Home খবর দেশ পদ্মবিভূষণ পাচ্ছেন ওআরএস-এর জনক দিলীপ মহালনবীশ

পদ্মবিভূষণ পাচ্ছেন ওআরএস-এর জনক দিলীপ মহালনবীশ

পদ্মবিভূষণ পাচ্ছেন ওআরএস-এর জনক দিলীপ মহালনবীশ। ৭৪ তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এক বিবৃতি কেন্দ্র পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে তাঁর তৈরি ওআরএস ‘বিশ্বব্যাপী পাঁচ কোটি মানুষের জীবন বাঁচিয়েছে।’

ওআরএস, বর্তমানে সকলের কাছে পরিচিত এক ওষুধ। কলেরা কিংবা ডায়েরিয়া সারাতে মক্ষম দাওয়াই হল এই ওআরএস। পরিমাণ মতো এই ওষুধ ব্যবহারে সুস্থ হতে পারেন কলেরা ও ডায়েরিয়ার মত রোগে আক্রান্ত রোগীরা।

গত বছরের ১৫ অক্টোবর প্রয়াত হন দিলীপ মহালনবীশ। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলার বনগাঁ সীমান্তে বহু মানুষ কলেরায় আক্রান্ত হন। তাঁদের স্যালাইনের ছুঁচের মাধ্যমে নুন-চিনি-বেকিং সোডার সংমিশ্রণ দিয়ে সহজেই অনেকের প্রাণ বাঁচান দিলীপ মহালনবীশ। তারপরে থেকেই ওআরএসের ব্যবহার শুরু হয়। তবে তখন বিশ্বে স্বীকৃতি দেওয়া হয়নি এই ওষুধকে। অধ্যাপক দিলীপ মহালনবীশের পরিশ্রমের জেরে ORS-কে ব্যবহার করার স্বীকৃতি দেওয়া হয় আন্তজার্তিক স্তরে।

খবর অনলাইনে আরও খবর পড়তে Breaking and Latest Bengali News, বাংলা খবর – KhaborOnline

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version