উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: ক্যানিং গ্যাব্রিয়েল স্কুলে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। চাকরিতে দুর্নীতির অভিযোগ, থানায় অভিযোগ দায়ের চাকরী প্রার্থীদের।
অভিযোগ, জয়নগর লোকসভার ক্যানিং গ্যাব্রিয়েল হাইস্কুলে চাকরির নামে দুর্নীতি হয়েছে। বঞ্চিত হয়েছেন চাকরিপ্রার্থীরা।
বুধবার সকালে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চাকরির পরীক্ষা দিতে এসে ক্ষোভে ফেটে পড়েন চাকরিপ্রার্থীরা। তাঁরা স্কুলে এসে শোনেন পরীক্ষা বাতিল হয়েছে কোনো এক অভ্যন্তরীণ সমস্যার কারণে। তাঁরা খোঁজ নিয়ে জানতে পারেন পরীক্ষার আগেই চারজনকে মনোনীত করা হয়েছে।
এই খবর জানতেই ফেটে পড়েন চাকরিপ্রার্থীরা।আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে। খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ আসে ঘটনাস্থলে। শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে ক্যানিংয়ের এই প্রাচীন স্কুলে।
খ্রিষ্টান মিশনারির এই স্কুলে বাংলা, সংস্কৃত-সহ মোট চারটি বিষয়ে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল দু’বছর আগে। নানা টালবাহানার পর বুধবার পরীক্ষার দিন ধার্য হয়।
এদিন হুগলি, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চাকরিপ্রার্থীরা আসেন এই পরীক্ষা দিতে। এসে তাঁরা জানতে পেরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্কুল চত্বরে। বিকালে একশো জন চাকরিপ্রার্থীরা ক্যানিং থানায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।