Home খবর কলকাতা সাধারণতন্ত্র দিবসের মহড়া শুরু রেড রোডে, জানুন সাত-সতের

সাধারণতন্ত্র দিবসের মহড়া শুরু রেড রোডে, জানুন সাত-সতের

0
রেড রোডে মহড়া। ছবি: রাজীব বসু

কলকাতা: ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস। রেড রোডে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কুচকাওয়াজের আয়োজন করা হয় প্রতিবছর। দেশের ৭৪তম সাধারণতন্ত্র দিবস পালনের আগে কলকাতার রেড রোডে মহড়া শুরু।

মঙ্গলবার (১৭ জানুয়ারি, ২০২৩) সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ মহড়ার জন্য ভোর থেকে আংশিক যান নিয়ন্ত্রণ জারি হয় রেড রোডে। ছবি: রাজীব বসু

জানা গিয়েছে, এর পর ১৮, ২০ এবং ২১ জানুয়ারি ভোর ৪টে থেকে সকাল ৯টা পর্যন্ত সমস্ত রকম যান চলাচলের জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে রেড রোড। ৯ টার পর রাস্তা খুলে দেওয়া হবে। ছবি: রাজীব বসু

উল্লেখ্য, ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকরী হওয়ার ঘটনাকে স্মরণ করে ভারতে সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস পালিত হয়। ছবি: রাজীব বসু

১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত স্বাধীন হলেও দেশের প্রধান হিসেবে তখনও বহাল ছিলেন ষষ্ঠ জর্জ এবং লর্ড লুই মাউন্টব্যাটেন ছিলেন এর গভর্নর জেনারেল। তখনও দেশে কোনো স্থায়ী সংবিধান ছিল না। ছবি: রাজীব বসু

স্বাধীন ভারতের জন্য একটি স্থায়ী সংবিধান রচনার জন্য ড্রাফটিং কমিটি গঠন করা হয় ১৯৪৭ সালের ২৮ আগস্ট। এই কমিটির চেয়ারম্যান ছিলেন ভীমরাও রামজি আম্বেডকর। ছবি: রাজীব বসু

১৯৪৭ সালের ৪ নভেম্বর কমিটি একটি খসড়া সংবিধান প্রস্তুত করে গণপরিষদে জমা দেয়। বহু বিতর্ক ও কিছু সংশোধনের পর ১৯৫০ সালের ২৪ জানুয়ারি তা অনুমোদন করে গণপরিষদ। ছবি: রাজীব বসু

এর দু’দিন পর সারা দেশব্যাপী এই সংবিধান কার্যকর হয়। সাধারণতন্ত্র দিবস উদ্‌যাপনের প্রধান কর্মসূচি পালিত হয় এই দিনটিকে স্মরণ করে। ছবি: রাজীব বসু

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version