তিন দিনের সফরে ওড়িশায় আছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার সে রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠকে বসবেন মমতা। যদিও এই সাক্ষাৎ সৌজন্যমূলক বলেই গতকাল জানিয়েছিলেন তিনি। পুরীর জগন্নাথ দেবের মন্দিরে পুজো দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, আগে একবার নাকি তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন নবীন পট্টনায়ক। কিন্তু সেবার উপস্থিত হতে পারেননি তিনি। আর সে কারণেই আজ সৌজন্যমূলক সাক্ষাৎ সারবেন তাঁর সঙ্গে।
রাজ্যের ঝড় বৃষ্টির সম্ভাবনা
এখনই কমছে না বৃষ্টি। হাওয়া অফিস সূত্রের আগে জানা গিয়েছিল বুধবার থেকে পরিবর্তন হবে আবহাওয়ার। তবে আপাতত জানা যাচ্ছে দুই বঙ্গ জুড়েই একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রয়েছে ঝড়ো হওয়া সম্ভবনা।
সংসদের বাজেট অধিবেশন
সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব কার্যত বন্ধ হয়ে রয়েছে। শাসক এবং বিরোধী দ্বন্দ্বে শুরুই হয়নি অধিবেশন। আদানিকাণ্ডে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছে কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি। অন্যদিকে রাহুল গান্ধীর মন্তব্যের জেরে তাঁকে ক্ষমা চাওয়ার দাবি তুলেছে গেরুয়া শিবির। এই অবস্থায় আজ অধিবেশন শুরু হয় কিনা সেদিকেই নজর সকলের।