Homeখবরকলকাতানিউ মার্কেট চত্বরে দখল সরাতে ফিরছে 'হালা ব্রিগেড', পয়লা বৈশাখের পর অভিযান...

নিউ মার্কেট চত্বরে দখল সরাতে ফিরছে ‘হালা ব্রিগেড’, পয়লা বৈশাখের পর অভিযান শুরু

প্রকাশিত

কলকাতা: নিউ মার্কেটের চারপাশে carriageway বা মূল রাস্তাগুলিকে হকারমুক্ত করতে পয়লা বৈশাখের পর বড়সড় পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুরসভা (KMC)। এই অভিযান যৌথভাবে চালাবে কলকাতা পুলিশ, টাউন ভেন্ডিং কমিটি (TVC) এবং পুরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট (SWM) বিভাগ।

পুরসভার এক আধিকারিক মঙ্গলবার TOI-কে জানান, “আমরা পরিকল্পনা করেছি নিউ মার্কেট সংলগ্ন রাস্তাগুলিকে সম্পূর্ণ দখলমুক্ত করার। সময় উপযুক্ত হলেই অভিযান চালানো হবে।”

এবারের অভিযান আগের চেয়ে আলাদা। হকারদের সরানোর কাজে এবার যুক্ত করা হবে পুরসভার SWM বিভাগের ‘হালা ব্রিগেড’-কে। পুরসভা সূত্রে খবর, নিউ মার্কেট এলাকায় ঝুঁকিপূর্ণ পয়েন্টে স্থায়ীভাবে SWM বিভাগের গাড়ি মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে।

দেড় দশক আগেও নিউ মার্কেটকে হকারমুক্ত রাখতে এই হালা ব্রিগেড গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। অবৈধভাবে ব্যবসা করলে তাদের পণ্য বাজেয়াপ্ত করা হত। সেই পুরনো কৌশলেই এবার ফিরতে চাইছে প্রশাসন।

হকার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক এবং টাউন ভেন্ডিং কমিটির সদস্য শক্তিমান ঘোষ বলেন, “সময় এসেছে পুরনো হালা ব্রিগেডকে আবার সক্রিয় করার। হকার সমস্যার স্থায়ী সমাধানে এটা জরুরি।”

যদিও বর্তমানে হালা ব্রিগেড নামে কোনও ইউনিট পুরসভায় নেই, তবে বিশেষ এই অভিযান সফল করতে সেটিকে অস্থায়ীভাবে গঠন করা হতে পারে বলে জানিয়েছে KMC।

পুরসভা আরও জানিয়েছে, বহুবার অনুরোধ করার পরও রাস্তা দখল ছাড়েননি হকাররা। এবার তাই আর দেরি না করে সরাসরি অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্রের খবর, টাউন ভেন্ডিং কমিটিতে থাকা কিছু হকার নেতাকে পুর প্রশাসনের তরফে মৌখিকভাবে বার্তা দেওয়া হয়েছে যাতে তারা প্রস্তুত থাকেন এবং হকারদের এক সপ্তাহ সময় দিয়ে অবৈধ দখল সরিয়ে নিতে বলেন।

এদিকে এস এস হগ মার্কেট ট্রেডার্স অ্যাসোসিয়েশন এক চিঠিতে পুর প্রশাসনকে জানিয়েছে, অবিলম্বে দখলদারদের না সরালে তারা রাস্তায় নামতে বাধ্য হবেন এবং প্রয়োজনে ব্যবসা বন্ধের ডাক দেবেন।

সংগঠনের এক সদস্য আশরাফ আলি বলেন, “প্রতিবার অভিযানের পরে দেখা যায়, হকাররা আবারও রাস্তা দখল করে বসেন। তাই এই অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকেই যায়।”

পড়ুন: নিউটাউনে আরও ছ’টি আন্ডারপাসের পরিকল্পনা, যানবাহন ও পথচারীদের জন্য আলাদা ব্যবস্থা

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

৬ নভেম্বর শুরু ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উত্তম-সুচিত্রার ‘সপ্তপদী’ উদ্বোধনী ছবি

আলো, ক্যামেরা, অ্যাকশন— ফের চলচ্চিত্র উৎসবের শহর হয়ে উঠছে কলকাতা। আগামী ৬ নভেম্বর থেকে...

WhatsApp-এ স্টোরেজ ম্যানেজমেন্ট এবার আরও সহজ! চ্যাট স্ক্রিন থেকেই বড় ফাইল ডিলিটের নতুন ফিচার

WhatsApp ব্যবহারকারীদের জন্য এল নতুন স্টোরেজ ম্যানেজমেন্ট ফিচার। এখন চ্যাট ইনফো স্ক্রিন থেকেই বড় ভিডিও ও ফাইল সহজে ডিলিট করুন। জানুন কীভাবে কাজ করবে এই নতুন আপডেট।

SIR ঘোষণা হতেই ফের এনআরসি আতঙ্ক! আগরপাড়ায় আত্মঘাতী প্রৌঢ়, মুখ্যমন্ত্রীর তীব্র প্রতিক্রিয়া

আগরপাড়ায় এনআরসি আতঙ্কে আত্মঘাতী প্রদীপ কর। ঘটনাস্থলে পুলিশ কমিশনার। মুখ্যমন্ত্রীর তীব্র ক্ষোভ— “বাংলা এনআরসি মানবে না।”

আরও পড়ুন

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

মহানগরীতে অন্য ধরনের ভাইফোঁটা: প্রখ্যাত আলোকচিত্রী ক্যামেরায়

খবর অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার ছিল ভাইফোঁটা। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘায়ু কামনা করলেন...

শতবর্ষে স্মরণ অভিনেতা সন্তোষ দত্তকে, কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রদর্শনী

‘জটায়ু’-খ্যাত অভিনেতা সন্তোষ দত্তের জন্মশতবর্ষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজিত হচ্ছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। নাতি পি রাজ জানিয়েছেন, প্রয়োজনে তিনি বিরল ছবি ও স্মারক সামগ্রী উৎসব আয়োজকদের সঙ্গে ভাগ করবেন।