আর মাত্র দিন তিনেক পরেবই কালীপুজো এবং দীপাবলি। দুর্গাপুজোর পর এই আলোর উৎসব মাততে প্রস্তুত কলকাতাবাসী। কোথায় চলছে কালীমূর্তিতে তুলির শেষ টান দেওয়ার কাজ কোথাও আবার দীপাবলির লাড্ডু তৈরি। শহর ঘুরে সেই সব দৃশ্যই ক্যামেরা বন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

বড়বাজারে তৈরি হচ্ছে দিওয়ালির লাড্ডু।


কুমোরটুলির শিল্পীদের হাতে সেজে উঠছে মায়ের মূর্তি, ডাকিনী যোগিনী

সারা বাংলা আতস বাজি উন্নয়ন সমিতির উদ্যোগে দমকল, পলিউশন কন্ট্রোল,পুলিশ ২০২৫ সালের বাজি মেলার আতস বাজি পরীক্ষা করছেন আধিকারিকরা।

শহরের রাস্তা আলোয় সেজে উঠেছে কালীপুজোর আগে। আতসবাজি জ্বালানো শুরু হয়ে গিয়েছে।