Homeখবরকলকাতাআরজি কর আন্দোলনে শামিল কফি হাউসও, প্রতিটি টেবিলে জ্বলল মোমবাতি, উঠল স্লোগান,...

আরজি কর আন্দোলনে শামিল কফি হাউসও, প্রতিটি টেবিলে জ্বলল মোমবাতি, উঠল স্লোগান, গাওয়া হল গান

প্রকাশিত

কলকাতা: আরজি কর হাসপাতালে ট্রেনি ডাক্তারের ধর্ষণ ও খুনের ঘটনায় গোটা রাজ্য জুড়ে যে আন্দোলন চলছে, তা ছুঁয়ে গেল কলেজ স্ট্রিটের কফি হাউসকেও। সেখানে জ্বলল প্রতিবাদের মোমবাতি।

সোমবার আরজি কর কাণ্ডের এক মাস পেরিয়ে গেল। এই ঘটনার বিচার চেয়ে লাগাতার আন্দোলন চলছে। সুপ্রিম কোর্টে মামলা উঠেছে, শুনানিও শুরু হয়েছে। কিন্তু আন্দোলনের তীব্রতা কমেনি, বরং তা উত্তরোত্তর বাড়ছে। এবার এই আন্দোলনের আঁচ পৌঁছে গেল কলকাতার ঐতিহ্য কলেজ স্ট্রিট কফি হাউসে। মোমবাতির আলো, স্লোগানের গর্জনে ভরে গেল গোটা বাড়ি। 

protest coffee 10.09

কফি হাউসে মোমবাতি প্রজ্জ্বলন। ছবি: রাজীব বসু।

কফি হাউস ফের জানিয়ে দিল, কফি হাউস আছে কফি হাউসেই। বহু আন্দোলনের আঁতুড়ঘর এই কফি হাউস।  আরজি কর আন্দোলনে সহমর্মিতা প্রকাশ করে সোমবার সন্ধ্যা ৬টায় কফি হাউসের সব আলো নিভিয়ে দেওয়া হয়। প্রতিটি টেবিলে জ্বলে ওঠে মোমবাতি। আরজি কর কাণ্ডের বিচার চেয়ে স্লোগান ওঠে। গাওয়া হয় প্রতিবাদের গান। গাওয়া হয় জাতীয় সংগীত। উঠে দাঁড়ালেন সকলে। এদিনের এই প্রতিবাদ ছিল একেবারেই অরাজনৈতিক। কফি হাউসে সেই সময়ে উপস্থিত সকলেই শামিল হল এই প্রতিবাদ কর্মসূচিতে।

protest shyambazar 10.09

সন্ধ্যায় শ্যামবাজারে মানববন্ধন। ছবি: রাজীব বসু।

ইতিমধ্যে কলকাতা শহরের বহু জায়গায় সোমবার মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ধর্মতলা, শ্যামবাজার-সহ বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ স্বতঃপ্রণোদিত হয়ে মানববন্ধন করেন।

protest maidan 10.09

আবার পথে তিন প্রধানের সমর্থকেরা। ছবি: রাজীব বসু।

আরজি করে নির্যাতিতার বিচারের দাবিতে সোমবার আবার পথে নামলেন কলকাতা ময়দানের তিন প্রধানের সমর্থকেরা। সোমবার সন্ধ্যায় তাঁরা পা মেলান। ক্রীড়াপ্রেমী থেকে আইনজীবী, অভিনেতা থেকে জুনিয়র ডাক্তারেরাও এই মিছিলে যোগ দেন।     

protest cpm 10.09

সিপিএমের লালবাজার অভিযান। ছবি: রাজীব বসু।

সিপিএমের লালবাজার অভিযান

আরজি কর কাণ্ডের পরিপ্রেক্ষিতে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে সোমবার লালবাজার অভিযানে নামে বামেরা। সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে মিছিল এগিয়ে যায়। কিন্তু লালবাজারের অনেক আগেই বেন্টিঙ্ক স্ট্রিটের মুখে মিছিল আটকে দেয় পুলিশ। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানান, লালবাজার অভিযানে গ্রেফতার হন বামেদের ১৪ জন কর্মী-সমর্থক। প্রতিবাদস্বরূপ রাস্তায় বসে পড়েন মিছিলকারীরা। বেন্টিঙ্ক স্ট্রিটে ব্যারিকেডের সামনেই চলে অবস্থান। পরে ধৃতদের ছেড়ে দেওয়া হয়।

ইতিমধ্যে পুলিশ কমিশনারের অপসারণের জন্য আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যকে সময়সীমা দিল সিপিএম। দলের তরফে মহম্মদ সেলিম ঘোষণা করেন, ১৩ সেপ্টেম্বরের মধ্যে সিপিকে সরানো না হলে ১৪ তারিখ থেকে লালবাজার ঘেরাও করে তাঁরা রাতভর ধর্নায় বসবেন।

আরও পড়ুন

‘পুজোয় ফিরে আসুন’ মমতার আহ্বান, তীব্র সমালোচনায় সরব আন্দোলনকারী থেকে বিরোধীরা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।