Homeখবরকলকাতাআরজি কর-কাণ্ডে এআই ভুয়ো ভিডিওর অভিযোগ, বিরোধীদের কাঠগড়ায় তুললেন মমতা

আরজি কর-কাণ্ডে এআই ভুয়ো ভিডিওর অভিযোগ, বিরোধীদের কাঠগড়ায় তুললেন মমতা

প্রকাশিত

আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া হামলার ঘটনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়ো ভিডিও তৈরি এবং ছড়ানোর অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের চা-চক্র শেষে রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়, তিনি এ অভিযোগ করেন। মমতার দাবি, এই ঘটনার পেছনে বিরোধী দলগুলির হাত রয়েছে, যারা বাংলায় অশান্তি সৃষ্টির চেষ্টা করছে।

বুধবার রাতে আরজি কর হাসপাতালে ‘মেয়েদের রাত দখল’ কর্মসূচির সময় হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার প্রসঙ্গে মমতা বলেন, “এই হামলার জন্য সিপিএম ও বিজেপি দায়ী। বাম এবং রাম একত্রিত হয়ে এই অশান্তি সৃষ্টি করেছে। তাঁরা বাংলার শান্তি নষ্ট করতে চাইছে। তবে যারা এ কাজ করেছে, তারা কোনও ছাত্রছাত্রী নয়। বহিরাগত রাজনৈতিক কর্মীরা এই ঘটনার জন্য দায়ী।”

এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়ো ভিডিও তৈরি ও ছড়ানোর প্রসঙ্গে মমতা বলেন, “এখন প্রযুক্তি এতটাই উন্নত যে যে কোনও ভিডিওতে যে কোনও ব্যক্তির মুখ বসিয়ে দেওয়া যায়। এমনকি, মিথ্যা অডিওও তৈরি করা সম্ভব। অনেক ভুয়ো ভিডিও সমাজমাধ্যমে ছড়ানো হচ্ছে, যাতে মানুষ বিভ্রান্ত হয়। আমি সাধারণ মানুষকে অনুরোধ করব, এ ধরনের ভিডিওতে যেন কেউ বিশ্বাস না করেন। পুলিশ এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে।”

মমতা আরও বলেন, আরজি কর হামলায় পুলিশ আক্রান্ত হয়েছে। তিনি জানান, কলকাতা পুলিশের ডিসি (নর্থ) গুরুতর আহত হয়েছেন এবং তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। তবে পুলিশ ধৈর্য হারায়নি এবং কোনও পাল্টা আক্রমণ করেনি।

আরজি কর-কাণ্ডে ক্ষোভে ফুঁসে উঠলেন বলিউড তারকারা, প্রতিবাদ করিনা, প্রীতি জিন্টাদের

এই হামলার ফলে হাসপাতালের অনেক টাকার ক্ষতি হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “দামি ওষুধ নষ্ট করা হয়েছে, জরুরি বিভাগে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে।” তবে তিনি চিকিৎসকদের অনুরোধ করেছেন যাতে তাঁরা কাজে ফিরে আসেন, কারণ তাঁদের সমস্ত দাবি ইতিমধ্যে মেনে নেওয়া হয়েছে।

মমতা জানিয়েছেন, আরজি কর কাণ্ডের তদন্ত অনেকটাই এগিয়েছে এবং সেই তথ্য সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে তিনি আবারও আবেদন করেছেন, কোনও নির্দোষ ব্যক্তি যেন এই ঘটনার জন্য শাস্তি না পান।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

প্রদীপ সাংওয়ানের চন্দ্রতাল সাফাই অভিযান, ১৪,০০০ ফুট উচ্চতায় উদ্ধার ১৫৯ কেজি মদের বোতল

চন্দ্রতাল হ্রদের সৌন্দর্য নষ্ট করছে মদের বোতল ও প্লাস্টিক বর্জ্য। ১৪,১০০ ফুট উচ্চতায় হিলিং হিমালয়াস দলের অভিযান, উদ্ধার ১৫৯ কেজি বর্জ্য। প্রদীপ সাংওয়ান বললেন, এটি শুধু নোংরামি নয়, এক গভীর সংকট।

অন্তঃসত্ত্বা সোনালি বিবিকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত খারিজ করল হাই কোর্ট, ৪ সপ্তাহে দেশে ফেরানোর নির্দেশ

বাংলাদেশি বলে দাবি করে অন্তঃসত্ত্বা সোনালি বিবিকে স্বামী ও পুত্র-সহ বাংলাদেশে পাঠিয়েছিল দিল্লি পুলিশ। কলকাতা হাই কোর্ট সেই সিদ্ধান্ত খারিজ করে ৪ সপ্তাহের মধ্যে দেশে ফেরানোর নির্দেশ দিল। কেন্দ্রের স্থগিতের আবেদনও খারিজ।

লন্ডনের দুর্গোৎসবে মহানায়ক উত্তম কুমার! শতবর্ষে ‘ওয়াল অফ ফেম’-এ সেজে উঠছে ইউরোপের বৃহত্তম পুজো

শতবর্ষে মহানায়ক উত্তম কুমারকে শ্রদ্ধা জানাতে লন্ডনের দুর্গোৎসবে বিশেষ আয়োজন। বেঙ্গল হেরিটেজ ফাউন্ডেশনের উদ্যোগে সাজছে ‘ওয়াল অফ ফেম’, থাকবে চন্দননগরের আলোকসজ্জা, কলকাতার স্ট্রিট ফুড ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

লাদাখে অশান্তির জের, জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার সমাজকর্মী সোনম ওয়াংচুক

লাদাখে অশান্তি এবং প্রাণহানির ঘটনার তিন দিনের মাথায় গ্রেফতার হলেন বিশিষ্ট সমাজকর্মী, প্রকৌশলী ও...

আরও পড়ুন

পুজোর মুখে সুখবর, সস্তা হচ্ছে কলকাতা মেট্রোর স্মার্ট কার্ড, বৈধতা বাড়ল ১০ বছর

পুজোর আগে বড় ঘোষণা কলকাতা মেট্রোর। সস্তা হচ্ছে স্মার্ট কার্ড, বৈধতা এক বছরের বদলে হবে ১০ বছর। জেনে নিন নতুন নিয়ম।

কলকাতার দুর্গাপুজোয় অনন্য উদ্যোগ, বাচ্চাদের জন্য ‘আল্টিমা বাহন’ নিয়ে এল এভারেডি

বড় বাজেটের ঝলমলে পুজোর মাঝেও অনন্য উদ্যোগ। কলকাতার এক স্কুলের বাচ্চাদের দুর্গাপুজোয় এভারেডির তৈরি ব্যাটারিচালিত ‘আল্টিমা বাহন’।

রাতভর রেকর্ড বৃষ্টিতে অচল কলকাতা! ৭ জনের মৃত্যু, জলমগ্ন হাসপাতাল থেকে রেললাইন, কী বলছে হাওয়া অফিস?

রাতভর টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা। বহু এলাকা জলমগ্ন, রেল-রাস্তায় পরিষেবা ব্যাহত। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৭ জনের। পুজোর আগে আশঙ্কা আরও বাড়ল।