Home খবর কলকাতা সাধারণতন্ত্র দিবস ২০২৩: সেজে উঠেছে রেড রোড

সাধারণতন্ত্র দিবস ২০২৩: সেজে উঠেছে রেড রোড

0
জাতীয় পতাকার রঙে মুড়েছে রেড রোড। ছবি: রাজীব বসু

কলকাতা: বৃহস্পতিবার সাধারণতন্ত্র দিবস। ‘২৬ জানুয়ারি’ পালন করতে সেজে উঠেছে কলকাতার রেড রোড। ফুল ড্রেস কুচকাওয়াজ এবং অন্যান্য অনুশীলনের দুর্দান্ত কিছু মুহূর্ত ধরা পড়ল রাজীব বসুর ক্যামেরায়।

এ বার আর কোভিডের চোখ রাঙানি নেই। যে কারণে অভাব নেই বিপুল উদ্দীপনারও। ছবি: রাজীব বসু

এ বছর দেশের ৭৪তম সাধারণতন্ত্র দিবস। উদ্‌যাপনের যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ কলকাতার রেড রোডে। ছবি: রাজীব বসু

১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকরী হওয়ার ঘটনাকে স্মরণ করে ভারতে সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস পালিত হয়। চলছে কুচকাওয়াজের মহড়া। ছবি: রাজীব বসু

সেনাবাহিনীর কুচকাওয়াজ, সমরাস্ত্র প্রদর্শনী- সবই থাকবে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে। ছবি: রাজীব বসু

সাধারণতন্ত্র দিবসের প্রস্তুতিতে ফুল ড্রেস কুচকাওয়াজের মহড়া। ছবি: রাজীব বসু

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হবে কুচকাওয়াজ। তার আগেই সারা হয়েছে মহড়া। ছবি: রাজীব বসু

সাধারণতন্ত্র দিবসের প্রস্তুতিতে স্কুল পড়ুয়াদের অনুশীলন। ছবি: রাজীব বসু

সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে উঠে আসবে আঞ্চলিক সংস্কৃতি, চলছে তারই রিহার্সাল। ছবি: রাজীব বসু

সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে উঠে আসবে আঞ্চলিক সংস্কৃতি, চলছে তারই রিহার্সাল। ছবি: রাজীব বসু

জাতীয় পতাকার রঙে কৌশল প্রদর্শন। সাধারণতন্ত্র দিবসের আগে তারই মহড়া। ছবি: রাজীব বসু

রেড রোডে সাধারণতন্ত্র দিবসের প্যারেডে থাকছে রাজ্য সরকারের দুর্গাপুজোর ট্যাবলো। ছবি: রাজীব বসু

আরও দেখুন: সাধারণতন্ত্র দিবসের মহড়া শুরু রেড রোডে, জানুন সাত-সতের

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version