল কালিন্দী নাট্যসৃজন। নাট্যসংস্থার ২৪তম জন্মদিন উপলক্ষ্যে সম্প্রতি অ্যাকাডেমিতে অভিনীত হল তাদের নবতম প্রযোজনা ‘বহমান’। নাটক রচয়িতা সৌমেন পাল। নির্দেশনায় বিল্বদল চট্টোপাধ্যায়। ‘পশ্চিমবঙ্গ নাট্য আকাডেমী’র আর্থিক সহায়তায় ‘বহমান’ মঞ্চস্থ হয়।  

মহাকাব্যের উপেক্ষিত এক অধ্যায়ের মঞ্চায়ন হল এই নাটকে। আপাতদৃষ্টিতে মহাকাব্যের গৌণ চরিত্র সত্যবতীকে এই নাটকে দেখা যায় মুখ্য ভূমিকায়। এই ‘বহমান’ নাটকে মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের মূল কারণ অনুসন্ধান করা হয়। সত্যবতীর কপটতা, ধূর্ততায় ভ্রাতৃহত্যার ক্ষেত্র তৈরি হয় নাটকে। শেষ পর্যন্ত ব্যর্থ হলেও নিজের উদ্দেশ্য পূরণে সত্যবতী নানান কৌশল ও নির্মম পন্থা অবলম্বন করেছিলেন। মহাভারতের এই কাহিনিকেই বর্তমান সময়োপযোগী করে উপস্থাপন করল কালিন্দী নাট্যসৃজন। এখানেই সফল নির্দেশক।

নাটকের একটি মুহূর্ত।

বিল্বদল চট্টোপাধ্যায়ের কথায়, “ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেখে মনে হয়, রাজনৈতিক নেতারা আইন মেনে চলার ব্যাপারে খুবই অনাগ্রাহী। মহাভারতের সত্যবতীও কখনও সমাজের নিয়ম মেনে চলতেন না। তাঁর ধ্যানজ্ঞান ছিল সিংহাসন। তিনি নানান কৌশলের দ্বারা ক্ষমতা ভোগ করার চেষ্টা করেছিলেন। তিনি আর্য রাজবংশকে শাসন করার জন্য সব কিছু করেছিলেন।”

বিল্বদলবাবুর মতে, বর্তমানকালের রাজনৈতিক নেতাদের আচরণ নতুন কিছু নয়। মহাভারতের সময়েও রাজনৈতিক নেতাদের এই আচরণ সাধারণ মানুষ দেখেছে। এই ভাবনাই তাঁকে ‘বহমান’ মঞ্চায়নে অনুপ্রেরণা দিয়েছে।

‘বহমান’-এর আর-এক দৃশ্যে।

এই নাটকে দুই বয়সের সত্যবতীকে আমরা দেখি। ছোটো সত্যবতী চরিত্রে অভিনয় করেন আম্রপালী মিত্র এবং বড়ো সত্যবতী চরিত্রে মীনাক্ষী মুখার্জি। দু’জনের অভিনয়ই দর্শকদের মন ছুঁয়ে যায়।

এ ছাড়াও দাশরাজ চরিত্রে বিল্বদল চট্টোপাধ্যায়, ভীষ্ম চরিত্রে অরূপ দত্ত, ব্যাসদেব চরিত্রে রণদীপ নন্দী, দূর্যোধনের ভূমিকায় প্রতাপ মণ্ডল, অম্বিকার ভূমিকায় জুঁই বাগচী, কুন্তীর চরিত্রে শর্মিষ্ঠা বোসের অভিনয় ছিল বেশ সাবলীল। এ ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেন অচিন্ত্যকুমার মজুমদার, অরিন্দম বন্দ্যোপাধ্যায়, সুমন চক্রবর্তী প্রমুখ। মুরারী রায়চৌধুরীর আবহ এ নাটকে যোগ্য সংগত করেছে।

আরও পড়ুন

মন ছুঁয়ে গেল চণ্ডীতলা প্রম্পটার-এর নাটক ‘মুক্তিসূর্য ক্ষুদিরাম’

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

প্রদীপ সাংওয়ানের চন্দ্রতাল সাফাই অভিযান, ১৪,০০০ ফুট উচ্চতায় উদ্ধার ১৫৯ কেজি মদের বোতল

চন্দ্রতাল হ্রদের সৌন্দর্য নষ্ট করছে মদের বোতল ও প্লাস্টিক বর্জ্য। ১৪,১০০ ফুট উচ্চতায় হিলিং হিমালয়াস দলের অভিযান, উদ্ধার ১৫৯ কেজি বর্জ্য। প্রদীপ সাংওয়ান বললেন, এটি শুধু নোংরামি নয়, এক গভীর সংকট।

অন্তঃসত্ত্বা সোনালি বিবিকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত খারিজ করল হাই কোর্ট, ৪ সপ্তাহে দেশে ফেরানোর নির্দেশ

বাংলাদেশি বলে দাবি করে অন্তঃসত্ত্বা সোনালি বিবিকে স্বামী ও পুত্র-সহ বাংলাদেশে পাঠিয়েছিল দিল্লি পুলিশ। কলকাতা হাই কোর্ট সেই সিদ্ধান্ত খারিজ করে ৪ সপ্তাহের মধ্যে দেশে ফেরানোর নির্দেশ দিল। কেন্দ্রের স্থগিতের আবেদনও খারিজ।

লন্ডনের দুর্গোৎসবে মহানায়ক উত্তম কুমার! শতবর্ষে ‘ওয়াল অফ ফেম’-এ সেজে উঠছে ইউরোপের বৃহত্তম পুজো

শতবর্ষে মহানায়ক উত্তম কুমারকে শ্রদ্ধা জানাতে লন্ডনের দুর্গোৎসবে বিশেষ আয়োজন। বেঙ্গল হেরিটেজ ফাউন্ডেশনের উদ্যোগে সাজছে ‘ওয়াল অফ ফেম’, থাকবে চন্দননগরের আলোকসজ্জা, কলকাতার স্ট্রিট ফুড ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

লাদাখে অশান্তির জের, জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার সমাজকর্মী সোনম ওয়াংচুক

লাদাখে অশান্তি এবং প্রাণহানির ঘটনার তিন দিনের মাথায় গ্রেফতার হলেন বিশিষ্ট সমাজকর্মী, প্রকৌশলী ও...

আরও পড়ুন

পুজোর মুখে সুখবর, সস্তা হচ্ছে কলকাতা মেট্রোর স্মার্ট কার্ড, বৈধতা বাড়ল ১০ বছর

পুজোর আগে বড় ঘোষণা কলকাতা মেট্রোর। সস্তা হচ্ছে স্মার্ট কার্ড, বৈধতা এক বছরের বদলে হবে ১০ বছর। জেনে নিন নতুন নিয়ম।

কলকাতার দুর্গাপুজোয় অনন্য উদ্যোগ, বাচ্চাদের জন্য ‘আল্টিমা বাহন’ নিয়ে এল এভারেডি

বড় বাজেটের ঝলমলে পুজোর মাঝেও অনন্য উদ্যোগ। কলকাতার এক স্কুলের বাচ্চাদের দুর্গাপুজোয় এভারেডির তৈরি ব্যাটারিচালিত ‘আল্টিমা বাহন’।

রাতভর রেকর্ড বৃষ্টিতে অচল কলকাতা! ৭ জনের মৃত্যু, জলমগ্ন হাসপাতাল থেকে রেললাইন, কী বলছে হাওয়া অফিস?

রাতভর টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা। বহু এলাকা জলমগ্ন, রেল-রাস্তায় পরিষেবা ব্যাহত। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৭ জনের। পুজোর আগে আশঙ্কা আরও বাড়ল।