শেষ তুলির টান
এখনও কোনো কোনো জায়গায় প্রতিমার শেষ পর্যায়ের কাজ চলছে। সব প্রতিমা এখনও পূর্ণাঙ্গ রূপ পায়নি। শিল্পী এখনও ব্যস্ত প্রতিমায় শেষ ছোঁয়া দিতে। ছবি: রাজীব বসু।
শিল্পীর স্টুডিও থেকে মণ্ডপে
কলকাতা শহরের বেশির ভাগ পূজামণ্ডপে, বনেদিবাড়িতে কালীপ্রতিমা এসে গিয়েছে। তবু এখনও কিছু বাকি আছে। তারাই চলেছে মণ্ডপে। ছবি: রাজীব বসু।
মণ্ডপ প্রস্তুত
মহানগরীর বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে বারোয়ারি কালীপূজার মণ্ডপ। মাকে আবাহন জানাতে মণ্ডপ প্রস্তুত। ছবি: রাজীব বসু।
ঢাকুরিয়া যুবতীর্থ ক্লাব
ঢাকুরিয়া যুবতীর্থ ক্লাবে আলোকসজ্জা। ছবি: রাজীব বসু।
কালীপুজোয় পার্ক স্ট্রিট
বড়োদিনে পার্ক স্ট্রিট আলোয় সেজে উঠবে, আগে এটাই ছিল রেওয়াজ। সে সব দিন গত। কালীপুজোর পক্ষকাল আগে থেকেই সেজে উঠেছে পার্ক স্ট্রিট। ছবি: রাজীব বসু।
ময়দানে বাজির বাজারে
ময়দানে বসেছে বৈধ বাজির বাজার। কেনাকাটা জোরকদমে চলছে সেখানে। বড়োদের হাত ধরে সেখানে হাজির শিশুরাও। ছবি: রাজীব বসু।
দক্ষিণদাঁড়িতে প্রদীপের সম্ভার
শনিবার ঘরে ঘরে জ্বলছে ১৪ প্রদীপ। আর রবিবার দেওয়ালি। বাড়িতে বাড়িতে জ্বলবে প্রদীপের আলো। উল্টোডাঙার দক্ষিণদাঁড়িতে প্রদীপের সম্ভার নিয়ে প্রস্তুত মৃৎশিল্পীরা। ছবি: রাজীব বসু।
নানা রঙের মোমবাতি
দেওয়ালির রাতে মোমবাতিও তো পিছিয়ে থাকবে না। প্রদীপের আলোর পাশাপাশি জ্বলবে মোমবাতিও। তাই নানা রঙের, নানা সাইজের মোমবাতি বিকোচ্ছে বাজারে। ছবি: রাজীব বসু।
বড়োবাজারে দেওয়ালির বাজারে
অনেকেই দেওয়ালিতে ঘর সাজান। বড়োবাজার সারদানন্দ পার্কে চলছে ঘর সাজানোর জিনিসপত্র কেনাকাটা। ছবি: রাজীব বসু।