Homeখবরকলকাতাসল্টলেক বাইপাসে আন্ডারগ্রাউন্ড কেবল প্রকল্প, নিশ্চিত হবে সড়কপথে নিরবচ্ছিন্ন আলোকসজ্জা

সল্টলেক বাইপাসে আন্ডারগ্রাউন্ড কেবল প্রকল্প, নিশ্চিত হবে সড়কপথে নিরবচ্ছিন্ন আলোকসজ্জা

প্রকাশিত

কলকাতা: সল্টলেক বাইপাসের ২.৫ কিলোমিটার দীর্ঘ চিংড়িঘাটা ফ্লাইওভার অ্যাপ্রোচ রোড থেকে জে.কে. সাহা ব্রিজ পর্যন্ত অংশে আন্ডারগ্রাউন্ড কেবল কন্ডুইট তৈরি করবে নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি (এনডিআইটিএ)। এর মাধ্যমে সড়কপথে স্ট্রিট লাইটিং ব্যবস্থা নিরবচ্ছিন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এনডিআইটিএ-র এক আধিকারিক জানিয়েছেন, বর্তমানে প্রধান বৈদ্যুতিক লাইনটি পোলের নীচে সরু পাইপলাইনের মধ্য দিয়ে চলে, যা মেট্রো নির্মাণের কাজের কারণে প্রায়ই ক্ষতিগ্রস্ত হয়। এতে স্ট্রিট লাইটিং ব্যবস্থাও ব্যাহত হয়। তিনি বলেন, “প্রধান লাইনটি অত্যন্ত নীচু গভীরতায় এবং সরু পাইপ দিয়ে যায়। মেট্রোর কাজের কারণে এটি প্রায়ই ক্ষতিগ্রস্ত হয়। আন্ডারগ্রাউন্ড কন্ডুইটের মাধ্যমে এই সমস্যার সমাধান হবে।”

এই প্রকল্পের অধীনে প্রায় ১০০টি স্ট্রিট লাইট পোল রয়েছে, যেগুলির মধ্যে ৩০ মিটার ব্যবধান। প্রকল্পটি সম্পন্ন করতে প্রায় ৫৫.৬ লক্ষ টাকা ব্যয় হবে এবং কাজ শুরু হওয়ার দুই মাসের মধ্যে এটি শেষ করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। কেবল স্থাপনের পর ফুটপাতের সংস্কারও করা হবে।

এর আগে সেক্টর ভি-র বেশ কয়েকটি অংশে এনডিআইটিএ কর্তৃপক্ষ বিভিন্ন কাজের জন্য খনন করা রাস্তার মেরামতি ও পুনরুদ্ধার করেছে। পাশাপাশি, মেট্রো নির্মাণের কারণে ক্ষতিগ্রস্ত ড্রেনেজ নেটওয়ার্কও পুনরুদ্ধার করা হয়েছে। এনডিআইটিএ ইতিমধ্যেই সেক্টর ফাইভে-তে ওভারহেড কেবল অপসারণের জন্য আন্ডারগ্রাউন্ড ডক্ট স্থাপন করেছে।

সল্টলেক বাইপাসের এই অংশটি আগামী বছরে নতুন রূপ পাবে। সেক্টর ভি-র আইকনিক গেটটি স্থাপন করা হবে উইপ্রো মোড়ের কাছে। এছাড়াও, সল্টলেক বাইপাসের ওপর দিয়ে ইএম বাইপাস থেকে নিউটাউন পর্যন্ত প্রস্তাবিত ফ্লাইওভারের কাজও আগামী বছর শুরু হবে।

এনডিআইটিএ উইপ্রো মোড় থেকে কলেজ মোড় পর্যন্ত অংশকে স্মার্ট স্ট্রিটে পরিণত করার পরিকল্পনা করছে। এতে সাইকেল লেন, স্মার্ট বাস স্ট্যান্ড, ওয়াটার এটিএম, সিসিটিভি নজরদারি, আলোকসজ্জা, এবং পাবলিক আর্টের মতো সুযোগ-সুবিধা থাকবে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

আরও পড়ুন

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

মহানগরীতে অন্য ধরনের ভাইফোঁটা: প্রখ্যাত আলোকচিত্রী ক্যামেরায়

খবর অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার ছিল ভাইফোঁটা। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘায়ু কামনা করলেন...

শতবর্ষে স্মরণ অভিনেতা সন্তোষ দত্তকে, কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রদর্শনী

‘জটায়ু’-খ্যাত অভিনেতা সন্তোষ দত্তের জন্মশতবর্ষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজিত হচ্ছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। নাতি পি রাজ জানিয়েছেন, প্রয়োজনে তিনি বিরল ছবি ও স্মারক সামগ্রী উৎসব আয়োজকদের সঙ্গে ভাগ করবেন।