আরজি কর কাণ্ডে আগামী বৃহস্পতিবারের মধ্যে সিবিআই-কে মামলার তদন্তের স্টেটাস রিপোর্ট জমা করতে হবে সুপ্রিম কোর্টে। পাশাপাশি ডাক্তারদের নিরাপত্তায় গড়তে হবে জাতীয় টাস্ক ফোর্স। মঙ্গলবার আরজি কর মামলার শুনানিতে এমনটাই নির্দেশ দিল প্রধান বিচারপতির বেঞ্চ।
আরজি কর কাণ্ডে গত ১৮ আগস্ট স্বতঃপ্রণোদিত ভাবে মামলা গ্রহণ করে। এ দিনের শুনানিতে প্রধান বিচারপতি বলেন, “এটা পরিষ্কার যে খুন করা হয়েছে। প্রথম এফআইআরে কি খুনের কথা উল্লেখ ছিল”। একই সঙ্গে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
আরজি কর কাণ্ডের আবহে উঠে এসেছে একের পর এক অভিযোগ। প্রথমে কলকাতা পুলিশ তদন্তে নেমেছিল, মামলা চলছে হাই কোর্টেও। এখন ঘটনার তদন্ত করছে সিবিআই। এ দিন বেঞ্চ বৃহস্পতিবারের মধ্যে সিবিআইয়ের কাছে স্টেটাস রিপোর্ট তলব করল।
চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সাত জনের জাতীয় টাস্ক ফোর্স গঠনেরও নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। দেশের বিভিন্ন রাজ্যের চিকিৎসকদের নিয়ে গঠিত হবে এই টাস্ক ফোর্স। সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ, আরজি করের ঘটনা বিচ্ছিন্ন নয়। এটা চিকিৎসকদের নিরাপত্তা এবং নারী নিরাপত্তার বিষয়। সেই নিরাপত্তা নিশ্চিত করতে টাস্ক ফোর্স গঠন করতে হবে। প্রধান বিচারপতি বলেন, “দেশ আবার একটি ধর্ষণ আর খুনের জন্য অপেক্ষা করবে না, যে তার পর পরিবর্তন হবে।”
এ দিন আরজি কর মামলার শুনানি করে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ। সুপ্রিম কোর্টে এই মামলায় পরবর্তী শুনানি হবে আগামী ২২ আগস্ট।