কলকাতা: আরজি কর কাণ্ডের প্রতিবাদে কলকাতা-সহ গোটা রাজ্য উত্তাল। পথে নেমে প্রতিবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ থেকে বিশিষ্টজনেরা। এবার মোমবাতি জ্বালিয়ে সেই প্রতিবাদে শামিল হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। এর আগেও সৌরভ আরজি করের ঘটনার প্রতিবাদ করেছেন। কিন্তু প্রাক্তন ভারত অধিনায়কের একটি মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।
বুধবার রাতে বেহালায় প্রতিবাদ মিছিল আয়োজন করা হয় সৌরভপত্নী ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল দীক্ষামঞ্জরীর পক্ষ থেকে। মিছিল শেষ হওয়ার পরে মেয়ে সানাকে নিয়ে মোমবাতি জ্বালান সৌরভ। সেখানে হাজির ছিলেন ডোনাও।
মোমবাতি হাতে ডোনা। ছবি: রাজীব বসু।
বুধবার দুটি প্রতিবাদ মিছিলে হাঁটার কথা ছিল প্রাক্তন ভারত অধিনায়কের। কিন্তু তাঁকে অবস্থান বিক্ষোভ বা মিছিলে যোগ দেওয়ার অনুমতি দেয়নি প্রশাসন। পুলিশের অনুমতি না মেলায় আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে নামতে পারেননি ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।
বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল দীক্ষামঞ্জরী থেকে ডাক দেওয়া হয় প্রতিবাদ মিছিলের। মিছিলে না হাঁটলেও প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিলেন সৌরভ। মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানালেন। নারীদের জন্য নিরাপদ সমাজ গড়ার দাবি জানান ডোনা গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন
আরজি কর ঘটনার বিচার চেয়ে পথে নামলেন আইনজীবীরা
স্বাস্থ্যভবনের বৈঠকেও রফাসূত্র অধরা, আন্দোলনে অনড় জুনিয়র চিকিৎসকরা
আরজি কর-কাণ্ডে বড় পরীক্ষার মুখে তৃণমূল সরকার, পাশ করতে পারবে তো?