কলকাতা: ‘টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে’ ম্যারাথন দৌড়ের পুরুষ বিভাগে প্রথম হলেন উগান্ডার দৌড়বীর স্টিফেন কিস্সা। তাঁর কাছে হার মানলেন বর্তমান চ্যাম্পিয়ন ডানিয়েল এবেনিয়ো। মেয়েদের বিভাগে নিজের শিরোপা রক্ষা করলেন ইথিওপিয়ার সুতুমে কেবেডে।
ভারতীয় দৌড়বীররাও ভালো ফল করেছেন। ভারতীয়দের পুরুষদের বিভাগে নতুন ইভেন্ট রেকর্ড সৃষ্টি করলেন গুলবীর সিং এবং মেয়েদের বিভাগে নিজের খেতাব ধরে রাখলেন সঞ্জীবনী যাদব। ভারতীয়দের পুরুষদের বিভাগে দ্বিতীয় হলেন সওয়ান বরওয়াল আর মেয়েদের বিভাগে দ্বিতীয় হলেন লিলি দাস।

আন্তর্জাতিক মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন খেতাব ধরে রাখলেন সুতুমে কেবেডে (বাঁ দিক থেকে দ্বিতীয়)। ছবি: সঞ্জয় হাজরা।
রবিবার কলকাতায় এই ম্যারাথন দৌড়ের আসর বসে। ঐতিহাসিক রেড রোড থেকে এই ম্যারাথন দৌড় শুরু হয়। ডিসেম্বরের এই সকালে মহানগরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাড়ে ১২ ডিগ্রি। সেই কনকনে ঠান্ডার মধ্যেই দেশের অন্যতম জনপ্রিয় দৌড়ের আসর বসে। এই দৌড়ের বিভিন্ন শাখায় সাড়ে ২০ হাজারেরও বেশি মানুষ যোগদান করেন।
বিস্তারিত ফল
আন্তর্জাতিক পুরুষ বিভাগে স্টিফেন কিস্সা দৌড় শেষ করেন ১ ঘণ্টা ১২ মিনিট ৩৩ সেকেন্ডে। মাত্র ৪ সেকেন্ডের জন্য দ্বিতীয় হন কেনিয়ার ডানিয়েল এবেনিয়ো। ১ ঘণ্টা ১২ মিনিট ৫৫ সেকেন্ড সময় করে তৃতীয় হন কেনিয়ারই অ্যান্টনি কিপচিরচির।
ভারতীয়দের পুরুষ বিভাগে তিন স্থানাধিকারী গুলবীর সিং, সওয়ান বরওয়াল এবং গৌরব মাথুরের সঙ্গে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং সোল ক্যাম্পবেল। ছবি: সঞ্জয় হাজরা।
আন্তর্জাতিক মেয়েদের বিভাগে সুতুমে কেবেডে সময় করেন ১ ঘণ্টা ১৯ মিনিট ১৭ সেকেন্ড। ১ ঘণ্টা ১৯ মিনিট ৪৪ সেকেন্ড সময় করে দ্বিতীয় হন কেনিয়ার ভিয়োলা চেপেনগেনো। আর তৃতীয় স্থানাধিকারী বাহরাইনের দেসি জিসা সময় করেন ১ ঘণ্টা ২১ মিনিট ২৯ সেকেন্ড।
ভারতীয়দের পুরুষদের বিভাগে ১ ঘণ্টা ১৪ মিনিট ১০ সেকেন্ড সময় করে নতুন ইভেন্ট রেকর্ড গড়লেন গুলবীর সিং। মাত্র ১ সেকেন্ডের জন্য গুলবীরকে ছুঁতে পারলেন দ্বিতীয় স্থানাধিকারী সওয়ান বরওয়াল। আর ১ ঘণ্টা ১৬ মিনিট ৫৯ সেকেন্ড সময় করে তৃতীয় হলেন গৌরব মাথুর।
দৌড়ের আসরে ছিলেন মেরি কমও। ছবি: রাজীব বসু।
ভারতীয়দের পুরুষদের বিভাগে সঞ্জীবনী যাদব এবং লিলি দাসের সময় যথাক্রমে ১ ঘণ্টা ২৯ মিনিট ৮ সেকেন্ড এবং ১ ঘণ্টা ৩০ মিনিট ৫৮ সেকেন্ড। তৃতীয় স্থানাধিকারী কবিতা যাদব সময় করেন ১ ঘণ্টা ৩২ মিনিট ১৯ সেকেন্ড।
এ ছাড়াও ছিল বিজয় দিবস ট্রফি এবং পুলিশ কাপ। ১৯৭১-এর ১৬ ডিসেম্বর ভারতীয় ফৌজের সহযোগিতায় বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। এই দিনটিতে বিজয় দিবস পালন করা হয়। বিজয় দিবস ট্রফিতে যোগ দেয় ভারতীয় সেনাবাহিনীর জওয়ানেরা। আর কলকাতা পুলিশের পুরুষ ও মহিলা কর্মীরা যোগ দেন পুলিশ কাপে।