কলকাতা: কালীপুজোয় রাতভর মানুষের ভিড়ে ভরে ওঠে রাস্তাঘাট। ছোট-বড় মণ্ডপগুলোতে প্রতিমা দর্শনের জন্য লাইন পড়ে যায়। কালীপুজো উপলক্ষে দক্ষিণেশ্বর এবং কালীঘাট মন্দিরে দর্শনার্থীদের যাতায়াত সহজ করতে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিশেষ মেট্রো পরিষেবা চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেলওয়ে।
কালীপুজোর রাতে বিশেষ ৮টি মেট্রো চালানো হবে ব্লু লাইনে, যেগুলি প্রতি ২০ মিনিট অন্তর চলবে। এই মেট্রোগুলি চলবে রাত ৯:৪০ থেকে রাত ১১টা পর্যন্ত।
মেট্রো কর্তৃপক্ষ জানান, কালীপুজোর দিন কলকাতা মেট্রো মোট ১৯৮টি ট্রেন চালাবে। অন্য দিন সাধারণত ২৯২টি চালানো হয়। সকাল থেকে ট্রেনগুলি স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চালু হবে, তবে শেষ ট্রেন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রাত ১০টা, ১০:২০টা, ১০:৪০টা এবং ১১টায় ছাড়বে। অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত শেষ ট্রেন ছাড়বে রাত ৯:৪৮ টা, ১০:০৮ টা, ১০:২৮ টা এবং ১০:৪৮টায়।
গ্রিন লাইন-১-এ সাধারণ ১০৬টির পরিবর্তে ৯০টি পরিষেবা থাকবে, তবে প্রথম ও শেষ ট্রেনের সময়সূচিতে কোনো পরিবর্তন করা হয়নি। গ্রিন লাইন-২, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে কোনও পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ, এই লাইনগুলিতে স্বাভাবিক পরিষেবা বজায় থাকবে।
কলকাতা মেট্রো রেলওয়ের পাশাপাশি শিয়ালদহ শাখাতেও কালীপুজো ও দীপাবলির যাত্রীচাপ সামলাতে অতিরিক্ত ৮টি ইএমইউ বিশেষ ট্রেন চালানোর ব্যবস্থা করা হয়েছে। এই বিশেষ ট্রেনগুলি শিয়ালদহ-ডানকুনি, শিয়ালদহ-বারাসাত, শিয়ালদহ-রানাঘাট এবং শিয়ালদহ-বারুইপুর রুটে চলবে।
শিয়ালদহ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩১ অক্টোবর সমস্ত সাপ্তাহিক পরিষেবা কার্যকর থাকবে এবং সমস্ত স্টেশনে ট্রেন থামার ব্যবস্থা করা হয়েছে।