Homeখবরকলকাতাকালীতীর্থ: বরানগরে নড়াইল জমিদারদের আনন্দময়ী কালীমন্দির

কালীতীর্থ: বরানগরে নড়াইল জমিদারদের আনন্দময়ী কালীমন্দির

প্রকাশিত

নিজস্ব প্রতিনিধি: কলকাতার উত্তরে বরানগরের মাহাত্ম্য অপরিসীম। এই জায়গার পাশ দিয়ে বয়ে গেছে গঙ্গা। এই গঙ্গা পথেই এসেছে বৈদেশিক নৌবহর। চারিদিকে আছে ছোট বড় অনেক মন্দির। এখানে একসময়ে চৈতন্য মহাপ্রভুও এসেছিলেন। এই স্থান শ্রীরামকৃষ্ণ পরমহংসের পদধূলিতে ধন্য। যেন শাক্ত ও বৈষ্ণবের মিলন তীর্থ।

গঙ্গার ধারে এই জায়গায় আছে বরানগরের বিখ্যাত সব কালীমন্দির। ঐতিহ্যের সাক্ষ্য বহন করছে এখানকার নড়াইল জমিদারবাড়ি। এককালে অপার বৈভবের স্মৃতি আঁকড়ে ধরে রয়েছে নড়াইলের রায়বাড়ি।

পুলিনবিহারী রায় বর্তমান বাংলাদেশের খুলনা জেলা থেকে এসে এই অঞ্চলে জমিদারি কাজে বসতি গড়ে তোলেন। রামরতন রায় ছিলেন এই বাড়ির পূর্বপুরুষ, যাঁর নামে বর্তমানে রতনবাবু রোড। এখানেই রয়েছে নড়াইল রায়পরিবারের আনন্দময়ী কালীমন্দির। মন্দিরটি নির্মাণ করেন জমিদার পুলিনবিহারী রায়। এই মন্দিরে শ্রীরামকৃষ্ণও এসেছিলেন বলে শোনা যায়।

রায়বাড়ির সিংহফটক দিয়ে প্রবেশ করে কিছুটা এগোলে প্রথমে শিব ও রাধাকৃষ্ণের মন্দির চোখে পড়ে। এর ঠিক পাশেই অবস্থিত লাল রঙের আনন্দময়ী কালীমন্দির। মন্দিরটি বর্তমানে সম্পূর্ণভাবে সংস্কার করা হয়েছে। কালীমন্দিরটি খিলানযুক্ত দালান রীতির। সামনের অংশে প্রশস্ত সিঁড়ি। মন্দিরের ভেতর পঞ্চমুণ্ডির আসনের ওপর দেবীমূর্তি প্রতিষ্ঠিত।  

নড়াইল জমিদারবাড়ির ফটক।

প্রতি অমাবস্যায় আনন্দময়ী কালীর বিশেষ পুজো করা হয়। কালীপুজোর সময় মহাসমারোহে পুজো অনুষ্ঠিত হয়। বিভিন্ন নিয়মরীতির মধ্যে রাত জেগে আরাধনা হয় কালীর। কালীপুজোর দিন এলাকার বহু মানুষ এখানে পুজো দিতে আসেন। মাকে নিজেদের সাধ্যমতো মিষ্টি ফল নিবেদন করেন।

পথনির্দেশ

বাসে বি টি রোড ধরে শ্যামবাজারের দিক থেকে ডানলপের দিকে গেলে সিঁথির মোড়ে নামতে হবে। সেখান থেকে কুঠিঘাটের অটোয় বরানগর বাজারে আসুন। এর পর চার-পাঁচ মিনিট পায়ে হেঁটে রতনবাবু রোড। কাছেই মন্দির। মেট্রোয় দমদম এসে সেখান থেকে অটোয় সিঁথির মোড় এসে চলে আসা যায় এই মন্দিরে।

আরও পড়ুন

কালীতীর্থ: চিৎপুরে ‘গিন্নিমা’ সিদ্ধেশ্বরী কালী

কালীতীর্থ: কাশীপুরে বামনদাস মুখোপাধ্যায় কালীবাড়ি 

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

অতিরিক্ত লঙ্কা খাওয়ায় ক্যানসারের ঝুঁকি! নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

ঝাল খাবার খেতে ভালোবাসেন? সাবধান! নতুন গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত লঙ্কা খেলে পাকস্থলী, কোলোন ও খাদ্যনালীর ক্যানসারের ঝুঁকি বাড়ে। তবে সীমিত পরিমাণে খেলে লঙ্কা শরীরের পক্ষে উপকারী।

শান্ত থাকুন, তাড়াহুড়ো নয়, নিরাপদে গন্তব্যে পৌঁছোন: ক্রিকেটনায়িকা জেমিমাকে কেন্দ্র করে কলকাতা পুলিশের নতুন বার্তা

খবর অনলাইন ডেস্ক: অসাধারণ পারফরম্যান্সে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে বিশ্বকাপ ফাইনালে পৌঁছে দিয়েছেন জেমিমা...

ভারতের প্রথম চরম দারিদ্র্যমুক্ত রাজ্য কেরল: মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের ঐতিহাসিক ঘোষণা

খবর অনলাইন ডেস্ক: কেরল পিরাভি দিবসের দিনেই ইতিহাস গড়ল রাজ্য সরকার। শুক্রবার (১ নভেম্বর)...

দক্ষিণবঙ্গে শনিবার বৃষ্টি, উত্তরবঙ্গে ধীরে ধীরে স্বস্তি; দুর্বল মোন্থা এখন ঝাড়খণ্ডে নিম্নচাপে

কলকাতাসহ দক্ষিণবঙ্গের ছয় জেলায় শনিবারও বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে কমেছে বৃষ্টি। ঘূর্ণিঝড় মোন্থা শক্তি হারিয়ে ঝাড়খণ্ডের কাছে নিম্নচাপে পরিণত হয়েছে। রবিবার থেকে রাজ্যে আবহাওয়া স্বাভাবিক হওয়ার ইঙ্গিত।

আরও পড়ুন

শান্ত থাকুন, তাড়াহুড়ো নয়, নিরাপদে গন্তব্যে পৌঁছোন: ক্রিকেটনায়িকা জেমিমাকে কেন্দ্র করে কলকাতা পুলিশের নতুন বার্তা

খবর অনলাইন ডেস্ক: অসাধারণ পারফরম্যান্সে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে বিশ্বকাপ ফাইনালে পৌঁছে দিয়েছেন জেমিমা...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হায়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।