Homeখবরকলকাতামন্ত্রিত্ব শাস্তি না পুরস্কার? শপথ নেওয়ার আগে জবাব দিলেন সুকান্ত মজুমদার

মন্ত্রিত্ব শাস্তি না পুরস্কার? শপথ নেওয়ার আগে জবাব দিলেন সুকান্ত মজুমদার

প্রকাশিত

মন্ত্রী হচ্ছেন বিজেপির সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দিল্লিতে মোদীর চা-চক্রে তাঁকে জানানো হয়েছে, তিনি মন্ত্রী হতে চলেছেন। প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী তৃতীয়বার শপথ নেবেন। তাঁর সঙ্গে শপথ নেবেন সুকান্ত মজুমদারও। ঘটনাচক্রে এর আগেই তাঁর রাজ্য সভাপতির পদ গিয়েছেন। এই ঘটনাক্রম দেখে প্রশ্ন উঠছে, এই মন্ত্রিত্বপুরস্কার না কি শাস্তি? লোকসভা ভোটে রাজ্যে বিজেপির খারাপ ফলের জন্য কি তাঁকে সভাপতি পদ থেকে সরিয়ে মন্ত্রিত্ব দেওয়া হল?

রাজ্যে দলের ফল নিয়ে বিজেপির একাধিক নেতা-নেত্রী প্রকাশ্যে এবং গোপনে সরব হয়েছেন। দিলীপ ঘোষ তো ফলে প্রকাশের পর থেকে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন। এই পরিস্থিতিতে দলের রাজ্য সভাপতির পদ থেকে সুকান্তকে সরিয়ে দিয়ে মন্ত্রীত্বে টেনে নেওয়া তাৎপর্যপূর্ণ তো বটেই। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে তবে কি শাস্তিস্বরূপ তাঁকে রাজ্য সভাপতির পদ থেকে মন্ত্রীত্বে টেনে নেওয়া হল?

রবিবার এবিপি আনন্দে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রশ্নের উত্তর দিয়েছেন সুকান্ত মজুমদার।
তিনি বলেন, ‘পুরস্কার বা শাস্তি, কোনওটারই গুরুত্ব নেই। নির্দিষ্ট কাজ দেওয়া হয়েছে। পরম বৈভবশালী যে ভারত তৈরির বৃহত্তর লক্ষ্য নিয়ে এগোচ্ছি আমরা, তা এ জীবনে পূর্ণ হওয়ার কথাই নয়। কল প্রজন্মকে লড়াই করতে হবে জানি না। তাই পুরস্কার বা তিরস্কার বলে কিছু নেই।’

তাঁকে যখন জিজ্ঞাসা করা হয়, রাজ্য সভাপতি নাকি কেন্দ্রে প্রতিমন্ত্রী, তাঁর ব্যক্তিগত পছন্দ কী? জবাবে তিনি বলেন, ‘ব্যক্তিগত পছন্দ অপছন্দের কোনও বিষয় নেই। সবকিছুই সাময়িক। চেয়ার কখনও পার্মানেন্ট হয় না। আমি তো গোড়া থেকেই বলে আসছি, আজ যে চেয়ারে বসছি, সারাজীবন সেই চেয়ারে থাকব না।’

২০২৬-এর বিধানসভা ভোটে তাঁর ভূমিকা কি হবে তা নিয়ে প্রশ্ন করা হয় সুকান্ত মজুমদারকে, জবাব তিনি বলেন, ‘ রাজ্য অবশ্যই প্রাধান্য পাবে। অবশ্যই নজর থাকবে। দল আমার পিছনে বিনিয়োগ করেছে। সাংসদ ছিলাম। তিন বছর রাজ্য সভাপতির পদ সামলেছি। স্বাভাবিক ভাবে যে পরিচিতি তৈরি হয়েছে, যে জনসমর্থন পেয়েছি, তাকে বিফলে যেতে দেওয়া যাবে না।’

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আজ সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...

আরও পড়ুন

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

মহানগরীতে অন্য ধরনের ভাইফোঁটা: প্রখ্যাত আলোকচিত্রী ক্যামেরায়

খবর অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার ছিল ভাইফোঁটা। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘায়ু কামনা করলেন...

শতবর্ষে স্মরণ অভিনেতা সন্তোষ দত্তকে, কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রদর্শনী

‘জটায়ু’-খ্যাত অভিনেতা সন্তোষ দত্তের জন্মশতবর্ষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজিত হচ্ছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। নাতি পি রাজ জানিয়েছেন, প্রয়োজনে তিনি বিরল ছবি ও স্মারক সামগ্রী উৎসব আয়োজকদের সঙ্গে ভাগ করবেন।