টেট দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে। অন্যদিকে তৃণমূল যুব নেতাকে গ্রেফতার করেছে ইডি। তদন্তকারী সংস্থার দাবি, তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ২০২২ সালের টেট পরীক্ষার ওএমআর শিট। ঘটনা প্রকাশ্যে আসতেই চিন্তা বেড়েছিল টেট পরীক্ষার্থীদের। তবে স্বস্তি দিল পর্ষদ। বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হল, সুরক্ষিতই আছে ওএমআর সিট। পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছিল, কুন্তলের ফ্ল্যাট থেকে যে এমআর সিট উদ্ধার হয়েছে তা আসলে কার্বন কপি।
রাষ্ট্রপতিকে দিয়ে ভোটের প্রচার করাচ্ছে বিজেপি, তোপ কংগ্রেসের
বাজেট অধিবেশন নিয়ে ভাষণ দিতে গিয়ে মোদি সরকারের গুনগান করলেন রাষ্ট্রপতি, মঙ্গলবার এমনই অভিযোগ করল বিরোধীরা। কংগ্রেসের অভিযোগ, রাষ্ট্রপতিকে দিয়ে ভোটের প্রচার করাচ্ছে বিজেপি। মঙ্গলবার নিজের ভাষণে রাষ্ট্রপতি বলেন, ২০৪৭ সালের মধ্যে দারিদ্র্যমুক্ত ভারত গড়ব মোদী সরকার। তিনি বলেন , গত ৯ বছরে একাধিক ক্ষেত্রে উন্নয়নমূলক কাজের মাধ্যমে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসাবে উঠে এসেছে ভারত। চিন ও পাকিস্তান সীমান্তে শত্রুদের মোক্ষম জবাব দিয়েছে সেনা। আন্তর্জাতিক সমস্যা সমাধানের উপায় খুঁজে দিচ্ছে ভারত। রাষ্ট্রপতির বাজেট ভাষণ নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তরজা
দিদির দূতের সাথে ছবি তুলেই বিপত্তি, খরচের টাকা পাঠানো বন্ধ করলেন স্বামী
পঞ্চায়েত নির্বাচনের আগে সাধারণ মানুষের মন পেতে একাধিক উদ্যোগ নিয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্য জুড়ে শুরু হয়েছে দিদির দূত কর্মসূচি। সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছেন তৃণমূল কর্মীরা। সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছেন ছবি। আর তাতেই সমস্যায় পড়লেন মুর্শিদাবাদ জেলার এক মহিলা। দিদির দূতের সঙ্গে তোলেন ছবি। পর পুরুষের সঙ্গে স্ত্রীর ছবি দেখে বিবাহ বিচ্ছেদের হুঁশিয়ারি দিয়েছেন স্বামী।
বক্স অফিসে ৬০০ কোটির ক্লাবে ‘পাঠান’
বক্স অফিসে দারুণ হিট শাহরুখের ‘পাঠান’। ইতিমধ্যেই ৬০০ কোটি আয় করে ফেলেছে এই ছবি। দর্শকদের দরবারে কিং খানই এখন সবার সেরা। কিন্তু অনুরাগীরা এই ছবি নিয়ে যতই মাতামাতি করুন না কেন, টুইটারে ঘুরে বেড়াচ্ছে ‘পাঠান’ ছবির তিনটি ভুল। যা কিনা খুঁজে বার করেছে ‘গব্বর’ নামের এক টুইটার অ্যাকাউন্ট। যা এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
মোদির বিতর্কিত তথ্যচিত্র ইস্যুতে ভারতের পাশে রাশিয়া
মোদীকে নিয়ে বিতর্কিত তথ্যচিত্র নিয়ে এবার ভারতের পাশে দাড়াল রাশিয়া। একইসঙ্গে বিবিসির বিরুদ্ধে নিজস্ব স্বার্থ চরিতার্থে উদ্দেশে তথ্য যুদ্ধ বাঁধানোর অভিযোগ এনেছেন রুশ বিদেশমন্ত্রকের মুখপাত্র। তাঁর অভিযোগ, “বিভিন্ন শক্তির মধ্যে তথ্যযুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে। এটা তার প্রমাণ।