Homeখবরকলকাতাপ্রথম বিধবা বিবাহ’-এর স্মৃতিবাড়িকে হেরিটেজ ঘোষণায় বিরতি, মধুসূদনের বাড়ি বিতর্কে সতর্ক কলকাতা...

প্রথম বিধবা বিবাহ’-এর স্মৃতিবাড়িকে হেরিটেজ ঘোষণায় বিরতি, মধুসূদনের বাড়ি বিতর্কে সতর্ক কলকাতা পুরসভা

প্রকাশিত

মাইকেল মধুসূদন দত্তের বাড়ি ঘিরে হেরিটেজ স্বীকৃতি সংক্রান্ত আইনি জটিলতার রেশ এবার পড়ল আরও একটি ঐতিহাসিক ঠিকানায়। উত্তর কলকাতার কৈলাস বোস স্ট্রিটে অবস্থিত যে বাড়িটিকে দেশের ‘প্রথম বিধবা বিবাহ’-এর সাক্ষী বলে মনে করা হয়, সেই বাড়িকে আপাতত হেরিটেজ তকমা দিতে থেমে গেল কলকাতা পুরসভা (KMC)।

পুরসভার হেরিটেজ দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, “২০বি কার্ল মার্কস সরণিতে মধুসূদনের বাড়িকে হেরিটেজ ঘোষণার বিরুদ্ধে আমরা হাই কোর্টে হেরেছি। নথিপত্র না থাকায় বিচারপতি সেই বাড়িকে তালিকা থেকে বাদ দিতে বলেছেন। এর পরে, ৪৮এ কৈলাস বোস স্ট্রিটের বাড়িটিকে হেরিটেজ ঘোষণা করার প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে। প্রাসঙ্গিক প্রমাণ পেলে আবার উদ্যোগ নেওয়া হবে।”

ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ১৮৫৬ সালের ৭ ডিসেম্বর, ব্যাঙ্কুরার পালসডাঙ্গার ব্রাহ্মণন্দ মুখোপাধ্যায়ের কন্যা কালিমতী দেবীর (যিনি ১০ বছর বয়সেই বিধবা হন) বিয়ে হয় সংস্কৃত কলেজের ছাত্র শ্রীশচন্দ্র বিদ্যারত্নের সঙ্গে। এই বিয়েতে সক্রিয় ভূমিকা নেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি নিজের অর্থ থেকে ১০,০০০ টাকা ব্যয় করেন। এই বিয়ে হয় রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, যার তৎকালীন ঠিকানা ছিল ১২ সুকিয়া স্ট্রিট, বর্তমান ৪৮এ কৈলাস বোস স্ট্রিট।

১৮৮৫ সালে মহেন্দ্রনাথ রায়, অখয়কুমার দত্তের জীবনীতে এই বিয়ের প্রসঙ্গ উল্লেখ করেন। তিনি লেখেন, “৭ই ডিসেম্বর, ১৮৫৬ সালে সুকিয়া স্ট্রিটের রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দেশের প্রথম বিধবা বিবাহ সম্পন্ন হয়।”

তবে এই বাড়ি বর্তমানে একটি ব্যক্তিগত মালিকানাধীন সম্পত্তি। পুরসভার ইন্টিগ্রেটেড বিল্ডিং রেজিস্টার অনুযায়ী, ২০২৪ সালে সৌমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নাম বর্তমান মালিক হিসেবে আপডেট করা হয়, যদিও স্থানীয় সূত্রে জানা গেছে, এই পরিবার এখন কলকাতার বাইরে বসবাস করেন।

পুরসভার মেয়র-ইন-কাউন্সিল (হেরিটেজ) স্বপন সমাদ্দার জানান, “দুই বছর আগে আমি এই বাড়িটিকে হেরিটেজ ঘোষণার প্রস্তাব দিয়েছিলাম। তবে মধুসূদনের বাড়ি সংক্রান্ত মামলায় হেরিটেজ স্বীকৃতি খারিজ হওয়ার পরে এখন আমরা আরও নিশ্চিত প্রমাণ খুঁজছি। এটি বেসরকারি সম্পত্তি, তাই আমাদের আরও সতর্ক হতে হচ্ছে।”

মধুসূদনের বাড়ি প্রসঙ্গে তিনি বলেন, “আমরা হাই কোর্টে নতুনভাবে আবেদন করব, যাতে ঐতিহাসিক এই ভবন ভেঙে না ফেলা হয়।”

আরও পড়ুন: বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত রাস্তায় মেরামতির কাজে নামল পুরসভা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

আরও পড়ুন

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

আলিপুর চিড়িয়াখানায় ২৪ ঘণ্টায় দুই বাঘিনীর মৃত্যু, তদন্তে নামল সেন্ট্রাল জু কমিটি

আলিপুর চিড়িয়াখানায় ২৪ ঘণ্টায় দুই বাঘিনীর মৃত্যু, তদন্তে নামল সেন্ট্রাল জ়ু কমিটি