Home খবর কলকাতা কলকাতা ট্র্যাফিক পুলিশে বিশেষ হেলমেট, জানুন বিশেষত্ব

কলকাতা ট্র্যাফিক পুলিশে বিশেষ হেলমেট, জানুন বিশেষত্ব

0
কলকাতা ট্রাফিক পুলিশের 'এসি হেলমেট'। ছবি: জয়ন্ত মণ্ডল

কলকাতা: ‘এসি হেলমেট’-এর জন্য ট্রায়াল রান শুরু করেছে কলকাতা ট্র্যাফিক পুলিশ। এই হেলমেটে রয়েছে বিশেষ মেকানিজম। যা প্রচণ্ড গরমের সময় রাস্তায় একজন পুলিশকর্মীকে স্বস্তি দিতে সাহায্য করবে।

প্রখর রোদ হোক বা নাগাড়ে বর্ষণ। ঠাঁয় দাঁড়িয়ে দায়িত্ব পালন করতে হয় কলকাতা ট্র্যাফিক পুলিশকে। ছবি: রাজীব বসু

অসহনীয় কষ্ট লাঘব করতে কলকাতা ট্র্যাফিক পুলিশের হাতে এল বিশেষ হেলমেট। লালবাজারের এক আধিকারিক জানান, ট্রায়াল শেষ না হওয়া পর্যন্ত হেলমেটে কলকাতা পুলিশের লোগোটি এম্বেড করা হবে না। ছবি: জয়ন্ত মণ্ডল

এই ‘এসি হেলমেট’ তৈরি করেছে একটি বেসরকারি সংস্থা। তবে সুবিধা যেমন রয়েছে, তেমন দামও বেশ। প্রাথমিক ভাবে পুলিশ সূত্রে খবর, এই একটি হেলমেটের দাম প্রায় ২০ হাজার টাকা। ছবি: রাজীব বসু

বিশেষভাবে তৈরি এই হেলমেট রাস্তায় কর্তব্যরত কোনো ট্র্যাফিক পুলিশকর্মীকে ঠান্ডা রাখতে সাহায্য করে। ছবি: জয়ন্ত মণ্ডল

ইন্টারন্যাল রিচার্জেবল ব্যাটারির মাধ্যমে অ্যাডপ্টর দিয়ে চার্জ করা যাবে এই হেলমেট। ছবি: রাজীব বসু

হেলমেটটিতে রয়েছে একাধিক মোড। যা আবহাওয়ার উপর নির্ভর করে সেট করা যাবে। ছবি: জয়ন্ত মণ্ডল

‘এসি হেলমেট’-এ একটি পাতলা প্লাস্টিকের টপ রয়েছে। এই হেলমেটের ওজন প্রায় ৯০০ গ্রাম। যেখানে সাধারণ পুলিশ হেলমেটের ওজন ৪০০ গ্রামের মতো। ছবি: জয়ন্ত মণ্ডল

এর প্রথম প্রোটোটাইপটি পার্ক স্ট্রিট ক্রসিংয়ে দায়িত্বরত সাউথ ট্র্যাফিক গার্ডের পুলিশকর্মীদের কাছে হস্তান্তর করা হয়। ট্রায়াল রান শেষে ওজন-সহ বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ছবি: জয়ন্ত মণ্ডল

আরও পড়ুন: দেবীপক্ষের সূচনা লগ্নে মহিষাসুরমর্দিনী রূপে কোয়েলের নয়া চমক, প্রকাশ্যে এল মহিষাসুরমর্দিনীর প্রোমোও

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version