Homeখবরকলকাতানবান্ন অভিযানের প্রেক্ষিতে উত্তপ্ত রাজনীতি, কড়া নিরাপত্তার প্রস্তুতি পুলিশের, কোথায়, কোথায় ব্যারিকেড?

নবান্ন অভিযানের প্রেক্ষিতে উত্তপ্ত রাজনীতি, কড়া নিরাপত্তার প্রস্তুতি পুলিশের, কোথায়, কোথায় ব্যারিকেড?

প্রকাশিত

‘ছাত্র সমাজে’র ডাকা নবান্ন অভিযান কর্মসূচি ঘিরে রাজ্যের রাজনীতির উত্তেজনা ক্রমশ বাড়ছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এই কর্মসূচির মাধ্যমে বিজেপি, সিপিএম, এবং কংগ্রেস অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তবে এই কর্মসূচিতে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর পাশাপাশি ডিএ আন্দোলনকারীদের সংগ্রামী যৌথ মঞ্চও অংশগ্রহণ করবে বলে জানিয়েছে।

এই অভিযানের মুখে প্রশাসনও পুরোপুরি প্রস্তুত। প্রশাসনিক হেড কোয়ার্টার নবান্ন পর্যন্ত এই অভিযানকে এগোতে না দেওয়ার জন্য তৎপর হাওড়া সিটি পুলিশ। বিভিন্ন এলাকায় ব্যারিকেড লাগানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। পুলিশের পাশাপাশি র‍্যাফ এবং কমব্যাট ফোর্সও মোতায়েন করা হবে। জলকামান ব্যবহারের পরিকল্পনাও রয়েছে পুলিশের।

হাওড়া সিটি পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, কোনা এক্সপ্রেসওয়ে, ফোরশোর রোড এবং ময়দানে ব্যারিকেড বসানো হবে। পুলিশের পাশাপাশি র‍্যাপিড অ্যাকশন ফোর্স (র‍্যাফ) এবং কমব্যাট ফোর্সও অভিযানের সময় মোতায়েন থাকবে। অভিযানকে কেন্দ্র করে সতর্ক রয়েছে প্রশাসন।

যান নিয়ন্ত্রণ

অভিযানের দিনে কলকাতার বিভিন্ন রাস্তায় পণ্যবাহী যান চলাচলে বিধিনিষেধ জারি করেছে কলকাতা ট্রাফিক পুলিশ। একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার ভোর চারটে থেকে রাত ১০টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতু, খিদিরপুর রোড, তারাতলা রোড, এবং আরও কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় পণ্যবাহী যান চলাচল সীমিত করা হবে।

এদিকে, মঙ্গলবার UGC-এর NET পরীক্ষাও রয়েছে। এই কারণে অনেক পরীক্ষার্থী তাঁদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছে রাজ্য পুলিশ। তবে পুলিশ আশ্বাস দিয়েছে যে, পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।

ষড়যন্ত্রের অভিযোগ

সোমবার সকালে তৃণমূল কংগ্রেস নবান্ন অভিযান নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং তৃণমূল নেতা কুণাল ঘোষ দুটি গোপন ভিডিও প্রকাশ করে দাবি করেছেন, নবান্ন অভিযানের সময় গুলি চালানোর পরিকল্পনা করা হয়েছে এবং রাজনৈতিক স্বার্থে খুনও হতে পারে।

কুণাল ঘোষের অভিযোগ, নবান্ন অভিযানের পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে।

এই অভিযোগের কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সাংবাদিক বৈঠকে জানান, নবান্ন অভিযানের সময় মহিলা এবং ছাত্রদের সামনে রেখে পিছন থেকে অশান্তির পরিস্থিতি তৈরি করার প্রচেষ্টা হতে পারে। তাঁর দাবি, এই কাজ করা হবে পুলিশকে বলপ্রয়োগে উস্কানি দিতে। যদিও, কারা এই কাজ করছে তা স্পষ্টভাবে বলেননি এডিজি, তবে ইঙ্গিত দিয়েছেন যে, ছাত্র সমাজের এক প্রতিনিধি রবিবার কলকাতার এক বিলাসবহুল হোটেলে গিয়ে একজন রাজনৈতিক নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

রাজনৈতিক উত্তেজনার পাশাপাশি ছাত্রদের এই আন্দোলনের প্রেক্ষিতে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থার উপরে বাড়তি চাপ পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে অভিযান রুখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, তবে পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণে থাকবে, সেটাই দেখার বিষয়।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিউটি পার্লারে চুল ধোয়াই ডেকে আনতে পারে স্ট্রোক! জানুন বিপদ

বিউটি পার্লারে চুল ধোওয়া বা বিউটি ট্রিটমেন্টের সময় ভুল ভঙ্গিতে ঘাড় রাখলে হতে পারে ‘বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোম’। কী এই রোগ, উপসর্গ কী, কারা বেশি ঝুঁকিতে—জানুন বিস্তারিত।

এজলাসে হইচই, আইপ্যাক মামলার শুনানি স্থগিত

এজলাসে ভিড় ও হইচইয়ের জেরে আইপ্যাক সংক্রান্ত জোড়া মামলার শুনানি শুরু করা গেল না। বিচারপতি শুভ্রা ঘোষ শুনানি ১৪ জানুয়ারি পর্যন্ত মুলতুবি রাখায় কলকাতা হাই কোর্টে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বেড়েছে।

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে আসছে ৩ নতুন ফিচার, বদলাবে ব্যবহার

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে যোগ হচ্ছে তিনটি নতুন ফিচার—মেম্বার ট্যাগ, টেক্সট স্টিকার ও ইভেন্ট রিমাইন্ডার। ধাপে ধাপে এই আপডেট সব ব্যবহারকারীর কাছে পৌঁছবে বলে জানাল WhatsApp।

ইরানে কেন এতো তীব্র হল গণবিক্ষোভ?

রানে সরকার-বিরোধী গণবিক্ষোভ চরমে। ৪২ জনের মৃত্যুর দাবি, ইন্টারনেট বন্ধ করে কড়া দমন প্রশাসনের। অর্থনৈতিক সংকট ও ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়েছে ৩১টি প্রদেশে।

আরও পড়ুন

শুরু হচ্ছে সাবর্ণ রায়চৌধুরী পরিবার পর্ষদ আয়োজিত ২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসব

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস ও ঐতিহ্য প্রদর্শনী ২০২৬-এ বিশেষ আকর্ষণ ‘ফেমাস পিপল রেট্রোস্পেকটিভ’। দুর্লভ নথি ও স্মারকের মাধ্যমে তুলে ধরা হবে বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবন ও অবদান।

আইএসআই ক্যাম্পাসে গাছ কাটা নিয়ে বিতর্ক, কীসের ভিত্তিতে অনুমতি, তদন্তে নামল বন উন্নয়ন পর্ষদ

কলকাতার আইএসআই ক্যাম্পাসে একাধিক গাছ কাটার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক। কেন গাছ কাটা হল ও কী ভাবে অনুমতি মিলল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করল পশ্চিমবঙ্গ বন উন্নয়ন পর্ষদ।

বিদায় ২০২৫! রাত ১২টায় বাজি-পটকা ফাটিয়ে আনন্দনগরীতে নতুন বর্ষকে বরণ

খবর অনলাইন ডেস্ক: বছরের শেষ রাত। একই সঙ্গে নতুন বছরকে বরণ করার পালা। রাত...