খবর অনলাইন ডেস্ক: নিজেদের মধ্যে সহযোগিতা আরও বাড়াতে সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদের সাবর্ণ সংগ্রহশালা এবং নিউ আলিপুর কলেজের মধ্যে বোঝাপড়ার স্মারকপত্র (মৌ) আবার নতুন করে স্বাক্ষরিত হল। এই মৌ-এর ফলে ইতিহাস সংক্রান্ত পড়াশোনা ও গবেষণার ক্ষেত্রে দুটি সংস্থা হাত ধরাধরি করে চলবে এবং ছাত্ররা ইতিহাস ও ঐতিহ্য (হিস্ট্রি ও হেরিটেজ) সংক্রান্ত ক্ষেত্রে যোগদান করতে পারবে। আগামী তিন বছরের জন্য এই মৌ কার্যকর থাকবে।
মৌ-এ সই করেন সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদের সাবর্ণ সংগ্রহশালার সম্পাদক দেবর্ষি রায় চৌধুরী এবং নিউ আলিপুর কলেজের অধ্যক্ষ ড. জয়দীপ ষড়ঙ্গী। এই মৌ-এর মূল উদ্দেশ্য হল শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রটিকে আর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একযোগে কাজ করা।
এই মৌ অনুযায়ী দুটি সংস্থা সাংস্কৃতিক সম্পদের আদানপ্রদান করতে পারবে, জ্ঞান তথ্যভাণ্ডার আরও সমৃদ্ধ করার চেষ্টা করবে এবং কলকাতার অতীত ও বর্তমান নিয়ে দুটি সংস্থা যৌথ উদ্যোগে আলোচনাচক্রের আয়োজন করতে পারবে। এ ছাড়াও এই মৌ অনুযায়ী একযোগে ইন্টার্নশিপ প্রোগ্রাম আয়োজন করা যাবে।