প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনের অপেক্ষা করছেন, আর অবসরে পেরিয়ে যাচ্ছেন হলুদ সুরক্ষা রেখা? এবার সাবধান! কলকাতা মেট্রো ঘোষণা করল, ১ জুন থেকে এমন কাজের জন্য দিতে হবে ২৫০ টাকা জরিমানা।
সোমবার মেট্রো রেলওয়ে একটি বিবৃতি জারি করে জানায়, দক্ষিণেশ্বর-নিউ গড়িয়া করিডরের স্টেশনগুলিতে প্ল্যাটফর্মের হলুদ সুরক্ষা রেখা অকারণে পেরোনোকে ‘উপদ্রবমূলক কাজ’ (nuisance activity) হিসাবে চিহ্নিত করা হবে এবং সেই অনুযায়ী জরিমানা আদায় করা হবে।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, “অনেক যাত্রী ট্রেন না থাকলেও বারবার অনুরোধ সত্ত্বেও অকারণে হলুদ রেখা পেরিয়ে যাচ্ছেন। এর ফলে দুর্ঘটনার সম্ভাবনা বাড়ছে। এই প্রবণতা রুখতেই এবার আমরা বিশেষ অভিযান শুরু করছি।”
যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মেট্রো।
প্রসঙ্গত, প্ল্যাটফর্মের হলুদ রেখা হল এক ধরনের সুরক্ষা সীমারেখা, যার বাইরে যাওয়া ট্রেন চলাচলের সময়ে বিপজ্জনক হতে পারে। কলকাতা মেট্রো এমন একটি গণপরিবহণ ব্যবস্থা যেখানে দৈনিক লক্ষাধিক মানুষ যাতায়াত করেন, তাই সচেতনতা ও সুরক্ষা একইসঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মেট্রোর এই নতুন নিয়ম কার্যকর হলে কতটা সফল হয় তা ভবিষ্যতেই বোঝা যাবে, তবে আপাতত যাত্রীদের জন্য স্পষ্ট বার্তা— হলুদ রেখার ওপারে গেলেই গুনতে হবে জরিমানা!