Homeখবরকলকাতাবন্‌ধে সমর্থন নেই, শান্তিপূর্ণ পথেই আন্দোলন জারি রাখতে চায় আরজি কর

বন্‌ধে সমর্থন নেই, শান্তিপূর্ণ পথেই আন্দোলন জারি রাখতে চায় আরজি কর

প্রকাশিত

আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ও জুনিয়র ডাক্তাররা তাঁদের সহকর্মী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় ন্যায়বিচার চাইছেন, তবে হিংসাত্মক আন্দোলনের পথে তাঁরা হাঁটতে রাজি নন। ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরাম’ (ডব্লিউবিজেডিএফ)-এর তরফে তাঁরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, হিংসা নয়, শান্তিপূর্ণ আন্দোলনই তাঁদের পথ। তাঁদের মতে, সহযোগিতার মাধ্যমে ন্যায়বিচার অর্জন সম্ভব, আর তার জন্য পুলিশের সঙ্গে সংঘাত বা হিংসা কোনোভাবেই কাম্য নয়।

এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফার দাবিতে এবং আরজি কর-কাণ্ডের বিচারের দাবিতে ‘পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ’-এর নবান্ন অভিযানে মঙ্গলবার কলকাতা ও হাওড়ার বিভিন্ন এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, ও জলকামান ব্যবহার করতে হয়েছে। এর প্রতিবাদে বুধবার বিজেপি ১২ ঘণ্টার বাংলা বন্‌ধের ডাক দিয়েছে। তবে ডব্লিউবিজেডিএফ এই বন্‌ধকে সমর্থন করেনি।

আরজি করের নির্যাতিতাকে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস উৎসর্গ মমতার, যুব সমাজকে দিলেন বিশেষ বার্তাও

ডব্লিউবিজেডিএফ-এর সদস্যরা জানান, তাঁদের দাবি ন্যায়বিচার এবং নিরাপত্তা, কিন্তু তাঁরা কোনও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আন্দোলনে সমর্থন জানাচ্ছেন না। মঙ্গলবার আরজি করের এক জুনিয়র চিকিৎসক বলেন, ‘‘ডব্লিউবিজেডিএফের তরফে বিচারের দাবিতে বুধবার পৃথক কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত শান্তিপূর্ণ মিছিল করে আমরা ন্যায়বিচারের দাবি জানাব।’’

ইতিমধ্যে আরজি কর হাসপাতালের সুরক্ষায় সিআইএসএফ মোতায়েন করা হয়েছে এবং হাসপাতাল চত্বরে কোনও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। তাই নির্যাতিতার ন্যায়বিচারের দাবিতে আয়োজিত কনভেনশনটি কলকাতা মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। গত ২১ আগস্ট, সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত শান্তিপূর্ণভাবে একটি মিছিল করেছিলেন আরজি করের চিকিৎসকরা, এবং সেই মিছিলেও কোনো অশান্তি হয়নি।

তবে, আরজি করের ধর্ষিতা এবং নিহত চিকিৎসকের পরিবার মঙ্গলবার দুপুরে তাঁদের সমর্থন প্রকাশ করেছেন চিকিৎসকদের আন্দোলনের প্রতি। তাঁদের আশঙ্কা, আন্দোলন থেমে গেলে বিচারপ্রক্রিয়া শ্লথ হয়ে যেতে পারে। চিকিৎসকরাও শান্তিপূর্ণ আন্দোলনকে জারি রাখতে বদ্ধপরিকর।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

শুক্রবার প্রকাশ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফল, দুপুর ২টো থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল

৩১ অক্টোবর প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল। দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ঘোষণা করবে সংসদ। দুপুর ২টা থেকে অনলাইনে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখা যাবে ফল।

ঘূর্ণিঝড় মোন্থার অবশিষ্ট শক্তির জেরে উত্তরবঙ্গে অতি প্রবল বর্ষণের সম্ভাবনা, দক্ষিণবঙ্গেও বৃষ্টির আশঙ্কা

ঘূর্ণিঝড় মোন্থা স্থলভাগে আঘাত হানার পর দুর্বল হলেও তার প্রভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে।

দ্বিতীয় ত্রৈমাসিকে ব্যান্ডন ব্যাংকের মুনাফা ৮৮% কমে ₹১১২ কোটি, বাড়ল এনপিএ

বেসরকারি খাতের ব্যান্ডন ব্যাংক ২০২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ৮৮ শতাংশ পতনের মুখে। ব্যাংকের নিট মুনাফা কমে ₹১১২ কোটি। এনপিএ বেড়েছে, সুদের আয় ও CASA অনুপাতেও পতন।

আরও পড়ুন

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

মহানগরীতে অন্য ধরনের ভাইফোঁটা: প্রখ্যাত আলোকচিত্রী ক্যামেরায়

খবর অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার ছিল ভাইফোঁটা। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘায়ু কামনা করলেন...

শতবর্ষে স্মরণ অভিনেতা সন্তোষ দত্তকে, কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রদর্শনী

‘জটায়ু’-খ্যাত অভিনেতা সন্তোষ দত্তের জন্মশতবর্ষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজিত হচ্ছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। নাতি পি রাজ জানিয়েছেন, প্রয়োজনে তিনি বিরল ছবি ও স্মারক সামগ্রী উৎসব আয়োজকদের সঙ্গে ভাগ করবেন।