কলকাতা: বুধবার, ভূত চতুর্দশীর দিন মুখ গোমড়া করেই রইল আকাশ। বৃহস্পতিতে কালীপুজো। কলকাতা এবং আশেপাশের এলাকায় এ বারের কালীপুজোয় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, কোথায় এবং কখন বৃষ্টি হবে, তা নির্দিষ্টভাবে বলা কঠিন।
কালীপুজোর দিন কিছু এলাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও সপ্তাহ জুড়ে বড় ধরনের বৃষ্টিপাত বা দুর্যোগের সম্ভাবনা নেই। কলকাতার মতো কয়েকটি জেলার দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে মাত্র। বৃহস্পতিবার কলকাতা হাওড়া উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে। শুক্রবারেও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।
তবে, কালীপুজোর দিনে আকাশ মেঘলা থাকলেও ভাইফোঁটার দিনে আকাশ থাকবে সম্পূর্ণ পরিষ্কার। ভাইফোঁটার সময় মেঘমুক্ত ঝকঝকে আকাশই থাকার সম্ভাবনা, খুশির খবর তো বটেই।
আবহাওয়াবিদদের মতে, নভেম্বরের শুরু থেকে দক্ষিণবঙ্গে অল্প অল্প করে পারদ নামতে শুরু করবে। আগামী ২ নভেম্বর থেকে উত্তুরে হাওয়া বইতে শুরু করার সম্ভাবনা থাকায় তাপমাত্রা ধীরে ধীরে কমবে, যার ফলে বাতাসে শুষ্কতা আসবে। আর্দ্রতার পরিমাণ কমে, শীতের আগমনের বার্তা বয়ে আনবে এই হাওয়া।
ও দিকে, উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা, বিশেষ করে পাহাড়ি এলাকাগুলোতেও কালীপুজোর দিন হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নভেম্বরের প্রথম কয়েক দিন পর্যন্ত এমন আবহাওয়াই বজায় থাকতে পারে।