Homeখবরকলকাতাসল্টলেক বাইপাসে আন্ডারগ্রাউন্ড কেবল প্রকল্প, নিশ্চিত হবে সড়কপথে নিরবচ্ছিন্ন আলোকসজ্জা

সল্টলেক বাইপাসে আন্ডারগ্রাউন্ড কেবল প্রকল্প, নিশ্চিত হবে সড়কপথে নিরবচ্ছিন্ন আলোকসজ্জা

প্রকাশিত

কলকাতা: সল্টলেক বাইপাসের ২.৫ কিলোমিটার দীর্ঘ চিংড়িঘাটা ফ্লাইওভার অ্যাপ্রোচ রোড থেকে জে.কে. সাহা ব্রিজ পর্যন্ত অংশে আন্ডারগ্রাউন্ড কেবল কন্ডুইট তৈরি করবে নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি (এনডিআইটিএ)। এর মাধ্যমে সড়কপথে স্ট্রিট লাইটিং ব্যবস্থা নিরবচ্ছিন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এনডিআইটিএ-র এক আধিকারিক জানিয়েছেন, বর্তমানে প্রধান বৈদ্যুতিক লাইনটি পোলের নীচে সরু পাইপলাইনের মধ্য দিয়ে চলে, যা মেট্রো নির্মাণের কাজের কারণে প্রায়ই ক্ষতিগ্রস্ত হয়। এতে স্ট্রিট লাইটিং ব্যবস্থাও ব্যাহত হয়। তিনি বলেন, “প্রধান লাইনটি অত্যন্ত নীচু গভীরতায় এবং সরু পাইপ দিয়ে যায়। মেট্রোর কাজের কারণে এটি প্রায়ই ক্ষতিগ্রস্ত হয়। আন্ডারগ্রাউন্ড কন্ডুইটের মাধ্যমে এই সমস্যার সমাধান হবে।”

এই প্রকল্পের অধীনে প্রায় ১০০টি স্ট্রিট লাইট পোল রয়েছে, যেগুলির মধ্যে ৩০ মিটার ব্যবধান। প্রকল্পটি সম্পন্ন করতে প্রায় ৫৫.৬ লক্ষ টাকা ব্যয় হবে এবং কাজ শুরু হওয়ার দুই মাসের মধ্যে এটি শেষ করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। কেবল স্থাপনের পর ফুটপাতের সংস্কারও করা হবে।

এর আগে সেক্টর ভি-র বেশ কয়েকটি অংশে এনডিআইটিএ কর্তৃপক্ষ বিভিন্ন কাজের জন্য খনন করা রাস্তার মেরামতি ও পুনরুদ্ধার করেছে। পাশাপাশি, মেট্রো নির্মাণের কারণে ক্ষতিগ্রস্ত ড্রেনেজ নেটওয়ার্কও পুনরুদ্ধার করা হয়েছে। এনডিআইটিএ ইতিমধ্যেই সেক্টর ফাইভে-তে ওভারহেড কেবল অপসারণের জন্য আন্ডারগ্রাউন্ড ডক্ট স্থাপন করেছে।

সল্টলেক বাইপাসের এই অংশটি আগামী বছরে নতুন রূপ পাবে। সেক্টর ভি-র আইকনিক গেটটি স্থাপন করা হবে উইপ্রো মোড়ের কাছে। এছাড়াও, সল্টলেক বাইপাসের ওপর দিয়ে ইএম বাইপাস থেকে নিউটাউন পর্যন্ত প্রস্তাবিত ফ্লাইওভারের কাজও আগামী বছর শুরু হবে।

এনডিআইটিএ উইপ্রো মোড় থেকে কলেজ মোড় পর্যন্ত অংশকে স্মার্ট স্ট্রিটে পরিণত করার পরিকল্পনা করছে। এতে সাইকেল লেন, স্মার্ট বাস স্ট্যান্ড, ওয়াটার এটিএম, সিসিটিভি নজরদারি, আলোকসজ্জা, এবং পাবলিক আর্টের মতো সুযোগ-সুবিধা থাকবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

আরও পড়ুন

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।