Home খবর কলকাতা কলকাতায় শুধু স্মারক সফর, পৃথিবীর আর কোথায় কোথায় চলে ট্রাম

কলকাতায় শুধু স্মারক সফর, পৃথিবীর আর কোথায় কোথায় চলে ট্রাম

কলকাতায় ট্রামের বাণিজ্যিক যাত্রা শেষ হয়ে গেল। শুধুমাত্র ঐতিহ্যের স্মারক হিসাবে ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ট্রাম চালানো হবে পর্যটকদের জন্য। পশ্চিমবঙ্গের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। বিশ্বে কিছু নির্দিষ্ট শহর ও দেশে এখনও ট্রাম পরিবহণের একটি জনপ্রিয় মাধ্যম হিসাবে ব্যবহৃত হয়। তবে কোথাও আবার ট্রাম মানে ‘জয় রাউড’। সে রকমই কিছু শহরের উল্লেখ করা হল যেখানে এখনও চলে ট্রাম। 

ইউরোপ:

জার্মানি: বার্লিন, ড্রেসডেন, ফ্রাঙ্কফুর্ট, মিউনিখসহ অনেক শহরে ট্রাম চালু আছে।

ফ্রান্স: প্যারিস, লিয়োঁ, মার্সেই সহ বিভিন্ন শহরে ট্রাম পরিবহণ বিদ্যমান।

অস্ট্রিয়া: ভিয়েনা শহরে ট্রাম একটি গুরুত্বপূর্ণ পরিবহণ মাধ্যম।

হাঙ্গেরি: বুদাপেস্টে ট্রাম চালু রয়েছে।

নেদারল্যান্ডস: আমস্টারডাম এবং হেগ সহ বিভিন্ন শহরে ট্রাম ব্যবহৃত হয়।

ইতালি: মিলান, রোম, ফ্লোরেন্স শহরে ট্রাম চলছে।

উত্তর আমেরিকা:

যুক্তরাষ্ট্র: সান ফ্রান্সিসকোতে ট্রামের ঐতিহাসিক ব্যবহারের পাশাপাশি, পোর্টল্যান্ড, বস্টন এবং নিউ অরলিন্সে এখনও ট্রাম চলাচল রয়েছে।

কানাডা: টরন্টো শহরে ট্রাম পরিবহণ ব্যবহৃত হচ্ছে।

অস্ট্রেলিয়া:

মেলবোর্ন: মেলবোর্ন শহরে পৃথিবীর বৃহত্তম ট্রাম নেটওয়ার্ক চালু আছে।

মেলবোর্ন শহরে ট্রাম।

এশিয়া:

হংকং: হংকংয়ের ডাবল ডেকার ট্রাম বিখ্যাত।

জাপান: হিরোশিমা এবং নাগাসাকিতে ট্রাম চালু রয়েছে।

জাপানে ট্রাম সফর

ভারত:

কলকাতা: কলকাতা হলো ভারতের একমাত্র শহর যেখানে ট্রাম চলাচল করত। তবে এখন ও ট্রাম শুধু ঐতিহ্যের স্মারক।

আরও পড়ুন

ট্রামের মৃত্যু-ঘণ্টা বেজে গেল, ঐতিহ্যের স্মারক হিসাবে চলবে শুধু ময়দান থেকে এসপ্ল্যানেড  

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version