আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া নৃশংস ধর্ষণ এবং খুনের ঘটনার আবারও প্রতিবাদী ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার রাত ১০টা ২০ মিনিটে তিনি এক্স -এ নিজের প্রোফাইল ছবি মুছে দিয়ে তার জায়গায় কালো রং ব্যবহার করেন। যদিও তিনি সরাসরি কোনও মন্তব্য করেননি, তবে ধারণা করা হচ্ছে এই পদক্ষেপের মাধ্যমে তিনি আরজি করের ঘটনাটির প্রতিবাদ করছেন।
সৌরভের এই পদক্ষেপের মাধ্যমে সমাজমাধ্যমে আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকেই তাঁর এই কালো প্রোফাইল ছবিকে আরজি করের ঘটনার প্রতিবাদ হিসেবে দেখছেন। বর্তমানে সমাজমাধ্যমে বহু মানুষই তাঁদের প্রোফাইল ছবিতে কালো রং ব্যবহার করে প্রতিবাদ জানাচ্ছেন।
এদিকে, সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল থেকেও আরজি কর-কাণ্ডের প্রতিবাদে মিছিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডোনা শনিবার একটি অনুষ্ঠানে জানিয়েছিলেন যে ১৪ আগস্ট রাতে প্রতিবাদ মিছিলে যোগ দেওয়ার পরিকল্পনা ছিল, তবে তাঁদের মেয়ে সানা অসুস্থ হয়ে পড়ায় সেই পরিকল্পনা বাতিল করতে হয়েছিল। সানার হঠাৎ ডিহাইড্রেশন এবং বমি শুরু হওয়ার কারণে তাঁরা মিছিলে যোগ দিতে পারেননি।
ডোনা আরও জানিয়েছেন, ‘‘সে দিন আমরা ঠিক করেছিলাম পথে নামব। কিন্তু সানার অসুস্থতার জন্য আর নামা হয়নি।’’ যদিও এখানে ‘আমরা’ বলতে তিনি সৌরভেরও ইঙ্গিত দিয়েছিলেন কিনা, তা স্পষ্ট করেননি। সৌরভ নিজে এই বিষয়ে কিছু বলেননি, তবে শনিবারের অনুষ্ঠানে তাঁকে যখন ভবিষ্যতে আবার কোনও প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তিনি শুধু বলেছিলেন, ‘‘দেখা যাক।’’
ডোনার নাচের স্কুল থেকে যে মিছিলের পরিকল্পনা করা হয়েছে, তা শহরে আরজি কর-কাণ্ডের প্রতিবাদে আরও একটি দৃঢ় বার্তা পাঠাবে। শহরের বিশিষ্ট ব্যক্তিত্ব থেকে শুরু করে সাধারণ মানুষ— সবাই এখন পথে নেমে প্রতিবাদ করছেন। সৌরভ এবং ডোনা এর আগেও আরজি করের ঘটনার প্রতিবাদ করেছেন। যদিও প্রাক্তন ভারত অধিনায়কের একটি মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এবার তাঁদের উদ্যোগ সমাজের অন্যান্য অংশকে আরও সক্রিয় করবে বলে আশা করা হচ্ছে।