Homeখবরকলকাতাকসবার অ্যাক্রোপলিস মলে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন  

কসবার অ্যাক্রোপলিস মলে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন  

প্রকাশিত

নিজস্ব প্রতিনিধি: তীব্র গরমে কলকাতা-সহ পুরো দক্ষিণবঙ্গ যখন ধুঁকছে ঠিক সেই সময়ে আগুন লাগার ঘটনাও বেড়ে চলেছে। প্রতিদিনই কলকাতা শহরের কোনো না কোনো জায়গা থেকে আগুন লাগার খবর আসছে। শুক্রবার দুপুরে আগুন লাগল দক্ষিণ কলকাতার কসবায় অ্যাক্রোপলিস মলে। খবর পেয়ে দমকলের ১৫টি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে গিয়েছে। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

প্রাথমিক খবরে জানা গিয়েছে, কসবা কানেক্টরে অ্যাক্রোপলিস মলের চার তলায় যে ‘ফুড কোর্ট’ রয়েছে, সেখানেই প্রথম আগুন দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো তলাটা। ‘ফুড কোর্ট’-এ যাঁরা ছিলেন তাঁদের সকলকে অতি দ্রুত মলের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। গোটা মল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আগুন লাগার খবর পেয়েই মলে উপস্থিত সকলের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। চতুর্দিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। সবাই ওই কালো ধোঁয়ার মধ্যে দিয়েই সিঁড়ি দিয়ে দ্রুত নামতে থাকেন। অনেকে ওই কালো ধোঁয়ার জেরে অসুস্থ হয়ে পড়েন। তাঁদের কাউকে কাউকে পাঁজাকোলা করে নামিয়ে আনা হয়। মলের বহু কর্মী পাশের গীতাঞ্জলি স্টেডিয়ামে আশ্রয় নিয়েছেন বলে জানা গিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শপিং মলের তিনটি তলা জুড়ে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। সেখানে বহু মানুষেরই শ্বাসকষ্ট শুরু হয়। কালো ধোঁয়ার জন্য আগুন নিয়ন্ত্রণে আনতেও সময় লাগছে বলে দমকল বাহিনীর তরফে জানানো হয়েছে। আপাতত জানলা, বারান্দার কাচ ভেঙে ধোঁয়া বের করে দেওয়ার চেষ্টা হচ্ছে। দমকলকর্মীরা অক্সিজেন মাস্ক পরে আগুন নেভানোর কাজ করছেন। মলের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

মানিকতলায় লড়বেন সুপ্তি পাণ্ডেই, আরও ৩ বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলের

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পুজোর আগে ডেঙ্গির থাবা, শহরের একাধিক বেসরকারি হাসপাতালে ভরতি রোগী

পুজোর আগে শহরে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। একাধিক বেসরকারি হাসপাতালে একসঙ্গে ১০ থেকে ২০ জন রোগী ভরতি। প্লেটলেট কমে যাওয়া থেকে শুরু করে রক্তক্ষরণ পর্যন্ত গুরুতর উপসর্গ ধরা পড়ছে।

নভেম্বরে শুরু হচ্ছে বেঙ্গল সুপার লিগ, হাওড়া ফ্র্যাঞ্চাইজির কোচ হচ্ছেন ব্যারেটো

আগামী নভেম্বরে শুরু হচ্ছে বেঙ্গল সুপার লিগ। ৮ দলের লড়াইয়ে কোচ হিসেবে দেখা যেতে পারে ব্যারেটোকে। সহকারী হতে পারেন দীপক মণ্ডল, মেন্টর শিশির ঘোষ। বিদেশি ফুটবলারের উপস্থিতি ও ঝকঝকে সম্প্রচার পরিকল্পনায় জমজমাট টুর্নামেন্টের প্রস্তুতি।

প্রদীপ সাংওয়ানের চন্দ্রতাল সাফাই অভিযান, ১৪,০০০ ফুট উচ্চতায় উদ্ধার ১৫৯ কেজি মদের বোতল

চন্দ্রতাল হ্রদের সৌন্দর্য নষ্ট করছে মদের বোতল ও প্লাস্টিক বর্জ্য। ১৪,১০০ ফুট উচ্চতায় হিলিং হিমালয়াস দলের অভিযান, উদ্ধার ১৫৯ কেজি বর্জ্য। প্রদীপ সাংওয়ান বললেন, এটি শুধু নোংরামি নয়, এক গভীর সংকট।

অন্তঃসত্ত্বা সোনালি বিবিকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত খারিজ করল হাই কোর্ট, ৪ সপ্তাহে দেশে ফেরানোর নির্দেশ

বাংলাদেশি বলে দাবি করে অন্তঃসত্ত্বা সোনালি বিবিকে স্বামী ও পুত্র-সহ বাংলাদেশে পাঠিয়েছিল দিল্লি পুলিশ। কলকাতা হাই কোর্ট সেই সিদ্ধান্ত খারিজ করে ৪ সপ্তাহের মধ্যে দেশে ফেরানোর নির্দেশ দিল। কেন্দ্রের স্থগিতের আবেদনও খারিজ।

আরও পড়ুন

পুজোর আগে ডেঙ্গির থাবা, শহরের একাধিক বেসরকারি হাসপাতালে ভরতি রোগী

পুজোর আগে শহরে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। একাধিক বেসরকারি হাসপাতালে একসঙ্গে ১০ থেকে ২০ জন রোগী ভরতি। প্লেটলেট কমে যাওয়া থেকে শুরু করে রক্তক্ষরণ পর্যন্ত গুরুতর উপসর্গ ধরা পড়ছে।

পুজোর মুখে সুখবর, সস্তা হচ্ছে কলকাতা মেট্রোর স্মার্ট কার্ড, বৈধতা বাড়ল ১০ বছর

পুজোর আগে বড় ঘোষণা কলকাতা মেট্রোর। সস্তা হচ্ছে স্মার্ট কার্ড, বৈধতা এক বছরের বদলে হবে ১০ বছর। জেনে নিন নতুন নিয়ম।

কলকাতার দুর্গাপুজোয় অনন্য উদ্যোগ, বাচ্চাদের জন্য ‘আল্টিমা বাহন’ নিয়ে এল এভারেডি

বড় বাজেটের ঝলমলে পুজোর মাঝেও অনন্য উদ্যোগ। কলকাতার এক স্কুলের বাচ্চাদের দুর্গাপুজোয় এভারেডির তৈরি ব্যাটারিচালিত ‘আল্টিমা বাহন’।