Homeখবরকলকাতাপুলিশ কমিশনারের সঙ্গে কথা বলে সন্তুষ্ট নন জুনিয়র ডাক্তাররা, অবস্থান তুলে নেওয়া...

পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলে সন্তুষ্ট নন জুনিয়র ডাক্তাররা, অবস্থান তুলে নেওয়া হলেও চলবে কর্মবিরতি-ধর্না

প্রকাশিত

কলকাতা: শেষ পর্যন্ত লালবাজারে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে কথা হল আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের। বিবি গাঙ্গুলি স্ট্রিটে অবস্থানরত জুনিয়র ডাক্তারদের দাবি কিছুটা মেনে তাঁদের মিছিলকে লালবাজারের দিকে ১০০ মিটার এগোতে দেয় পুলিশ। তার পরই আন্দোলনকারীদের ২২ জনের প্রতিনিধিদল পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে যান।  

প্রায় ঘণ্টাদেড়েক পুলিশ কমিশনারের সঙ্গে কথা হয় প্রতিনিধিদলের। কথা বলে বেরিয়ে এসে প্রতিনিধিদলের তরফে জানানো হয়, পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকে তাঁরা সন্তুষ্ট নন। তাঁরা বলেন, “১৪ তারিখের ঘটনা প্রসঙ্গে তাঁরা স্বীকার করেছেন, এটি পুলিশি ব্যর্থতা। কিন্তু আলোচনার কোনো সদুত্তর আমরা পুলিশ কমিশনারের থেকে পাইনি। আমরা আমাদের দাবিতে এখনও অনড়। নৈতিক দায় নিয়ে সিপির পদত্যাগ করা উচিত বলে আমরা মনে করি।”

জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদল বলেন, “পুলিশ কমিশনারকে আমরা প্রশ্ন করেছিলাম, তিনি এই ঘটনায় নৈতিক দায়ভার নিচ্ছেন কি না। জবাবে সিপি জানিয়েছেন, তিনি নিজের কাজে সন্তুষ্ট। তবে যদি তাঁর কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মনে করেন, তিনি নিজের কাজে ব্যর্থ এবং তাঁকে যদি পদ থেকে সরিয়ে দেওয়া হয়, সেটিও তিনি হাসিমুখে মেনে নেবেন।”

লালবাজারে সিপির সঙ্গে বৈঠকের পর জুনিয়র ডাক্তারদের অবস্থান তুলে নেওয়ার কথা ঘোষণা। ছবি: রাজীব বসু।

পুলিশ কমিশনারের কথায় সন্তুষ্ট না হলেও আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা তাঁদের অবস্থান তুলে নিয়েছেন। তবে তাঁদের কর্মবিরতি আর ধর্না যে চলবে, তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

ফিয়ার্স লেনের সামনে থেকে মানববন্ধন করে লালবাজারের দিকে একশো মিটার পথ এগিয়ে যান আন্দোলনরত চিকিৎসকেরা। গান গেয়ে, স্লোগান তুলে একশো মিটার পথ এগিয়ে ব্যাপটিস্ট গির্জার সামনে অপেক্ষা করেন চিকিৎসকেরা। মিছিলের একেবারে সামনের সারিতে মানববন্ধন করে রাখেন চিকিৎসকদের প্রতিনিধিরা। পুলিশ তাদের কথা রাখে। সেখানে কোনো লোহার ব্যারিকেড রাখা হয়নি। এর পরই ২২ জনের প্রতিনিধিদল লালবাজারে যান।  

সোমবার থেকে যে প্রতীকী মেরুদণ্ড নিয়ে আন্দোলন চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা, সেটিও সঙ্গে করে নিয়ে যান। তাঁদের কথায়, পুলিশ কমিশনারকে ‘উপহার’ দেওয়া হবে বলে ওটি নিয়ে যাওয়া হচ্ছে।  

আরও পড়ুন

আদালত চত্ত্বরে ‘চোর চোর’ স্লোগান, সন্দীপ ঘোষের ৮ দিনের সিবিআই হেফাজত        

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শীতের সুপারফুড বিট: রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, কমায় হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

শীতকালে নিয়মিত খেতে পারেন সুপারফুড বিট। এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফাইবার রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে, হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায়।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে অল্পস্বল্প বৃষ্টি, কতদিন থাকবে মোন্থার প্রভাব?

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়ছে গোটা বাংলায়। উত্তরবঙ্গে চার জেলায় লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রইল।

আরও পড়ুন

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

মহানগরীতে অন্য ধরনের ভাইফোঁটা: প্রখ্যাত আলোকচিত্রী ক্যামেরায়

খবর অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার ছিল ভাইফোঁটা। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘায়ু কামনা করলেন...

শতবর্ষে স্মরণ অভিনেতা সন্তোষ দত্তকে, কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রদর্শনী

‘জটায়ু’-খ্যাত অভিনেতা সন্তোষ দত্তের জন্মশতবর্ষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজিত হচ্ছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। নাতি পি রাজ জানিয়েছেন, প্রয়োজনে তিনি বিরল ছবি ও স্মারক সামগ্রী উৎসব আয়োজকদের সঙ্গে ভাগ করবেন।