Home কেনাকাটা ৮০০ টাকার মধ্যে এই ৮ টি ব্র্যান্ড থেকে কিনতে পারেন নেতাজি কস্টিউম

৮০০ টাকার মধ্যে এই ৮ টি ব্র্যান্ড থেকে কিনতে পারেন নেতাজি কস্টিউম

0

মাত্র হাতে গোনা কয়েকটা দিন। আর কয়েক দিন পরেই প্রজাতন্ত্র দিবস। প্রতি বছর ২৬ জানুয়ারি পালিত হয় প্রজাতন্ত্র দিবস।

২৬শে জানুয়ারি মানেই একটা ছুটির দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে হয় কোথাও বেড়াতে যাওয়া, না হলে টিভির সামনে বসে প্যারেড দেখা। কিন্তু এই বছরে যদি একটু অন্যরকম ভাবে পালন করেন প্রজাতন্ত্র দিবস। যদি আপনার ছোট্ট শিশুটি নেতাজীর পোশাকে সেজে প্যারেডে অংশগ্রহণ করে। তাহলে তো মন্দ হয় না।

১। কেকলাকৃতী সুভাষচন্দ্র বোস ন্যাশানাল হিরো কস্টিউম-

এই পোশাকটি ৩-৪, ৫-৬, ৭-৮, ৯-১০ বছর বয়সী বাচ্চাদের পাওয়া যাবে। পোশাকটি পরিষ্কার করার সময়ে ওয়াসিং মেশিন ও হাতে দুই ভাবেই করা যাবে।

দাম- ৬০০ টাকা।

২। চান্দু কি দুকান সুভাষচন্দ্র বোস ফ্যান্সি ড্রেস-

এই ড্রেসটি ছোট শিশুদের জন্য। প্রজাতন্ত্র দিবসে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে পড়তে পারে এই পোশাক।

দাম- ৬৯৯ টাকা।

৩। বুকমাই কস্টিউম সুভাষচন্দ্র বোস কস্টিউম-

এই পোশাকটি পুরো কটনের। খাকি রঙের এই পোশাকটি বাচ্চাদের জন্য।

দাম- ৬৮৩ টাকা।

৪। কাকু ফ্যান্সি ড্রেসেস সুভাষচন্দ্র বোস-

এই পোশাকটি খুব হালকা, নরম। এছাড়া পোশাকটি পলিয়েস্টার ফেব্রিক দিয়ে বানানো হয়েছে।

দাম- ৬৯৯ টাকা।

৫। স্মুকতার নেতাজি সুভাষচন্দ্র বোস কস্টিউম-

এই পোশাকটি ৫-১১ বছর পর্যন্ত পাওয়া যাবে অ্যামাজনে।

দাম-৮০৭ টাকা।

৬। আইটিএসমাইকস্টিউম সুভাষচন্দ্র বোস কস্টিউম-

 এই পোশাকটি ২-১৮ বছর বয়স পর্যন্ত পাওয়া যাবে। পোশাকটি পরিষ্কার করার সময়ে ওয়াসিং মেশিন ও হাতে দুই ভাবেই করা যাবে।

দাম- ৬৭৫ টাকা।

৭। এআইএস কিডস সুভাষচন্দ্র বোস কস্টিউম-

সবুজ রঙের এই পোশাকটি রেগুলার ফিট টাইপের।

দাম- ৭৯৯ টাকা।

৮। রাজ কস্টিউম সুভাষচন্দ্র বোস কস্টিউম-

এই কস্টিউমটি ৩-১৪ বছর বয়স পর্যন্ত পাওয়া যাবে।

দাম- ৭২৫ টাকা।

কেনাকাটা করতে ভালো লাগলে দেখুন খবর অনলাইন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version