Homeখবরকলকাতাকলকাতা মেট্রোয় প্ল্যাটফর্মে হলুদ রেখা পেরোলেই জরিমানা, ১ জুন থেকে শুরু বিশেষ...

কলকাতা মেট্রোয় প্ল্যাটফর্মে হলুদ রেখা পেরোলেই জরিমানা, ১ জুন থেকে শুরু বিশেষ অভিযান

প্রকাশিত

প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনের অপেক্ষা করছেন, আর অবসরে পেরিয়ে যাচ্ছেন হলুদ সুরক্ষা রেখা? এবার সাবধান! কলকাতা মেট্রো ঘোষণা করল, ১ জুন থেকে এমন কাজের জন্য দিতে হবে ২৫০ টাকা জরিমানা।

সোমবার মেট্রো রেলওয়ে একটি বিবৃতি জারি করে জানায়, দক্ষিণেশ্বর-নিউ গড়িয়া করিডরের স্টেশনগুলিতে প্ল্যাটফর্মের হলুদ সুরক্ষা রেখা অকারণে পেরোনোকে ‘উপদ্রবমূলক কাজ’ (nuisance activity) হিসাবে চিহ্নিত করা হবে এবং সেই অনুযায়ী জরিমানা আদায় করা হবে।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, “অনেক যাত্রী ট্রেন না থাকলেও বারবার অনুরোধ সত্ত্বেও অকারণে হলুদ রেখা পেরিয়ে যাচ্ছেন। এর ফলে দুর্ঘটনার সম্ভাবনা বাড়ছে। এই প্রবণতা রুখতেই এবার আমরা বিশেষ অভিযান শুরু করছি।”

যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মেট্রো।

প্রসঙ্গত, প্ল্যাটফর্মের হলুদ রেখা হল এক ধরনের সুরক্ষা সীমারেখা, যার বাইরে যাওয়া ট্রেন চলাচলের সময়ে বিপজ্জনক হতে পারে। কলকাতা মেট্রো এমন একটি গণপরিবহণ ব্যবস্থা যেখানে দৈনিক লক্ষাধিক মানুষ যাতায়াত করেন, তাই সচেতনতা ও সুরক্ষা একইসঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মেট্রোর এই নতুন নিয়ম কার্যকর হলে কতটা সফল হয় তা ভবিষ্যতেই বোঝা যাবে, তবে আপাতত যাত্রীদের জন্য স্পষ্ট বার্তা— হলুদ রেখার ওপারে গেলেই গুনতে হবে জরিমানা!

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

LIC পলিসি বনাম হেলথ ইন্স্যুরেন্স: কোনটা আপনার জন্য সঠিক?

LIC পলিসি নেবেন না হেলথ ইন্স্যুরেন্স? জীবন বিমা পরিবারকে আর্থিক সুরক্ষা দেয়, আর হেলথ ইন্স্যুরেন্স স্বাস্থ্য খরচ কভার করে। কোনটা আপনার জন্য সঠিক, জেনে নিন তুলনামূলক বিশ্লেষণে।

কেন্দ্রীয় হারে ডিএ দেয় না ১২ রাজ্য! সুপ্রিম কোর্ট তালিকা দিয়ে জানাল রাজ্য, বেশিরভাগ বিজেপি শাসিত

সুপ্রিম কোর্টে লিখিত বক্তব্যে জানাল পশ্চিমবঙ্গ, দেশের অন্তত ১২টি রাজ্য কেন্দ্রীয় হারে ডিএ দেয় না। রাজ্যের দাবি, ডিএ কোনও মৌলিক অধিকার নয়, তা নির্ভর করে আর্থিক সামর্থ্য ও নীতির উপর। মামলাকারীরা পাল্টা জবাব দেবেন শীঘ্রই।

পুজোর মুখে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, উত্তাল হতে পারে সমুদ্র

পুজো ঘনিয়ে আসতেই দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। ২৫ সেপ্টেম্বর থেকে উত্তাল হতে পারে সমুদ্র, মৎস্যজীবীদের দেওয়া হয়েছে সতর্কবার্তা। উত্তরবঙ্গে বৃষ্টি কমছে।

দেবীপক্ষেই নতুন জিএসটি চালু, জেনে নিন কীসের দাম কমছে, বাড়ছেই বা কোন পণ্যের

দুবাইয়ে সুপার ফোর ম্যাচে পাকিস্তানকে ৭ বল বাকি থাকতে ৬ উইকেটে হারাল ভারত। ওপেনার অভিষেক শর্মা খেললেন ম্যাচ জেতানো ৭৪ রানের ইনিংস।

আরও পড়ুন

মহালয়ার সকালে কলকাতায় শুটআউট, চারু মার্কেটের জিমে দুষ্কৃতীদের গুলি চালনা

মহালয়ার সকালে চারু মার্কেট এলাকায় এক জিমে ঢুকে দু’জন দুষ্কৃতী গুলি চালায়। জিম মালিককে লক্ষ্য করে হামলা হলেও কেউ আহত হননি। তদন্তে নেমেছে পুলিশ।

গঙ্গার ঘাটে ঘাটে চলছে তর্পণ, কাল দেবীপক্ষের সূচনা, আসছেন মা দুর্গা  

কলকাতা: আশ্বিনের শারদপ্রাতে ঘুম ভেঙে গিয়েছিল আকাশবাণীতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্তোত্রপাঠে – যা দেবী সর্বভুতেষু…।...

মহালয়ায় দ্বিগুণ মেট্রো পরিষেবা, সকালেই ট্রেন নামাচ্ছে কর্তৃপক্ষ

২১ সেপ্টেম্বর মহালয়ার দিন বাড়তি মেট্রো পরিষেবা দিচ্ছে কলকাতা মেট্রো। ব্লু লাইনে চলবে ১৮২ ট্রেন, সকাল ৬.৫০ থেকে শুরু হবে যাত্রা।