Home খবর কলকাতা ২১ জুলাই শহরের পথে পথে মিছিল, কোন রাস্তায় গন্তব্যে যাবেন?

২১ জুলাই শহরের পথে পথে মিছিল, কোন রাস্তায় গন্তব্যে যাবেন?

২১ জুলাই শহরের শহিদ দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে সকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত একাধিক রাস্তায় যান চলাচলে নিয়ন্ত্রণ জারি করল কলকাতা পুলিশ। দেখে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে এবং মিছিল যাবে কোন পথে।

Bus service

২১ জুলাই শহিদ দিবসের মিছিলকে কেন্দ্র করে কলকাতার পথে পথে কড়া ট্রাফিক নিয়ন্ত্রণ ঘোষণা করল পুলিশ। সকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের মিছিল সোমবার অনুষ্ঠিত হতে চলেছে এসপ্লানেডে। সেই কর্মসূচিকে ঘিরে প্রতিবারের মতোই শহরের বিভিন্ন দিক থেকে মিছিল ঢুকবে ধর্মতলার দিকে। সেই অনুযায়ী আগে থেকেই যান নিয়ন্ত্রণের পরিকল্পনা করল লালবাজার।

যান নিয়ন্ত্রিত থাকবে যেসব রাস্তায় (সকাল ৪টা থেকে রাত ৯টা):

  • অ্যামহার্স্ট স্ট্রিট
  • বিধান সরণি (কেশবচন্দ্র সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড পর্যন্ত)
  • কলেজ স্ট্রিট
  • ব্র্যাবোর্ন রোড
  • স্ট্যান্ড রোড (হেয়ার স্ট্রিট থেকে রাজা উডমন্ট স্ট্রিট পর্যন্ত)
  • বিবি গাঙ্গুলি স্ট্রিট
  • বেন্টিঙ্ক স্ট্রিট
  • নিউ সিআইটি রোড
  • রবীন্দ্র সরণি (বি.কে. পল অ্যাভিনিউ থেকে লালবাজার স্ট্রিট পর্যন্ত)

যে ৯টি স্থান থেকে মূল মিছিল এসপ্লানেডে যাবে:

  1. শ্যামবাজার পাঁচমাথা মোড় থেকে:
    ভূপেন বোস অ্যাভিনিউ — বিধান সরণি — কলেজ স্ট্রিট — নির্মল চন্দ্র স্ট্রিট — গণেশ চন্দ্র অ্যাভিনিউ — চিত্তরঞ্জন অ্যাভিনিউ
  2. হাওড়া ব্রিজ থেকে:
    স্ট্যান্ড রোড — কিংসওয়ে — প্ল্যাসি গেট রোড — রেড রোড — মায়ো রোড — নিউ রোড — জেএল নেহরু রোড — বেন্টিঙ্ক স্ট্রিট
  3. শিয়ালদহ স্টেশন থেকে:
    এজেসি বসু রোড — মৌলালি — এসএন ব্যানার্জি রোড — ডোরিনা ক্রসিং — জেএল নেহরু রোড — বেন্টিঙ্ক স্ট্রিট
  4. হাজরা মোড় থেকে:
    এসপি মুখার্জি রোড — আশুতোষ মুখার্জি রোড — জেএল নেহরু রোড
  5. গিরিশ পার্ক থেকে:
    চিত্তরঞ্জন অ্যাভিনিউ
  6. কলকাতা রেল স্টেশন থেকে:
    রায়চরণ সাধুখাঁ রোড — আরজি কর রোড — শ্যামবাজার — বিধান সরণি — কলেজ স্ট্রিট — নির্মল চন্দ্র স্ট্রিট — গণেশ চন্দ্র অ্যাভিনিউ — চিত্তরঞ্জন অ্যাভিনিউ
    • ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে:
      অকল্যান্ড রোড — স্ট্যান্ড রোড — কিংসওয়ে — প্ল্যাসি গেট রোড — তালতলা গ্রাউন্ডের কাঁচা পথ — রেড রোড — মায়ো রোড — ডোরিনা ক্রসিং — জেএল নেহরু রোড
  7. গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে:
    রাসবিহারী কানেক্টর — হাজরা মোড় — এসপি মুখার্জি রোড — আশুতোষ মুখার্জি রোড — জেএল নেহরু রোড
  8. আজাদ হিন্দ বাগ, হেডুয়া থেকে:
    বিধান সরণি — কলেজ স্ট্রিট — নির্মল চন্দ্র স্ট্রিট — রফি আহমেদ কিদওয়াই রোড — এসএন ব্যানার্জি রোড — ডোরিনা ক্রসিং — জেএল নেহরু রোড

জরুরি পরিষেবা ও সহায়তা:

  • পুলিশ কন্ট্রোল রুম: 033-22143230
  • ট্রাফিক কন্ট্রোল রুম: 033-22143644
  • ডিস্ট্রেস হেল্পলাইন: 100

সাধারণ মানুষকে কলকাতা পুলিশের তরফে অনুরোধ করা হয়েছে, সোমবার জরুরি প্রয়োজনে বিকল্প রুট ব্যবহার করতে এবং পুলিশের নির্দেশিকা মেনে চলতে।

আরও পড়ুন: সকাল ৯টা থেকে ১১ টা মিছিল নয়, ২১ জুলাই শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে কড়া নির্দেশ হাই কোর্টের

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version