Homeখবরকলকাতাবহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

প্রকাশিত

অ্যাপার্টমেন্ট বা বহুতল আবাসনে নতুন করে কোনও নির্মাণ করতে হলে সব ফ্ল্যাটমালিকের সম্মতি প্রয়োজন। শুক্রবার সাপ্তাহিক ফোন-ইন অনুষ্ঠান ‘টক টু মেয়র’-এ এক অভিযোগের জবাবে এই নিয়ম স্পষ্ট করে দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

উত্তর কলকাতার বাগমারির সতকারি মিত্র লেনের এক বাসিন্দা মেয়রের কাছে অভিযোগ জানান। জবাবে হাকিম বলেন, “ফ্ল্যাট হস্তান্তর হয়ে গেলে এবং রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে প্রত্যেক ফ্ল্যাটমালিক ওই সম্পত্তির সহ-মালিক হয়ে যান। এর পরে কোনও নতুন নির্মাণ করতে হলে প্রত্যেক সহ-মালিকের নো-অবজেকশন সার্টিফিকেট (NOC) লাগবে।”

তিনি আরও ব্যাখ্যা করেন, “বিল্ডারের কাছে যদি অব্যবহৃত ফ্লোর এরিয়া রেশিও (FAR) থাকে এবং তিনি অতিরিক্ত নির্মাণ করতে চান, তবে ফ্ল্যাটমালিকদের লিখিত সম্মতি ছাড়া তা সম্ভব নয়।”

কী এই FAR?

FAR বা ফ্লোর এরিয়া রেশিও হল এমন একটি নিয়ন্ত্রক নীতি, যা জমির আয়তন, লাগোয়া রাস্তাঘাটের প্রস্থ ও অন্যান্য নিয়ম মেনে কতটা নির্মাণ করা যাবে তা নির্ধারণ করে। অনেক সময় বিল্ডাররা প্রথম নির্মাণের সময় কিছু FAR জমা রাখেন, ভবিষ্যতে ব্যবহার করার উদ্দেশ্যে। কিন্তু একবার ফ্ল্যাট হস্তান্তর ও রেজিস্ট্রেশন হয়ে গেলে তা একতরফাভাবে ব্যবহার করা যায় না।

রেজিস্ট্রেশন ও মিউটেশনের গুরুত্ব

কলকাতা পুরসভার এক আধিকারিক জানান, “রেজিস্ট্রেশন মালিকানার প্রমাণ হলেও, মিউটেশনের মাধ্যমে ফ্ল্যাটমালিকের নাম পুরসভার রেকর্ডে অন্তর্ভুক্ত হয়। বিরোধের সময়ে এটি ফ্ল্যাটমালিকের স্বার্থরক্ষা করে।”

স্থপতিরা ব্যাখ্যা করেন, প্রত্যেক রেজিস্টার্ড ফ্ল্যাটমালিকের জমিতে সমান অংশীদারিত্ব থাকে। রেজিস্ট্রেশন ও মিউটেশন হয়ে গেলে বিল্ডার বা আগের জমির মালিক একক মালিকানা হারান। তাই নতুন নির্মাণের জন্য সব সহ-মালিকের কাছ থেকে পওয়ার অব অ্যাটর্নি নিয়ে পুরসভায় নতুন প্ল্যান জমা দিতে হয়।

সব মিলিয়ে, পুরসভার নিয়ম অনুযায়ী, কোনও বহুতল আবাসনে ফ্ল্যাট হস্তান্তর ও রেজিস্ট্রেশনের পরে নতুন নির্মাণ একতরফাভাবে সম্ভব নয়—সবার লিখিত সম্মতি বাধ্যতামূলক।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরে আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কয়েক জেলায় সতর্কতা জারি।

ভারতে এল এআই ফিচার সহ স্যামসাঙের Galaxy Tab S10, দাম কত থেকে শুরু?

স্যামসাঙ লঞ্চ করল নতুন Galaxy Tab S10 Lite। 6GB/8GB RAM, বড়ো ডিসপ্লে, 8,000mAh ব্যাটারি, S Pen ও AI ফিচার সহ মিলবে এই ট্যাবলেট। দাম ২০-২২ হাজার টাকার মধ্যে।

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

আরও পড়ুন

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।