শিয়ালদহ মেট্রো স্টেশনের সঙ্গে রেলস্টেশনকে সংযুক্ত করা সাবওয়ে অবশেষে সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হলো বৃহস্পতিবার। প্রায় তিন বছর ধরে মেট্রো স্টেশন চালু থাকলেও সাবওয়ের কাজ শেষ না হওয়ায় যাত্রীদের অসুবিধা হচ্ছিল।
প্রতিদিন প্রায় ৩৫,০০০ থেকে ৪০,০০০ যাত্রী শিয়ালদহ মেট্রো স্টেশন ব্যবহার করেন, যাদের মধ্যে অনেকে শহরতলি থেকে লোকাল ট্রেনে এসে মেট্রোয় চড়েন। সাবওয়ে চালুর ফলে এবার যাত্রীরা ভিড় এড়িয়ে সহজেই এক স্টেশন থেকে অন্য স্টেশনে পৌঁছতে পারবেন।
বিকাশ ভবনের কর্মী আশুতোষ দাস বলেন, “এবার আর ট্রেন ধরতে দৌড়তে হবে না। সরাসরি সাবওয়ের মাধ্যমে প্ল্যাটফর্মে চলে যাওয়া যাবে।”
শিয়ালদহ ডিভিশনের DRM দীপক নিগম বলেন, “এই সাবওয়ের ফলে ট্রেন এবং রাস্তার যানবাহন থেকে পথচারীরা আলাদা হয়ে গেলেন, ফলে চলাচল আরও স্বাচ্ছন্দ্যের হবে।”
এই আধুনিক সাবওয়েতে শারীরিকভাবে অক্ষমদের জন্য র্যাম্প, উন্নত বায়ু চলাচল ব্যবস্থা এবং প্রয়োজনীয় নির্দেশিকা দেওয়া হয়েছে। ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর সম্প্রতি সাবওয়ের প্রস্তুতি পরিদর্শন করেন এবং দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন।
আগামী কয়েক মাসের মধ্যেই সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা পুরোপুরি চালু করার পরিকল্পনা রয়েছে। পূর্ব রেলের এক আধিকারিক বলেন, “শিয়ালদহ মেট্রো স্টেশনের যাত্রীসংখ্যা ক্রমেই বাড়ছে। ঠিক সময়েই সাবওয়ে খুলে দেওয়া হলো, যা যাত্রীদের ভোগান্তি কমাবে।”