Homeখবরকলকাতাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত রাস্তায় মেরামতির কাজে নামল পুরসভা

বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত রাস্তায় মেরামতির কাজে নামল পুরসভা

প্রকাশিত

গত সপ্তাহের টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলিতে সোমবার থেকে মেরামতির কাজ শুরু করল কলকাতা পুরসভা (KMC)। এক পুরসভার আধিকারিক জানিয়েছেন, মেরামতির ফোকাস মূলত সেই সমস্ত রাস্তার উপর যেগুলি নীচের ইউটিলিটি সার্ভিস মেরামতির জন্য খোঁড়া হয়েছিল বা জল জমে গর্ত তৈরি হয়েছে। বাইপাসের কিছু অংশও এই তালিকায় রয়েছে।

প্রাথমিক পর্যায়ে মেরামতির কাজ শুরু হয়েছে সাউদার্ন অ্যাভিনিউয়ের সেইসব অংশে, যা পানীয় জলের প্রকল্পের কারণে খোঁড়া হয়েছিল। এছাড়াও মেরামতের তালিকায় রয়েছে বেহালার এমজি রোডের কিছু অংশ, হাইল্যান্ড পার্কের কাছে একাধিক রাস্তা, উত্তর ও মধ্য কলকাতার বেশ কয়েকটি রাস্তাও।
আরও যে সব রাস্তা মেরামতির আওতায় আসছে সেগুলির মধ্যে রয়েছে—বেলেঘাটা মেন রোড, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, বিডন স্ট্রিট, রবীন্দ্র সরণি, এমজি রোড সহ অন্যান্য এলাকা।

তবে বড় সমস্যা তৈরি হয়েছে কলকাতা পোর্ট অঞ্চলের রাস্তা নিয়ে। সেখানে রাস্তার অবস্থা বেহাল হলেও মেরামতির কাজ এখনও শুরু হয়নি। পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, “আমরা জানি ওখানে রাস্তার অবস্থা খুব খারাপ। কিন্তু কলকাতা পোর্ট ট্রাস্ট (KoPT) এবং পুরসভার মধ্যে এই দায়িত্ব কার, তা এখনও ঠিক হয়নি। পোর্ট যদি নিজে মেরামতি না করে, তাহলে যেন আমাদের অর্থ দেয়।”

একইরকম পরিস্থিতি বেহালার কিছু রাস্তার ক্ষেত্রেও। বেহালার যে সব রাস্তা খোঁড়া রয়েছে ড্রেনেজ প্রকল্পের (KEIIP) কারণে, সেগুলি এখনই মেরামতের আওতায় আসছে না। বাসিন্দারা বহুদিন ধরে এই রাস্তার দুরবস্থা নিয়ে অভিযোগ করছেন। কিন্তু KMC-এর বক্তব্য, “KEIIP-এর কাজ শেষ না হওয়া পর্যন্ত এই রাস্তার মেরামতির প্রতিশ্রুতি দেওয়া সম্ভব নয়।”

বেহালার যে সমস্ত রাস্তা এখনও ভয়াবহ অবস্থায় রয়েছে, তার মধ্যে রয়েছে—মতিলাল গুপ্তা রোড, এমজি রোড, কালিপদ মুখার্জি রোড, বিরেন রায় রোড (পশ্চিম) এবং ডায়মন্ড হারবার রোডের কিছু অংশ।

এক পুরসভা আধিকারিক আরও জানিয়েছেন, ধলাই ব্রিজ, ঢাকুরিয়া ব্রিজ, শিয়ালদহ ব্রিজ এবং অনোয়ার শাহ রোড কানেক্টর ব্রিজেরও অবস্থা শোচনীয়। বর্ষার ধাক্কায় এই ব্রিজগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দ্রুত মেরামতির প্রয়োজন।

আরও পড়ুন: জোকা-মাঝেরহাট মেট্রো রুটে সুখবর, সোমবার থেকে বাড়ছে ট্রেনের সংখ্যা ও বাড়ছে শেষ পরিষেবার সময়

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...

ঘরামি-অনুষ্টুপের লড়াইয়ে রনজি ট্রফির ম্যাচে গুজরাতের বিপক্ষে সুবিধাজনক অবস্থায় বাংলা

কলকাতা: সুদীপ ঘরামির দ্বিতীয় টানা অর্ধশতক ও অনুষ্টুপ মজুমদারের অপরাজিত ধৈর্যশীল ইনিংসের দৌলতে গুজরাতের...

পাকিস্তানি জেনারেলকে ‘বিতর্কিত মানচিত্র’ উপহার দিয়ে ভারতের সঙ্গে সম্পর্কে অস্বস্তি সৃষ্টি করলেন মুহাম্মদ ইউনূস

ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান মুহাম্মদ ইউনূস আবার কূটনৈতিক বিতর্কের কেন্দ্রে। এবার তিনি পাকিস্তানি সেনার...

আরও পড়ুন

মহানগরীতে অন্য ধরনের ভাইফোঁটা: প্রখ্যাত আলোকচিত্রী ক্যামেরায়

খবর অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার ছিল ভাইফোঁটা। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘায়ু কামনা করলেন...

শতবর্ষে স্মরণ অভিনেতা সন্তোষ দত্তকে, কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রদর্শনী

‘জটায়ু’-খ্যাত অভিনেতা সন্তোষ দত্তের জন্মশতবর্ষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজিত হচ্ছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। নাতি পি রাজ জানিয়েছেন, প্রয়োজনে তিনি বিরল ছবি ও স্মারক সামগ্রী উৎসব আয়োজকদের সঙ্গে ভাগ করবেন।

সাইবার জালিয়াতিতে কোটি টাকার ক্ষতি! দেশে শীর্ষে কলকাতা, এক বছরে রেকর্ড ৫৬৪ মামলা

এনসিআরবি-র রিপোর্টে চমক! ২০২৩ সালে কলকাতায় ১ কোটি টাকার বেশি ক্ষতির ৫৬৪টি আর্থিক জালিয়াতির মামলা। দেশের অন্য সব শহরকে পিছনে ফেলেছে লালবাজার।