শহরে বড় পদক্ষেপ নিল স্কেচার্স, দ্য কমফোর্ট টেকনোলজি কোম্পানি®। সাউথ সিটি মলে উদ্বোধন হল সংস্থার নতুন স্টোরের। প্রায় ২,৪৫৩ বর্গফুট জুড়ে তৈরি এই নতুন আউটলেটটি আগের তুলনায় তিনগুণ বড়। এখানে পাওয়া যাবে স্কেচার্সের সম্পূর্ণ লাইফস্টাইল ও পারফরম্যান্স ফুটওয়্যার সংগ্রহ, সম্প্রসারিত অ্যাপারেল লাইন এবং আলাদা স্পোর্টস সেকশন। বিশেষ আকর্ষণ, পূর্ব ভারতের প্রথম ডিজিটাল ফ্যাসাড—যা নতুন অভিজ্ঞতা দেবে ক্রেতাদের।
স্টোর উদ্বোধন করেন বলিউড তারকা এবং স্কেচার্সের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। এটাই ছিল অভিনেতার প্রথম আনুষ্ঠানিক উপস্থিতি ব্র্যান্ডের সঙ্গে।
স্টোর পুনরায় চালুর সঙ্গে আয়োজন করা হয় স্কেচার্স কমিউনিটি গোল চ্যালেঞ্জের ১০ম সংস্করণ। কার্তিকের নেতৃত্বে অংশগ্রহণকারীরা একসঙ্গে ১,০০০ কিলোমিটার দৌড়ে লক্ষ্য পূর্ণ করেন। এর পর স্কেচার্স কলকাতার খেল ফাউন্ডেশনে ১০০ জোড়া শিশুদের জুতো দান করে। খেল ফাউন্ডেশন আর্থিক ও পরিকাঠামোগত বাধা দূর করে সুবিধাবঞ্চিত শিশুদের খেলাধুলায় এগিয়ে যেতে সহায়তা করে।

স্কেচার্স সাউথ এশিয়া প্রাইভেট লিমিটেড-এর সিইও রাহুল ভীরা বলেন, “কলকাতা আমাদের কাছে বিশেষ বাজার। সাউথ সিটি মলের এই নতুন স্টোর আমাদের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করছে—যেখানে ফুটওয়্যার, অ্যাপারেল ও স্পোর্টস সেকশন সব একসঙ্গে পাওয়া যাবে। আর কমিউনিটি গোল চ্যালেঞ্জ আমাদের দর্শনকে তুলে ধরে—যেখানে ফিটনেসের সঙ্গে সমাজকেও কিছু ফিরিয়ে দেওয়া হয়।”
অভিনেতা কার্তিক আরিয়ান বলেন, “কলকাতা সব সময়ই আমার কাছে বিশেষ শহর। এখানে স্কেচার্স কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে দারুণ অনুপ্রেরণা পেয়েছি। স্কেচার্স শুধু মানুষকে ফিটনেসে উৎসাহিত করে না, পাশাপাশি সমাজের জন্যও কাজ করে—এটা আমাকে সত্যিই গর্বিত করে।”
আরও পড়ুন: পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর