Homeখবরকলকাতাচাপের মুখে পদত্যাগ করলেন আরজি কর হাসপাতালের অধ্যক্ষ

চাপের মুখে পদত্যাগ করলেন আরজি কর হাসপাতালের অধ্যক্ষ

প্রকাশিত

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. সন্দীপ ঘোষ অবশেষে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। জুনিয়র চিকিৎসকদের লাগাতার আন্দোলনের চাপের মুখে সোমবার সকালে এই সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, এটি তাঁর নিজস্ব সিদ্ধান্ত এবং স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তবে, তাঁর ইস্তফার পরেও আন্দোলনকারী ছাত্রছাত্রী এবং জুনিয়র চিকিৎসকরা লিখিত পদত্যাগপত্র জমা দেওয়ার দাবি তুলেছেন এবং মুখের কথায় তাঁরা পদত্যাগ মানতে নারাজ।

সোমবার সাংবাদিকদের সামনে নিজের ইস্তফা ঘোষণার সময় ডা. ঘোষ বলেন, ‘‘আমার পদত্যাগই ছাত্রছাত্রীদের কাম্য ছিল এবং সারা রাজ্যের এই দাবি ছিল বলে মনে হয়েছে। আশা করি, এ বার ছাত্রছাত্রী এবং জুনিয়র চিকিৎসকেরা তাঁদের কাজে ফিরে যাবেন।’’ তিনি আরও বলেন, ‘‘গত কয়েক দিনে আমি এবং আমার পরিবার যে মানসিক যন্ত্রণা সহ্য করেছি, তা অসহনীয়। তাই, বাবা হিসাবে আমি লজ্জিত হয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’’

সোমবার আরজি করের বাইরে দাঁড়িয়েই সন্দীপ ঘোষ বলেন, “ঘটনার পর ফরেনসিক বিশেষজ্ঞরা পৌঁছে যান ঘটনার ২ ঘণ্টার মধ্যে। পুলিশ পৌঁছে যায়। সিপিও আসেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আন্ডারে সব কিছুই কমপ্লিট হয়ে যায় খুবই অল্প সময়ের মধ্যে। সে রকম যদি হত, আমার হাসপাতালের সিসিটিভি ফুটেজ ১ ঘণ্টার মধ্যে আমি পুলিশকে হ্যান্ডওভার করতাম না। অনেক ক্ষেত্রে দোষীদের ধরতেই পুলিশের অনেক সময় লেগে যায়। এক্ষেত্রে কিন্তু বেশি সময় লাগেনি। ১ জনকে অন্তত ২৪ ঘণ্টার মধ্যে ধরে ফেলেছে।”

যদিও তিনি পদত্যাগ করেছেন, সন্দীপ ঘোষের মতে, আরজি করের এই ঘটনার পেছনে রয়েছে ‘রাজনীতির খেলা’। তাঁর মতে, এই ঘটনা নিয়ে কিছু বিরুদ্ধ গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করছে। তবে, তিনি সরকারি কর্মচারী হিসেবে শেষ মুহূর্ত পর্যন্ত নিজের দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন।

অধ্যক্ষের পদত্যাগের পরেও আন্দোলনকারীরা তাঁদের দাবি থেকে সরছেন না। আন্দোলনকারীদের মধ্যে এক জন জানান, ‘‘আমরা মুখের কথায় বিশ্বাস করি না। আমাদের লিখিত পদত্যাগপত্র চাই। আমাদের একাধিক দাবি রয়েছে এবং সব দাবি মেনে নেওয়া না হলে আন্দোলন চলবে।’’

উল্লেখ্য, আরজি কর মেডিক্যাল কলেজের এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে হত্যা করার ঘটনার প্রতিবাদে গত শুক্রবার থেকে আন্দোলনে নেমেছেন বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা। প্রথমে তাঁরা জরুরি বিভাগ বাদে অন্যান্য বিভাগে কর্মবিরতি ঘোষণা করেন এবং সোমবার থেকে জরুরি বিভাগেও কর্মবিরতির ডাক দেওয়া হয়। তাঁদের দাবি, উপযুক্ত তদন্তের মাধ্যমে দোষীদের কঠোর শাস্তি প্রদান এবং হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলো-ছায়ার কল্পলোক ও ‘গোড়ার কথা’, বিমল সামন্তের থিমে মাতাবে আহিরীটোলা যুবকবৃন্দের পুজো 

আহিরীটোলা যুবকবৃন্দে আলো-ছায়ার কল্পলোক, অবসরে শেকড়ে ফেরার ডাক—বিমল সামন্তের অনন্য থিমে দুর্গাপুজো সাজছে কলকাতা।

বর্ষা বিদায় নিতে শুরু করলেও পুজোয় বৃষ্টির হাত থেকে নিস্তার নেই পশ্চিমবঙ্গের

এবার পুজোটাই পড়েছে বর্ষাতে। তাই বর্ষার আর কী দোষ! বৃষ্টি হবেই। কিছু করার নেই।

নির্ধারিত সময়ের আগেই রাজস্থানে বর্ষা বিদায়, পশ্চিমবঙ্গে কবে?

রাজস্থানের পশ্চিম প্রান্ত থেকে নির্ধারিত সময়ের তিন দিন আগেই বর্ষার বিদায়যাত্রা শুরু। পঞ্জাব-গুজরাট থেকেও বিদায় নেবে বর্ষা। এদিকে দিঘায় ১২ ঘণ্টায় রেকর্ড ১৯৮ মিমি বৃষ্টি।

এশিয়া কাপ: পাকিস্তান ধরাশায়ী, গ্রুপের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতল ভারত  

পাকিস্তান: ১২৭-৯ (শাহিবজাদা ফারহান ৪০, শাহিন শাহ আফ্রিদি ৩৩ নট আউট, কুলদীপ যাদব ৩-১৮,...

আরও পড়ুন

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।