মহালয়ার সকালেই শুটআউট কাণ্ডে চাঞ্চল্য ছড়াল কলকাতায়। রবিবার দুপুরের পর চারু মার্কেট এলাকার দেশপ্রাণ শাসমল রোডের ধারে একটি জিমে ঢুকে পরপর দু’বার গুলি চালায় দুষ্কৃতীরা। সৌভাগ্যবশত কেউ আহত হননি। প্রাথমিক অনুমান, জিমের মালিককেই লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল, তবে লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি বেঁচে যান।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, রেনকোট ও হেলমেট পরে বাইকে চড়ে দু’জন দুষ্কৃতী জিমে ঢোকে। জিমে প্রবেশ করেই মালিকের খোঁজ করতে থাকে তারা। এক কর্মচারীর সঙ্গে কথা বলার সময় হঠাৎই গুলি চালায়। এরপরেই দ্রুত পালিয়ে যায় তারা। ঘটনাস্থল থেকে দু’টি গুলির খোল উদ্ধার করেছে পুলিশ।
খবর পেয়ে চারু মার্কেট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ জানিয়েছে, এই ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। দুষ্কৃতীদের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ চলছে। পাশাপাশি জিমের ভিতরে এবং বাইরের রাস্তার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। সূত্র ধরে দুষ্কৃতীদের শীঘ্রই গ্রেপ্তার করা যাবে বলে পুলিশের আশা।
আরও পড়ুন: গঙ্গার ঘাটে ঘাটে চলছে তর্পণ, কাল দেবীপক্ষের সূচনা, আসছেন মা দুর্গা
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us