Homeখবরকলকাতাটালির নালা সংস্কারে ৮০০ কোটি টাকার প্রকল্প, উপকৃত হবেন কয়েক লক্ষ মানুষ

টালির নালা সংস্কারে ৮০০ কোটি টাকার প্রকল্প, উপকৃত হবেন কয়েক লক্ষ মানুষ

প্রকাশিত

কলকাতা পুরসভা (KMC) টালির নালা বা আদি গঙ্গার পুনরুজ্জীবনে ৮০০ কোটি টাকার বিশাল প্রকল্পের কাজ শুরু করতে চলেছে। বিশ্বব্যাঙ্কের তহবিলে চালিত এই প্রকল্পটি আদি গঙ্গার ধারণক্ষমতা বাড়ানোর পাশাপাশি নালার দু’পাশের নিকাশি ব্যবস্থার পূর্ণ সংস্কার করবে। খিদিরপুর (দই ঘাট) থেকে গড়িয়া পর্যন্ত বিস্তৃত এই প্রকল্পে উপকৃত হবেন লক্ষ লক্ষ বাসিন্দা।

পুরসভা সূত্রে জানা গেছে, এটি রাজ্যের কোনো একক পরিকাঠামো খাতে সবচেয়ে বড় বিনিয়োগ। প্রকল্পটি ২০২৫ সালের শুরুতে শুরু হয়ে ২০২৭ সালের শেষের দিকে সম্পন্ন হবে। পুরসভার এক আধিকারিক জানান, “কেন্দ্রীয় সরকারের উদ্যোগে বিশ্বব্যাঙ্কের মাধ্যমে পুরো অর্থের ব্যবস্থা করা হয়েছে এবং এটি ‘নমামি গঙ্গে’ প্রকল্পের আওতায় অনুমোদিত।”

এই প্রকল্পের আওতায় পুরসভা আদি গঙ্গার খনন করবে। এই আদি গঙ্গা ২৮টি KMC ও তিনটি রাজপুর-সোনারপুর পৌরসভার ওয়ার্ডের মধ্য দিয়ে প্রবাহিত। এর পাশাপাশি তিনটি প্রধান সিউয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (STP) তৈরি হবে এবং ২৩টি ড্রেনেজ পাম্পিং স্টেশনের ক্ষমতা বাড়ানো ও পুনর্নির্মাণ করা হবে।

ঢালাই ব্রিজ (গড়িয়া), গল্ফ গার্ডেন এবং বাঁশদ্রোনী এলাকায় এই তিনটি STP নির্মাণ করা হবে। এগুলি থেকে ২৮টি KMC ওয়ার্ড এবং তিনটি রাজপুর-সোনারপুর পৌরসভার বাড়িগুলির বর্জ্য জল পরিশোধিত হবে। পুর আধিকারিকদের মতে, “বর্তমানে আদি গঙ্গায় সরাসরি বর্জ্য জল ফেলা হয়, যা দূষণের প্রধান কারণ। প্রকল্পটি সম্পন্ন হলে শুধুমাত্র পরিশোধিত জল নালায় ফেলা হবে। এর ফলে জল দূষণ কমবে এবং বাসিন্দাদের স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত হবে।”

মেয়র ফিরহাদ হাকিম জানান, প্রকল্পটি কার্যকর করতে খিদিরপুর থেকে গড়িয়া পর্যন্ত প্রায় ৫০ কিমি এলাকায় নতুন ড্রেনেজ পাইপলাইন বসানো হবে। এই পাইপলাইনগুলি ড্রেনেজ পাম্পিং স্টেশনগুলিকে প্রস্তাবিত STP-র সঙ্গে যুক্ত করবে। “জল পরিশোধনের প্রক্রিয়া শুরু হলে নালার জলের রঙ উল্লেখযোগ্যভাবে বদলাবে, এবং বাসিন্দারা দূষণমুক্ত পরিবেশ পাবেন,” তিনি জানান।

তবে, ড্রেনেজ পাম্পিং স্টেশনগুলির ক্ষমতা বাড়ানো প্রকল্পের অন্যতম বড় চ্যালেঞ্জ। পুর আধিকারিকদের মতে, “কিছু পাম্পিং স্টেশন ভেঙে নতুনভাবে তৈরি করতে হতে পারে।”

প্রকল্প সম্পন্ন হলে টালির নালার খননের মাধ্যমে বর্ষাকালে হেস্টিংস, কালিঘাট, চেতলা, বাঁশদ্রোনী, কুদঘাট এবং গড়িয়া এলাকার জল জমার সমস্যা অনেকটাই কমবে। পুরসভার দাবি, এই প্রকল্পের ফলে লক্ষ লক্ষ বাসিন্দা জল জমার সমস্যা থেকে মুক্তি পাবেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কী কারণে অশান্ত লাদাখ? বিক্ষোভ নিয়ে কী অবস্থান রাজনৈতিক দলগুলির?

কেন উত্তপ্ত লাদাখ? এই অঞ্চলে অস্থিরতার পেছনের রাজনৈতিক ও সামাজিক কারণগুলো কী? পড়ুন লাদাখের মানুষের মূল দাবি, যেমন পূর্ণ রাজ্যের মর্যাদা ও সাংবিধানিক সুরক্ষার বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ।

এশিয়া কাপ: ফাইনালে ভারত, ৩ বল বাকি থাকতেই গুঁড়িয়ে গেল বাংলাদেশ

ভারত: ১৬৮-৬ (অভিষেক শর্মা ৭৫, হার্দিক পাণ্ড্য ৩৮, শুভমন গিল ২৯, রিশাদ হোসেন ২-২৭) বাংলাদেশ:...

পুজোর মুখে সুখবর, সস্তা হচ্ছে কলকাতা মেট্রোর স্মার্ট কার্ড, বৈধতা বাড়ল ১০ বছর

পুজোর আগে বড় ঘোষণা কলকাতা মেট্রোর। সস্তা হচ্ছে স্মার্ট কার্ড, বৈধতা এক বছরের বদলে হবে ১০ বছর। জেনে নিন নতুন নিয়ম।

কলকাতার দুর্গাপুজোয় অনন্য উদ্যোগ, বাচ্চাদের জন্য ‘আল্টিমা বাহন’ নিয়ে এল এভারেডি

বড় বাজেটের ঝলমলে পুজোর মাঝেও অনন্য উদ্যোগ। কলকাতার এক স্কুলের বাচ্চাদের দুর্গাপুজোয় এভারেডির তৈরি ব্যাটারিচালিত ‘আল্টিমা বাহন’।

আরও পড়ুন

পুজোর মুখে সুখবর, সস্তা হচ্ছে কলকাতা মেট্রোর স্মার্ট কার্ড, বৈধতা বাড়ল ১০ বছর

পুজোর আগে বড় ঘোষণা কলকাতা মেট্রোর। সস্তা হচ্ছে স্মার্ট কার্ড, বৈধতা এক বছরের বদলে হবে ১০ বছর। জেনে নিন নতুন নিয়ম।

কলকাতার দুর্গাপুজোয় অনন্য উদ্যোগ, বাচ্চাদের জন্য ‘আল্টিমা বাহন’ নিয়ে এল এভারেডি

বড় বাজেটের ঝলমলে পুজোর মাঝেও অনন্য উদ্যোগ। কলকাতার এক স্কুলের বাচ্চাদের দুর্গাপুজোয় এভারেডির তৈরি ব্যাটারিচালিত ‘আল্টিমা বাহন’।

রাতভর রেকর্ড বৃষ্টিতে অচল কলকাতা! ৭ জনের মৃত্যু, জলমগ্ন হাসপাতাল থেকে রেললাইন, কী বলছে হাওয়া অফিস?

রাতভর টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা। বহু এলাকা জলমগ্ন, রেল-রাস্তায় পরিষেবা ব্যাহত। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৭ জনের। পুজোর আগে আশঙ্কা আরও বাড়ল।