নিজস্ব প্রতিনিধি: আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে উত্তাল রাজ্য। কলকাতা-সহ রাজ্যের শহর ও গ্রামে চলছে বিক্ষোভ, ধরনা, মিছিল। ফেসবুকের একটা ছোট্ট ডাক রাস্তায় নামিয়ে দিয়েছে লক্ষ লক্ষ মানুষকে। ‘জাস্টিস ফর আরজি কর’-এর দাবি নিয়ে পথে নামছেন বিভিন্ন পেশার মানুষ। বাদ যাচ্ছেন না আইনজীবীরাও।
বুধবার পথে নেমেছিলেন স্যান্ডারসনস অ্যান্ড মর্গানসের আইনজীবীরা ও অফিসকর্মীরা। বেলা ১টার সময় প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। নারী- পুরুষ নির্বিশেষে সবাই মিছিলে যোগ দেন। মিছিল শুরু হয় কলকাতার বিনয় বাদল দীনেশ বাগ অঞ্চলে ৫ নম্বর নেতাজি সুভাষ রোডে স্যান্ডারসনস অ্যান্ড মর্গানসের অফিস থেকে।

প্রতিবাদ মিছিল শহরের বিবাদী অঞ্চল পরিক্রমা করে। মিছিলকারীদের হাতে ছিল বিভিন্ন পোস্টার। তাতে লেখা ‘WE WANT JUSTICE’, ‘অভয়া খুনের বিচার চাই’ ইত্যাদি। একটা পোস্টারে ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথের সেই বিখ্যাত উদ্ধৃতি – “Civilisation must be judged and prized, not by the amount of power it has developed, but by how much it has evolved and given expression to, by its laws and institutions, the love of humanity.”
আরও পড়ুন
স্বাস্থ্যভবনের বৈঠকেও রফাসূত্র অধরা, আন্দোলনে অনড় জুনিয়র চিকিৎসকরা
আরজি কর-কাণ্ডে বড় পরীক্ষার মুখে তৃণমূল সরকার, পাশ করতে পারবে তো?