Homeখবরকলকাতাআরজি কর-কাণ্ডে ফের প্রতিবাদী সৌরভ? কালো করলেন এক্স হ্যান্ডেল, ডোনার নাচের স্কুলের...

আরজি কর-কাণ্ডে ফের প্রতিবাদী সৌরভ? কালো করলেন এক্স হ্যান্ডেল, ডোনার নাচের স্কুলের মিছিলের প্রস্তুতি

প্রকাশিত

আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া নৃশংস ধর্ষণ এবং খুনের ঘটনার আবারও প্রতিবাদী ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার রাত ১০টা ২০ মিনিটে তিনি এক্স -এ নিজের প্রোফাইল ছবি মুছে দিয়ে তার জায়গায় কালো রং ব্যবহার করেন। যদিও তিনি সরাসরি কোনও মন্তব্য করেননি, তবে ধারণা করা হচ্ছে এই পদক্ষেপের মাধ্যমে তিনি আরজি করের ঘটনাটির প্রতিবাদ করছেন।

সৌরভের এই পদক্ষেপের মাধ্যমে সমাজমাধ্যমে আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকেই তাঁর এই কালো প্রোফাইল ছবিকে আরজি করের ঘটনার প্রতিবাদ হিসেবে দেখছেন। বর্তমানে সমাজমাধ্যমে বহু মানুষই তাঁদের প্রোফাইল ছবিতে কালো রং ব্যবহার করে প্রতিবাদ জানাচ্ছেন।

এদিকে, সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল থেকেও আরজি কর-কাণ্ডের প্রতিবাদে মিছিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডোনা শনিবার একটি অনুষ্ঠানে জানিয়েছিলেন যে ১৪ আগস্ট রাতে প্রতিবাদ মিছিলে যোগ দেওয়ার পরিকল্পনা ছিল, তবে তাঁদের মেয়ে সানা অসুস্থ হয়ে পড়ায় সেই পরিকল্পনা বাতিল করতে হয়েছিল। সানার হঠাৎ ডিহাইড্রেশন এবং বমি শুরু হওয়ার কারণে তাঁরা মিছিলে যোগ দিতে পারেননি।

ডোনা আরও জানিয়েছেন, ‘‘সে দিন আমরা ঠিক করেছিলাম পথে নামব। কিন্তু সানার অসুস্থতার জন্য আর নামা হয়নি।’’ যদিও এখানে ‘আমরা’ বলতে তিনি সৌরভেরও ইঙ্গিত দিয়েছিলেন কিনা, তা স্পষ্ট করেননি। সৌরভ নিজে এই বিষয়ে কিছু বলেননি, তবে শনিবারের অনুষ্ঠানে তাঁকে যখন ভবিষ্যতে আবার কোনও প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তিনি শুধু বলেছিলেন, ‘‘দেখা যাক।’’

ডোনার নাচের স্কুল থেকে যে মিছিলের পরিকল্পনা করা হয়েছে, তা শহরে আরজি কর-কাণ্ডের প্রতিবাদে আরও একটি দৃঢ় বার্তা পাঠাবে। শহরের বিশিষ্ট ব্যক্তিত্ব থেকে শুরু করে সাধারণ মানুষ— সবাই এখন পথে নেমে প্রতিবাদ করছেন। সৌরভ এবং ডোনা এর আগেও আরজি করের ঘটনার প্রতিবাদ করেছেন। যদিও প্রাক্তন ভারত অধিনায়কের একটি মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এবার তাঁদের উদ্যোগ সমাজের অন্যান্য অংশকে আরও সক্রিয় করবে বলে আশা করা হচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

স্বামীজির জন্মদিনের পুণ্য প্রভাতে বালির ইটভাটার শ্রমিকদের হাতে কম্বল তুলে দিল ‘গড়িয়া সহমর্মী সোসাইটি’

সুব্রত গোস্বামী ১২ জানুয়ারি বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী, ভারতমায়ের অমৃতসন্তান স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী পালিত হল।...

বায়ুদূষণ ও স্মার্টফোনে বাড়ছে শিশুদের অ্যাংজাইটি ঝুঁকি

শীত বাড়তেই বায়ুদূষণের প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যে। নয়াদিল্লির এইমস ও সিঙ্গাপুরের গবেষণায় উঠে এসেছে, দূষিত বাতাস ও ছোট বয়সে স্মার্টফোন ব্যবহারে শিশুদের অ্যাংজাইটি ও প্যানিক অ্যাটাকের ঝুঁকি বাড়ছে।

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

আরও পড়ুন

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

শুরু হচ্ছে সাবর্ণ রায়চৌধুরী পরিবার পর্ষদ আয়োজিত ২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসব

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস ও ঐতিহ্য প্রদর্শনী ২০২৬-এ বিশেষ আকর্ষণ ‘ফেমাস পিপল রেট্রোস্পেকটিভ’। দুর্লভ নথি ও স্মারকের মাধ্যমে তুলে ধরা হবে বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবন ও অবদান।

আইএসআই ক্যাম্পাসে গাছ কাটা নিয়ে বিতর্ক, কীসের ভিত্তিতে অনুমতি, তদন্তে নামল বন উন্নয়ন পর্ষদ

কলকাতার আইএসআই ক্যাম্পাসে একাধিক গাছ কাটার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক। কেন গাছ কাটা হল ও কী ভাবে অনুমতি মিলল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করল পশ্চিমবঙ্গ বন উন্নয়ন পর্ষদ।