ইস্ট–ওয়েস্ট মেট্রো পরিষেবা চালুর পর থেকেই কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রুটে যাত্রী সংখ্যা কমছে। বিশেষত হাওড়া–সেক্টর ফাইভ এবং নিউ গড়িয়া–বেলেঘাটা রুটে যাত্রী কমার প্রভাব স্পষ্ট। এ অবস্থায় বড় পদক্ষেপের ইঙ্গিত দিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
বুধবার সাংবাদিক বৈঠকে তিনি জানান, “আমরা পরিস্থিতি খতিয়ে দেখছি। যেখানে পর্যাপ্তের বেশি বাস রয়েছে, সেখানে কিছু রুট থেকে বাস সরানো হবে। সেই বাস অন্য জায়গায় চাহিদা অনুযায়ী চালানো হবে।”
পরিবহণ দফতরের হিসাব অনুযায়ী, হাওড়া–সাঁতরাগাছি থেকে সেক্টর ফাইভ, হাওড়া–উল্টোডাঙা এবং হাওড়া–সিয়ালদহ রুটে যাত্রী সংখ্যা ২০–৩০ শতাংশ কমেছে। একাধিক বেসরকারি বাস মালিকও হঠাৎ যাত্রী হ্রাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
তবে Joint Council of Bus Syndicate-এর সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই প্রবণতা সাময়িক। মেট্রো চালুর উন্মাদনা কাটলে যাত্রীরা আবার আগের মতো ফিরবেন বলেই আশা করছেন তিনি।
ফিডার পরিষেবা চালুর প্রসঙ্গেও ইঙ্গিত দিয়েছেন পরিবহণমন্ত্রী। তিনি বলেন, “অটো ও বাসকে ফিডার সার্ভিস হিসেবে মেট্রোর সঙ্গে যুক্ত করার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। জনস্বার্থে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”
উৎসবের মরসুমে যাত্রী চাপ সামলাতে এদিনই মন্ত্রী বিশেষ বাস পরিষেবারও ঘোষণা করেন।